03/08/2025
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে জনসমুদ্রের সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধান অতিথি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান,
বেলা বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা ঢল নেমেছে শাহবাগ মোড়ে। চারদিকের রাস্তা জুড়ে এখন শুধুই নেতাকর্মীদের স্লোগান আর তারুণ্যের উচ্ছ্বাস। বৃষ্টি ভিজে আসা এই লাখো তরুণের কণ্ঠে একটাই দাবি—গণতন্ত্র পুনরুদ্ধার। আজকের এই সমাবেশ শুধু সমাবেশ নয়, এটি তারুণ্যের বজ্রকণ্ঠ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নতুন অধ্যায় লিখে দিচ্ছে।
শাহবাগে আজ তারুণ্যের জোয়ার, স্বপ্ন আর সংগ্রামের এক অবিস্মরণীয় দিন।