তামান্না খাতুন

তামান্না খাতুন আমি কখনই একা নই আল্লাহ সবসময় আমার সাথে আছেন।

আল্লাহর আনুগত্য কর আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন।
(2)

🟫 নতুন বউয়ের নীরব কষ্ট… কেউ বুঝেনি, আমি বলতেও পারিনি।বিয়ের পর একদম নতুন সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তখন তো প্রত...
07/07/2025

🟫 নতুন বউয়ের নীরব কষ্ট… কেউ বুঝেনি, আমি বলতেও পারিনি।

বিয়ের পর একদম নতুন সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তখন তো প্রতিটা কথা, প্রতিটা কাজ—সবই বুঝে বুঝে করতে হতো। যেন কাউকে কষ্ট না দিই, যেন কোনো ভুল না হয়।

🔹 একদিন আমার জা শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হলেন। আমি তখন শাওয়ার নিতে যাচ্ছি। হঠাৎ চিল্লিয়ে বললেন,
"বাথরুমে আমার ৭০০ মিলির জিনিস আছে, কেউ যেন না ধরে!"
(মানে শ্যাম্পু বোঝাচ্ছিলেন)

আমি হেসে জবাব দিলাম,
"আমার ৬০০ মি.লি.র বোতলটা তো এখনো শেষই হয়নি। আমি বেরই করিনি।"

উনি হেসে গেলেন ঠিকই, আমিও মুখে হাসলাম…
কিন্তু মনটা? সেই মুহূর্তে ভেতরটা কেমন হিম হয়ে গিয়েছিল।

🔹 এরপর আরেকদিন উনি নিজেই বললেন,
"তোমার শ্যাম্পুটা এত জঘন্য! একটু ব্যবহার করছিলাম, আমার তো সব চুল উঠে যাচ্ছে!"

আমি তো ওনাকে কখনো ব্যবহার করতে বলিনি!
তবু চুপ ছিলাম। কিছু বলিনি। মুখে হালকা হাসি রেখেই কথাটা এড়িয়ে গিয়েছিলাম।

তখন একেবারেই নতুন বউ ছিলাম।
বুকের ভেতরটা ভার হয়ে থাকলেও, কিছুর প্রতিবাদ করার সাহস ছিল না।
লজ্জায়, ভয়ে, শ্রদ্ধায়—সব মিলিয়ে কিছু বলা হতো না। কষ্টগুলো জমে থাকত নিজেরই ভিতরে।

🔸 সব মানুষ একরকম হয় না। কেউ কেউ হয়তো জীবনে কখনোই বদলায় না।
তাদের আচরণ কষ্ট দেয়, অপমান দেয়, অথচ বুঝতে চায় না।
আর আমরা? মুখে হাসি রেখেই ভেতরের কান্না চেপে রাখি।

📌 (বি.দ্রঃ তখন একদম নতুন বউ ছিলাম। কষ্ট পেলেও কিচ্ছু বলার সাহসই হত না। কাউকে বলারও সাহস পাইনি আজ পর্যন্ত।)

---

চুপচাপ থাকা মানে সব ঠিক আছে — এমন ভাবা ভুল।
একজন নতুন বউয়ের হাসির পেছনে অনেক সময় জমে থাকে দুঃখের সমুদ্র।

02/07/2025

যত্ন নিতে পারলে জীবন ফুলের মতোই সুন্দর

01/07/2025

"ইন্টারনেট আপনা-আপনি বন্ধ হয়ে গেছে" মাসে আপনাকে স্বাগতম। 🙃

29/06/2025
📱 AI দিয়ে বানানো ভিডিও (Deepfake) চিনবেন যেভাবে! 🤖⚠️ বিভ্রান্তি থেকে বাঁচতে জেনে নিন ভিডিওটা আসল নাকি কৃত্রিম!🔎 ১. মুখমণ...
28/06/2025

📱 AI দিয়ে বানানো ভিডিও (Deepfake) চিনবেন যেভাবে! 🤖

⚠️ বিভ্রান্তি থেকে বাঁচতে জেনে নিন ভিডিওটা আসল নাকি কৃত্রিম!

