Hasan Mahmud

Hasan Mahmud I'm a wanderlust-driven explorer capturing the beauty, culture, and adventures from around the world. Let's make every trip memorable "Welcome to my travel blog!

Join me as I share insider tips, hidden gems, and unforgettable experiences to inspire your next journey. Let's make every trip memorable!"

20/09/2025

কম খরচে স্কিল আপগ্রেড করুন : 👇

1. বিদেশি ভাষা শিখুন: busuu.com
2. এক্সেল শিখুন: ExcelJet
3. কোডিং ও প্রোগ্রামিং: Mimo
4. গ্রামার চেক: Grammarly
5. STEM (Math, Science ইত্যাদি): Khan Academy
6. দ্রুত টাইপ শেখা: TypingClub
7. পাবলিক স্পিকিং: Toastmasters
8. গ্রাফিক ডিজাইন: Canva Design School
9. AI টুলস ও প্রম্পটিং: LearnPrompt.org
10. বিজনেস ও ডিজিটাল মার্কেটিং: Google Digital Garage
11. টাইম ম্যানেজমেন্ট ও প্রোডাক্টিভিটি: Notion / Todoist
12. ভিডিও এডিটিং: CapCut Academy / InVideo

সরকার,মেট্রোরেল কে এম্বুলেন্স হিসবে ননস্টপ দিয়া বাড়ি থেকে টিএসসি অবধি চলুক এবং হেলিকপ্টার পরিসেবা দাও!Only For Dhaka❗(রক...
21/07/2025

সরকার,
মেট্রোরেল কে এম্বুলেন্স হিসবে ননস্টপ দিয়া বাড়ি থেকে টিএসসি অবধি চলুক এবং হেলিকপ্টার পরিসেবা দাও!

Only For Dhaka❗

(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB- Negative 01913545498
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793
Ab+ 01727810154

দয়া করে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, হতেও তো পারে আপনার উছিলায় কারো জীবন বাঁচলো ।
゚followers

18/06/2025

ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী যারা তারা আজ রাতের ভেতরই আপনাদের পাসপোর্টের কপি [email protected] ইমেইলে পাঠাবেন প্লিজ :)

কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, আপনাদের সেইফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।

আর অবৈধ যারা আছেন তাদের যার যার কাছে পাসপোর্ট/NID/সুরক্ষা সেবা বিভাগ অথবা নিজ উপজেলার UNO'র চিঠি আছে তারা দয়া করে [email protected] এ এগুলো প্রেরণ করুন।

কথা দিচ্ছি, সেইফলি আমরা ইরান ছাড়বো, ইনশাআল্লাহ।

মূল পোস্ট কমেন্টে দেয়া থাকবে- উপরের এই দুই টা ব্যপার ছাড়া অন্য কোন ব্যপারে ইমেইল না করাই ভাল হবে।

ধন্যবাদ

Npsb করার ক্ষেত্রে সতর্কতাসোনালী ই ওয়ালেট এপস দিয়ে Npsb করার ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো বিবেচনায় রাখবেন। এতে ফেইল হওয...
17/06/2025

Npsb করার ক্ষেত্রে সতর্কতা

সোনালী ই ওয়ালেট এপস দিয়ে Npsb করার ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো বিবেচনায় রাখবেন। এতে ফেইল হওয়া থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেতে পারে।

১. যদি মোবাইল ডাটা অথবা wifi ব্যবহার করেন তাহলে নেটওয়ার্ক ভালো আছে/থাকে এমন জায়গায় বসে npsb করবেন।নেটওয়ার্ক আপ ডাউন করছে এমন জায়গা থেকে npsb না করাই ভালো।

২. ভুল otp দিয়ে সাবমিট করবেন না।

৩. Otp এন্ট্রি করে সাবমিট দেয়ার পরও সাবমিট হয়নি মনে করে বারবার সাবমিট এ ক্লিক করবেন না। একবার দিয়ে অপেক্ষা করবেন।

৪. যে একাউন্টে পাঠাচ্ছেন সেই একাউন্ট এর সংখ্যা অবশ্যই অনলাইন এবং পুরা নাম্বার হতে হবে। একটা সংখ্যাও কম বা বেশি হওয়া যাবে না।
অনেকে অনেক ব্যাংকে ৪/৮ সংখ্যা একাউন্ট নাম্বার দিয়ে লেনদেন করেন। মনে করেন যে অন্যান্য পদ্ধতিতে তো যাচ্ছে টাকা, তাহলে এভাবেও যাবে হয়তো। এমন চিন্তা থেকে এনপিএসবি সিস্টেমে একাউন্ট সংখ্যা কম বেশি দিবেন না। এক্সাক্ট হতে হবে। একাউন্টের ফুল সংখ্যা ওই ব্যাংক থেকে জেনে নিবেন।

