22/09/2025
পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন সূর্যকুমার!
[]স্পোর্টসক্যাসল ডেস্ক:
শেষ অনেক দিন ধরেই পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারছে না ভারতের বিপক্ষে। সবশেষ এশিয়া কাপের সুপার ফোরের লড়াইও একই পরিণতি পেল। পড়শিদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। এমন এক ম্যাচের পর ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশ্ন তুলেছেন ভারত-পাক ম্যাচের ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে। জানালেন, ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যেন প্রশ্ন করা বন্ধ করা হয় এবার। তাতে যেন পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটাই পড়ল বৈকি!
অভিষেক শর্মার ঝড়ো ৭৪ রানের ইনিংসে ভর করে ভারত ১৭২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৮.৫ ওভারে। এক সপ্তাহের ব্যবধানে এটি পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিতীয় জয়। টি-টোয়েন্টি ম্যাচে এটি ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের ১৫ ম্যাচে ১২তম জয়।
সূর্যকুমারের কাছে জানতে চাওয়া হয়, এভাবে ভারতের টানা জয় কি প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব কমিয়ে দিচ্ছে? জবাবে তিনি বলেন, ‘আপনারা ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করুন। আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা তখনই হয় যখন দুই দল ১৫-২০ ম্যাচ খেললে সমানভাবে জয়-পরাজয় ভাগ হয়। ১৩-০, ১০-১, আমি ঠিক জানি না হিসাব কী, তবে এটা আর প্রতিদ্বন্দ্বিতা নয়।’
পাকিস্তানের সর্বশেষ টি-টোয়েন্টি জয় এসেছিল ২০২২ সালে দুবাইয়ে এশিয়া কাপে। এরপর থেকে ভারতই আধিপত্য ধরে রেখেছে। রাজনৈতিক কারণে ২০১২ সালের পর দুই দল শুধু বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়।
রবিবার পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান খেলেন ৪৫ বলে ৫৮ রানের দারুণ ইনিংস। কিন্তু দল শেষ পর্যন্ত ১৭১-৫ এ থেমে যায়। ৯.৩ ওভারে ১ উইকেট খুইয়ে ৯৩ রান তুলে শুরুটা ভালো করেছিল দলটা, তবে শেষদিকে রান তুলতে পারেনি তারা।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, ‘আমরা পাকিস্তানের চেয়ে ভালো খেলেছি। ব্যাটিং যেমন ছিল দারুণ, তেমনি বোলিংয়েও এগিয়ে ছিলাম। অভিষেক আর শুবমান গিল দ্রুত জুটি গড়ে ম্যাচের ভিত গড়ে দেয়। এই ভেন্যুতে ক্যাচ মিস হয় অনেক, এটা খেলারই অংশ।’
অভিষেক শর্মার প্রশংসা করে তিনি বলেন, ‘সে জানে তার কাছ থেকে কী চাই, কোন বোলার কীভাবে বল করবে। এটা তার জন্য বাড়তি সুবিধা। প্রতিটি ম্যাচ থেকে সে শিখছে।’
পাকিস্তানের অধিনায়ক সালমান আগা স্বীকার করেন, তাদের দল অন্তত ১৫-২০ রান কম করেছে। তিনি বলেন, ‘আমরা এখনো এই টুর্নামেন্টে নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। ১০ ওভারে ৯১ রান তোলার পর আমরা পথ হারাই। তারপরও ১৭১ মোটেই খারাপ স্কোর ছিল না।’
আগা বলেন, ‘আমাদের তিন বিভাগেই উন্নতি করতে হবে। নিখুঁত খেলা খেলতে হবে। আমরা এখন সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
মঙ্গলবার রাতে পাকিস্তান নিজেদের বাঁচা মরার লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।