Sports News24

Sports News24 খেলাধুলা সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
(2)

সর্বশেষ ৫ ম্যাচে পাকিস্তানের জয় ৩টি আর শ্রীলঙ্কার জয় ৪টি। ফর্মে এগিয়ে লঙ্কানরা! 🔥পাকিস্তান না শ্রীলঙ্কা; আজ কাকে দেখছেন ...
23/09/2025

সর্বশেষ ৫ ম্যাচে পাকিস্তানের জয় ৩টি আর শ্রীলঙ্কার জয় ৪টি। ফর্মে এগিয়ে লঙ্কানরা! 🔥
পাকিস্তান না শ্রীলঙ্কা; আজ কাকে দেখছেন জয়ের হাসিতে?

আগামীকাল এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ Vs ইন্ডিয়া
23/09/2025

আগামীকাল এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ Vs ইন্ডিয়া

এইবারের এশিয়া কাপে যোগ্য দল হিসেবেই সুপার ফোরে গেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। আফগানিস্তান যদিও এশিয়া কাপ শুর...
23/09/2025

এইবারের এশিয়া কাপে যোগ্য দল হিসেবেই সুপার ফোরে গেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। আফগানিস্তান যদিও এশিয়া কাপ শুরু হওয়ার আগে খুব ফাকা বুলি দিছিলো এই করবে সেই করবে, ভারত আর আফগানিস্তান ফাইনাল খেলবে। কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাথে হেরে বিদায় নিতে হইছে।

কথা হলো যদি আফগানিস্তান ফাইনালে যাইতো আর ভারতের বিপক্ষে খেলতো তাহলে কোনো রকম ফাইট দেওয়া ছাড়াই ম্যাচটা আফগানিস্তান ছেড়ে দিতো, অতীতেও এরকম বেশ কয়েকবার হইছে। কারন তারা চায় না ভারতের সাথে ভালো করুক আর আইপিএল কন্ট্রাক্ট থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিক। আর এদের কথাবার্তা শুনলেই বুঝা যায় এরা ভারতের পা কি পরিমান লেহন করে।

ভারত পাকিস্তানের মধ্যে এটাই ১৯,২০ফারাক,,একটু দেখে নিন,,😆😆
22/09/2025

ভারত পাকিস্তানের মধ্যে এটাই ১৯,২০ফারাক,,একটু দেখে নিন,,😆😆

যখন জানলাম তামিম  বিসিবির প্রেসিডেন্ট হতে চায় খুব খুশি হয়েছিলাম কারণ আমরা স্বপ্ন দেখতাম একদিন বোর্ডের দায়িত্ব পালনে মাশর...
22/09/2025

যখন জানলাম তামিম বিসিবির প্রেসিডেন্ট হতে চায় খুব খুশি হয়েছিলাম কারণ আমরা স্বপ্ন দেখতাম একদিন বোর্ডের দায়িত্ব পালনে মাশরাফি,তামিমরা থাকবে সেদিন খেলা নিয়ে ওরা কোন দুর্নীতি করতে দিবে না।

কিন্তু গতকাল তামিম যা করলেন তা কখনও তামিমের থেকে এক্সপেক্ট করিনি,সে ইশরাকের মতো একজন মাথামোটা মানুষকে পাশে বসিয়ে তার মাধ্যমে ঘোষণা দিয়েছে নির্বাচন সুষ্ঠ না হলে বিসিবি ঘেরাও করবে,মানে হুমকি দেওয়া হচ্ছে তাও ইশরাককে দিয়ে।

সাকিব এবং মাশরাফিকে এমপি হওয়ার পরও দেখি নাই কখনও এভাবে ওপেনলি হুমকি দিতে। তাই আর বলতে বাকী রইলো না তামিমের অবস্থা একদিন সাকিব,মাশরাফি থেকেও ভয়াবহ হবে।

এরা কিভাবে একি ভুল বারবার করে? ক্ষমতার জন্য মানুষ এতো অন্ধ হয়ে যায়? তামিমের জন্য লজ্জা।

নাসুমের আজান শুনে নামাজে দাড়ালেন ক্রিকেটাররা
22/09/2025

নাসুমের আজান শুনে নামাজে দাড়ালেন ক্রিকেটাররা

চলতি এশিয়া কাপে সর্বোচ্চ রান অভিষেক শর্মার দখলে 🔥৩ নাম্বারে আছে আমাদের তাওহীদ হৃদয়,🫂
22/09/2025

চলতি এশিয়া কাপে সর্বোচ্চ রান অভিষেক শর্মার দখলে 🔥
৩ নাম্বারে আছে আমাদের তাওহীদ হৃদয়,🫂

নারী বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে অফিসিয়াল ফটোশুটে বাংলাদেশ দল🤩🇧🇩
22/09/2025

নারী বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে অফিসিয়াল ফটোশুটে বাংলাদেশ দল🤩🇧🇩

বিপিএল নয়, বিগব্যাশে খেলবেন রিশাদ/)স্পোর্টসক্যাসল ডেস্ক:বিগ ব্যাশের এবারের মৌসুমে হোবার্টের হয়ে মাঠে দেখা যাবে রিশাদ হোস...
22/09/2025

বিপিএল নয়, বিগব্যাশে খেলবেন রিশাদ

/)স্পোর্টসক্যাসল ডেস্ক:
বিগ ব্যাশের এবারের মৌসুমে হোবার্টের হয়ে মাঠে দেখা যাবে রিশাদ হোসেনকে। পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন এই লেগ স্পিনার। ফলে পুরো মৌসুমেই হোবার্ট হারিকেন্সের জার্সিতে দেখা যাবে রিশাদকে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার পরই সম্ভাবনার আলো জ্বেলেছিলেন রিশাদ। তবে গত আসরে দল পেলেও বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি এই লেগ স্পিনারের।