৫. কোনভাবেই ডট, কমা, হাইফেন, আন্ডারস্কোর এসব ব্যবহার করা যাবে না। যদিও এপস এ এই গুলা সাপোর্ট করেনা।

৬. সোনালী ব্যাংকে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিন আনুমানিক রাত ১০ টা থেকে আনুমানিক রাত ১২ টা পর্যন্ত মেইনটেন্যান্স পিরিয়ড চলে। তাই এই সময়টা এভয়েড করে চলবেন।

৭. অবশ্যই ব্যাংকের নাম সঠিক ভাবে সিলেক্ট করবেন। ব্যাংক একটা, কিন্তু একাউন্ট আরেকটা তাহলে ফেইল হবে।

৮. যেহেতু ব্যাংক টু ব্যাংক, তাই একাউন্ট সংখ্যা সঠিকভাবে দিয়েছেন কিনা দুই তিন বার চেক করে সাবমিট করবেন। যদি একই একাউন্ট এবং ব্যাংকে প্রতি মাসে টাকা পাঠান তাহলে করে রাখতে পারেন। এতে একাউন্ট নাম্বার ভুল হবে না।

৯. যদি প্রথমবার কোন একাউন্টে টাকা পাঠান তাহলে নিশ্চিত হবার জন্য ৫০ বা ১০০ টাকা পাঠিয়ে চেক করে নিতে পারেন যে টাকা যাচ্ছে কিনা।
১০. সোনালী ই ওয়ালেট এ একবারে ৩ লাখ, দৈনিক ১০ লাখ টাকা পাঠানো যায়। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু। যেকোন পরিমাণ npsb সিস্টেমে টাকা পাঠাতে ১০ টাকা চার্জ আছে।

১১. একবার টাকা পাঠানোর পর মিনিমাম এক মিনিট অপেক্ষা করে পরে আবার পাঠাবেন। সাথেই সাথেই পাঠাবেন না।

১২. Npsb/rtgs/beftn এই গুলা বাংলাদেশ ব্যাংকের সার্ভিস। এতে তিনটা মাধ্যম জড়িত। তাই কোন npsb ফেইল হলে দোষ শুধু sender ব্যাংকের দিলে হবে না। বাংলাদেশ ব্যাংক সহ sender ব্যাংক, রিসিভার ব্যাংক যেকোন মাধ্যমেই টেকনিক্যাল প্রবলেম এর জন্য ফেইল হতে পারে।

১৩. এরপরও ফেইল হলে সোনালী ব্যাংকের যেকোন শাখা অথবা একাউন্ট শাখায় যোগাযোগ করতে পারেন। তারা হেড অফিসে যোগাযোগ করে টাকা ফেরত আনার প্রক্রিয়ায় সাহায্য করতে পারেন।

অথবা কল সেন্টার 16639 এখানে কল করে অভিযোগ জানাতে পারেন।

১৪. NPSB টাকা ফেইল হলে, যে ব্যাংকে পাঠানো হয় সেই ব্যাংকে টাকা চলে যায় কিন্তু একাউন্টে যায় না। তাই ওই ব্যাংক টাকা ফেরত দিলে এরপর সোনালী ব্যাংক ফেরত দিতে পারে। তাই প্রোসেস টা একটু সময় সাপেক্ষ হয় মাঝে মাঝে। এটা মেইনলি রিসিভার ব্যাংকের দ্রুত রেসপন্স এর উপর নির্ভর করে।

Follow the page to get updates on Sonali e-wallet and other banking topics.
Sabbir Ahmed Mishu

ধন্যবাদ
#সোনালী_ইওয়ালেট

Google Pay ❌ Google Wallet ✅ | আসল কাহিনীটা জেনে নিন!অনেকে এখন বলছে "Google Pay আসছে", "Google Wallet আসছে", আবার কেউ কে...
29/05/2025

Google Pay ❌ Google Wallet ✅ | আসল কাহিনীটা জেনে নিন!