🔎 ১. মুখমণ্ডলের অস্বাভাবিকতা লক্ষ করুন
– ঠোঁটের নড়াচড়া আর কণ্ঠস্বর ঠিক মেলে না
– চোখের পলক কম পড়ে বা একেবারেই পড়ে না
– মুখে হঠাৎ হঠাৎ বিকৃতি দেখা যায়

🎥 ২. ব্যাকগ্রাউন্ড খেয়াল করুন
– ব্যাকগ্রাউন্ড ঝাপসা বা বিকৃত হয়
– ছায়া ঠিকমতো পড়ে না
– কিছু জায়গা “glitch” করে (হঠাৎ ভেঙে যায়)

🔊 ৩. শব্দের সাথে মিল না থাকা
– কণ্ঠ robotic বা অতিরিক্ত নিখুঁত
– আবেগহীন ভঙ্গি
– ভিন্ন ভাষায় ভিডিও হলেও ঠোঁট একইভাবে নড়ে!

🖥️ ৪. Slow-motion এ পরীক্ষা করুন
– ফ্রেম ধরে ধরে দেখলে ভুল সহজে ধরা পড়ে
– চোখ, কান, চুল বা আঙুলের গড়মিল থাকতে পারে

🌐 ৫. অনলাইনে যাচাই করুন
– Google Reverse Image/Video Search
– Deepfake চেক করার টুল:
🔹 deepware.ai
🔹 realitydefender.com

❗ ৬. অতিরিক্ত নিখুঁত ভিডিও হলে সন্দেহ করুন
– খুব সুন্দর আলো, ক্যামেরা, ভাষা, মুখের গঠন = সম্ভবত AI
– মুখাবয়ব পরিচিত হলেও সেটি অন্য কাউকে বসানো হতে পারে



🛡️ মনে রাখুন: প্রযুক্তি যেমন উপকারে আসতে পারে, তেমনি মিথ্যা ছড়াতেও ব্যবহার হতে পারে।
চোখে দেখলেই বিশ্বাস করবেন না। যাচাই করুন, তারপর শেয়ার করুন।

📢 সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।

Reality Defender's robust deepfake detection helps enterprises, platforms, and institutions stop deepfakes before they become a problem.

মহিলা শিক্ষক ছবি তুলছে ছেলেগুলার সাথে আর  পুরুষ শিক্ষ  ছবি তুলছে মেয়েগুলোর সাথে ।
27/06/2025

মহিলা শিক্ষক ছবি তুলছে ছেলেগুলার সাথে আর পুরুষ শিক্ষ ছবি তুলছে মেয়েগুলোর সাথে ।

27/06/2025

I got over 10,000 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

26/06/2025

পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরপরই শিক্ষার্থীদের হলে প্রবেশে বাধা দেওয়ার নিয়ম শিথিল করা জরুরি।

প্রতি বছরই দেখা যায়, কেউ কয়েক মিনিট দেরি করায় পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়ে।

বাস, ট্রাফিক, আবহাওয়া বা পারিবারিক কারণে দেরি হতেই পারে।
যার বৈধ প্রবেশপত্র আছে, তাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা অনুচিত।

ইচ্ছাকৃত দেরি কেউ করে না।
এ নিয়মে মানবিকতা জরুরি। এখনই সময় নমনীয় হওয়ার।

#না #না #এ

26/06/2025

fbadcode-Q_GkBQEdDKNAje8RCcLUM_Ngi-Kri5KHkPj1PukbUlcQ3TtsVrHcwj5QTXFSHsz88g

"বাবা-মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেল সন্তান! এমন অমানবিকতা আর কতকাল?"এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি এমন নিষ্ঠুরত...
26/06/2025

"বাবা-মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেল সন্তান! এমন অমানবিকতা আর কতকাল?"

এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি এমন নিষ্ঠুরতা কোনো সভ্য সমাজের কাম্য নয়। স্বজন হারানোর বেদনা যখন তীব্র, তখন একজন ছাত্র-ছাত্রী কীভাবে কলম ধরবে? কেন আজও আমাদের শিক্ষা ব্যবস্থা এতটা অনমনীয়?

পরিবারের কেউ মারা গেলে যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে প্রস্তুত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই জন্য বিকল্প বা পুনঃপরীক্ষার ব্যবস্থা থাকা উচিত। বিশেষ করে এইচএসসি পর্যায় থেকেই এমন মানবিক নিয়ম চালু করা দরকার।

একটি আবেদন — হোক মানবিক শিক্ষানীতি, হোক হৃদয়ের শিক্ষা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when তামান্না খাতুন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category