সর্বশেষ আসরে রিশাদকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হারিকেন্স। যা ছিল দলটির প্রথম শিরোপা। এবারের আসরেও রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে এই লেগ স্পিনারের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে ছিল শঙ্কা। কেটে গেছে এই শঙ্কা, বিসিবির অনাপত্তিপত্র পাওয়ায় রিশাদকে পুরো মৌসুমের জন্যই দেখা যাবে হোবার্টের জার্সিতে।

হোবার্টের পরিকল্পনার বড় অংশজুড়েই আছেন রিশাদ। এ নিয়ে দলটির অধিনায়ক নাথান এলিস জানিয়েছিলেন, 'রিশাদ ও রেহানকে নিয়েছি, কারণ মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি। আমরা রিশাদকে গত বছর নিতে চেয়েছিলাম, এবারও নিতে পেরেছি। ওকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও ইতিমধ্যে সম্ভাবনাময় এক লেগ স্পিনার হিসেবে ঝলক দেখিয়েছে।'

আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বিগ ব্যাশের ১৫তম আসর। টুর্নামেন্টের পর্দা নামবে জানুয়ারি ২৬ তারিখ।

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন সূর্যকুমার![]স্পোর্টসক্যাসল ডেস্ক:শেষ অনেক দিন ধরেই পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্ব...
22/09/2025

পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন সূর্যকুমার!

[]স্পোর্টসক্যাসল ডেস্ক:
শেষ অনেক দিন ধরেই পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারছে না ভারতের বিপক্ষে। সবশেষ এশিয়া কাপের সুপার ফোরের লড়াইও একই পরিণতি পেল। পড়শিদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। এমন এক ম্যাচের পর ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশ্ন তুলেছেন ভারত-পাক ম্যাচের ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে। জানালেন, ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যেন প্রশ্ন করা বন্ধ করা হয় এবার। তাতে যেন পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটাই পড়ল বৈকি!

অভিষেক শর্মার ঝড়ো ৭৪ রানের ইনিংসে ভর করে ভারত ১৭২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৮.৫ ওভারে। এক সপ্তাহের ব্যবধানে এটি পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিতীয় জয়। টি-টোয়েন্টি ম্যাচে এটি ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের ১৫ ম্যাচে ১২তম জয়।

সূর্যকুমারের কাছে জানতে চাওয়া হয়, এভাবে ভারতের টানা জয় কি প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব কমিয়ে দিচ্ছে? জবাবে তিনি বলেন, ‘আপনারা ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করুন। আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা তখনই হয় যখন দুই দল ১৫-২০ ম্যাচ খেললে সমানভাবে জয়-পরাজয় ভাগ হয়। ১৩-০, ১০-১, আমি ঠিক জানি না হিসাব কী, তবে এটা আর প্রতিদ্বন্দ্বিতা নয়।’

পাকিস্তানের সর্বশেষ টি-টোয়েন্টি জয় এসেছিল ২০২২ সালে দুবাইয়ে এশিয়া কাপে। এরপর থেকে ভারতই আধিপত্য ধরে রেখেছে। রাজনৈতিক কারণে ২০১২ সালের পর দুই দল শুধু বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়।

রবিবার পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান খেলেন ৪৫ বলে ৫৮ রানের দারুণ ইনিংস। কিন্তু দল শেষ পর্যন্ত ১৭১-৫ এ থেমে যায়। ৯.৩ ওভারে ১ উইকেট খুইয়ে ৯৩ রান তুলে শুরুটা ভালো করেছিল দলটা, তবে শেষদিকে রান তুলতে পারেনি তারা।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘আমরা পাকিস্তানের চেয়ে ভালো খেলেছি। ব্যাটিং যেমন ছিল দারুণ, তেমনি বোলিংয়েও এগিয়ে ছিলাম। অভিষেক আর শুবমান গিল দ্রুত জুটি গড়ে ম্যাচের ভিত গড়ে দেয়। এই ভেন্যুতে ক্যাচ মিস হয় অনেক, এটা খেলারই অংশ।’

অভিষেক শর্মার প্রশংসা করে তিনি বলেন, ‘সে জানে তার কাছ থেকে কী চাই, কোন বোলার কীভাবে বল করবে। এটা তার জন্য বাড়তি সুবিধা। প্রতিটি ম্যাচ থেকে সে শিখছে।’

পাকিস্তানের অধিনায়ক সালমান আগা স্বীকার করেন, তাদের দল অন্তত ১৫-২০ রান কম করেছে। তিনি বলেন, ‘আমরা এখনো এই টুর্নামেন্টে নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। ১০ ওভারে ৯১ রান তোলার পর আমরা পথ হারাই। তারপরও ১৭১ মোটেই খারাপ স্কোর ছিল না।’

আগা বলেন, ‘আমাদের তিন বিভাগেই উন্নতি করতে হবে। নিখুঁত খেলা খেলতে হবে। আমরা এখন সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

মঙ্গলবার রাতে পাকিস্তান নিজেদের বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

কি অসাধারণ প্লেয়ার এক ম্যাচে দুইটা পুরষ্কার পেলো অভিষেক শর্মা ৮ হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় দশ লাখ টাকা
22/09/2025

কি অসাধারণ প্লেয়ার
এক ম্যাচে দুইটা পুরষ্কার পেলো অভিষেক শর্মা
৮ হাজার ডলার যা বাংলা টাকায় প্রায় দশ লাখ টাকা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sports News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share