05/07/2025
আশুরার দিনে যে কাজগুলো নিষিদ্ধ --- মাওলানা তাহমীদুল মাওলা
Rislatul Islam BD (বেড়িবাঁধ সংলগ্ন), মুহাম্মদপুর ঢাকা-১২০৭।
202/g, Road-6, Mohammadi Housing Limited, Mohammadpur
Dhaka
Be the first to know and let us send you an email when Risalatul Islam BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Risalatul Islam BD:
Risalatul Islam BD 'জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা'র বহুমুখী দাওয়াতী কার্যক্রমের একটি অংশ। বাংলাদেশের অভিজ্ঞ ও বিদগ্ধ আলেমদের একটি জামাআত কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলূম দেওবন্দের ধারার একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান এটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চিন্তাধারার উপর ভিত্তি করে বহুমুখী দীনী, তালীমী ও দাওয়াতী উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৬ ইংরেজি সালে প্রতিষ্ঠিত হয় 'জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা'। বিগত দশ বছরে তালীম-তরবিয়ত ও শিক্ষা-দীক্ষার দিক থেকে এ জামিয়া সর্ব মহলের দৃষ্টি আকর্ষণ ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই বৃহৎ দাওয়াতী পরিকল্পনা নিয়ে জামিয়ায় ‘কিসমুদ দা'ওয়াহ ও মুকারানাতিল আদয়ান’ [ইসলামী দা'ওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগ/Department of Islamic Da'wah & Comparative Religious] নামে একটি গবেষণামূলক বিভাগ খোলা হয়েছে। এই দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবেই 'Risalatul Islam BD' এর সূচনা। ইতিমধ্যেই এর অধীনে এ নামেই একটি ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ ও হোয়াটস অ্যাপ প্রশ্নোত্তর গ্রুপ চালু করা হয়েছে। [আপনাদের দোয়া এবং সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। লক্ষ্য-উদ্দেশ্য: >>>>> সব শ্রেণীর মানুষের কাছে ভারসাম্যপূর্ণ পন্থায় (Risalatul Islam) ইসলামের বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। ‘রিসালাতুল ইসলাম’ অর্থ ইসলামের বার্তা। এ নামটি নির্বাচন করার পর মারকাযুদ দাওয়াহ্ আল-ইসলামিয়ার সম্মানিত আমীনুত তালীম মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহু তাআলা বলেন, “রিসালাতুল ইসলাম নামাটি অনেক ওজনদার। এ নামের মাহাত্ম্য রক্ষা করে চলতে হবে।” প্রকৃতই নামের যথার্থতা রক্ষা করা আমাদের প্রধান উদ্দেশ্য। উপদেষ্টা পরিষদ :>>>>> ১. মুফতী মাহমূদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহু তাআলা [মুহতামিম, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর ঢাকা] ২. মাওলানা আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহু তাআলা [বিশিষ্ট হাদীস বিশারদ ও সিনিয়র মুহাদ্দিস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর ঢাকা] ৩. মাওলানা আবুল বাশার সাহেব হাফিজাহুল্লাহু তাআলা [শাইখুল হাদীস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর ঢাকা] ৪. মাওলানা আব্দুল গাফ্ফার সাহেব হাফিজাহুল্লাহু তাআলা [নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া, মুহাম্মদপুর ঢাকা] সার্বিক যোগাযোগ - জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা। বাড়ি নং: ২০২/জি ১১, রোড: ৫, মোহাম্মদিয়া হাউজিং লি. (বেড়িবাঁধ সংলগ্ন), মুহাম্মদপুর ঢাকা-১২০৭।