Amar Kantha-আমার কণ্ঠ

Amar Kantha-আমার কণ্ঠ amarkantha.com is one of the popular online news portal in Chandpur, Bangladesh.

হাজীগঞ্জের সাধারণ মানুষের কল্যাণে অবিরাম পথ চলা ইউএনও।
27/08/2024

হাজীগঞ্জের সাধারণ মানুষের কল্যাণে অবিরাম পথ চলা ইউএনও।

27/08/2024

৬ নং বড় কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল প্রায় সব মানুষ পানিবন্দী। ত্রানসামগ্রী নিয়ে সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ করছি

27/08/2024

এখন থেকে হাজীগঞ্জের ত্রাণ সামগ্রী হাজীগঞ্জের বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে অথবা উপজেলা প্রশাসনের সাথে বিতরণের জন্য অনুরোধ করছি।

26/08/2024

হাজীগঞ্জে আদায়কৃত অর্থ, বস্ত্র, ত্রাণসামগ্রী প্রশাসনের সাথে যোগযোগ করে বিতরণ করার জন্য অনুরোধ করছি।

26/08/2024

রাজনৈতিক বিবেচনায় যেনো ত্রাণ বিতরণ করা না হয়,তাহলে বাদ পড়বে প্রকৃত অসহায় মানুষ।

26/08/2024

এখন থেকে হাজীগঞ্জের ত্রাণ সামগ্রী হাজীগঞ্জের বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে অথবা উপজেলা প্রশাসনের সাথে বিতরণের জন্য অনুরোধ করছি।

26/08/2024

হাজীগঞ্জে সংগ্রহকৃত ত্রাণ সামগ্রী বাহিরে না দিয়ে হাজীগঞ্জের উত্তর-দক্ষিন ও পৌর এলাকায় দেওয়ার জন্য অনুরোধ করছি। নিজে বাচঁলে অন্য।

25/08/2024

নির্বাচন কখন হবে সেটা দেশবাসীকে ঠিক করতে হবে: ড. ইউনূস

জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাবো যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়— আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব।

ড. ইউনূস বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব।

ড. ইউনূস আরও বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরের অনেক দুঃখ-কষ্ট আপনাদের জমা আছে। সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসংগতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব।

25/08/2024

ভাই সবাই হাজীগঞ্জ উপজেলা দিকে তাকান, তারা ভালো নেই, পানি বাড়ছে শুধু, অনেকেই আশ্রয় কেন্দ্রে চলে গেছে

25/08/2024

হাজীগঞ্জের উত্তর ও দক্ষিন অঞ্চল এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যার পানি উঠেছে। ত্রান সামগ্রী অন্য জেলায় না দিয়ে নিজ এলাকায় দেওয়ার জন্য অনেুরোধ করছি।

25/08/2024

হাজীগঞ্জ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারি নিয়োগ ও উন্নয়নসহ সকল ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির আখড়া॥ জড়িত কয়েকজন কর্মকর্তা।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Amar Kantha-আমার কণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Kantha-আমার কণ্ঠ:

Share