অনেকে এখন বলছে "Google Pay আসছে", "Google Wallet আসছে", আবার কেউ কেউ খুশিতে নাচছে! 😅 কিন্তু একটু থামুন ভাইসাহেব, আসল ব্যাপারটা আগে ঠিকমতো জেনে নিন:

🔹 Google Pay (GPay)
এটা বিকাশ বা PayPal-এর মতো একটা সার্ভিস, যেটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট সেন্ড/রিসিভ করতে পারেন। ফ্রিল্যান্সিং, অনলাইন ট্রান্সফার—সব কিছুই সহজ হয় এর মাধ্যমে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, Bangladesh Bank-এর নীতিমালার কারণে GPay আমাদের দেশে এখনই আসছে না। যেমনটা PayPal এতদিনেও আসতে পারছে না, GPay-এর ক্ষেত্রেও তাই।

🔹 Google Wallet
✅ এটা হচ্ছে একধরনের ডিজিটাল কার্ড হোল্ডার। আপনার ব্যাংকের ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ড, মেট্রো কার্ড বা লয়্যালটি কার্ড ইত্যাদি এতে সংরক্ষণ করা যায়। কিছু কিছু দেশে এটাকে দিয়ে NFC পেমেন্ট করা যায়।

👉 বাংলাদেশে যদি এটা আসে, তাহলে হয়তো শুধু লোকাল ব্যাংকের কার্ড অ্যাড করে BDT পেমেন্ট করার সুযোগ থাকতে পারে—তাও যদি আপনার ফোনে NFC থাকে।

⚠️ সতর্কবার্তা: যারা ভাবছেন এটা দিয়ে বিকাশের মতো টাকা পাঠাতে পারবেন বা PayPal-এর বিকল্প পাবেন—তারা ভুল বুঝছেন।
Google Wallet কোনো ট্রান্সফার সিস্টেম না, এটা শুধু আপনার কার্ডগুলো মোবাইলে সংরক্ষণের সুবিধা দেয়। কাজের দিক থেকে খুব সীমিত, শুধু কিছু নির্দিষ্ট মানুষের কাজে আসতে পারে।

অফ টপিক!! জনকল্যাণে এই পোস্ট 📢মিরপুর থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস রুট ||০১) অছিম পরিবহন- গাবতলী, টেকনিক্যাল, আনসা...
25/05/2025

অফ টপিক!!
জনকল্যাণে এই পোস্ট 📢

মিরপুর থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস রুট ||
০১) অছিম পরিবহন- গাবতলী, টেকনিক্যাল, আনসারক্যাম্প,মিরপুর ১,২,১০,১১,১২ সাগুফতা,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,কুর্মিটোলা,কুড়িল,যমুনা ফিউচার পার্ক,নতুন বাজার,বাড্ডা,রামপুরা,বনস্রী,স্টাফ কোয়ার্টার ||
---------------
০২) শিকড় পরিবহন- মিরপুর ১২,১১,১০ কাজি পাড়া, শেওড়াপাড়া,আগারগাঁও,বিজয় স্বরনী,খামারবাড়ি,ফার্মগেট,কাওরান বাজার,শাহবাগ,মৎস ভবন,পল্টন গুলিস্তান,সায়দাবাদ,যাত্রাবাড়ী ||
---------------
০৩)বসুমতি পরিবহন- গাবতলি,টেকনিক্যাল,আনসারক্যাম্প,মিরপুর ১,২,৬,৭,১১ সেটারা দিয়ে ইউটার্ন, পূরবী,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,কুড়িল,খিলক্ষেত,এয়ারপোর্ট,গাজিপুর ||
---------------
০৪) প্রজাপতি পরিবহন- ঘাটারচর,মোহাম্মদপুর,শ্যামলী,আনসারক্যাম্প,মিরপুর ১,২,১০,১১,১২,সাগুফতা,কালশী,ইসিবি,মাটিকাটা ফ্লাইওভার,খিলক্ষেত,এয়ারপোর্ট,উত্তরা ||
একই রুটে পরিস্থান পরিবহন চলাচল করে ||
০৫) বিহঙ্গ পরিবহন- মিরপুর ১২,১১,১০,কাজিপাড়া,শেওড়াপাড়া,আগারগাঁও,খামারবাড়ি,ফার্মগেট,কাওরান বাজার,শাহবাগ,গুলিস্তান,ফুলবাড়িয়া,
তাতি বাজার,ভিক্টোরিয়া পার্ক ||
---------------
০৬) মিরপুর সুপার লিংক- মিরপুর ১২,১১,১০,কাজিপাড়া,শেওড়াপাড়া,Khamar Bari (খামার বাড়ি), (ধানমন্ডি ২৭), (ধানমন্ডি ৩২), (সিটি কলেজ, (নীলক্ষেত),নিউ মার্কেট),(আজিমপুর ||
-------
০৭) রাজধানী পরিবহন-
1 Hemayetpur (হেমায়েতপুর)
2 Gabtoli (গাবতলি)
3 Technical (টেকনিক্যাল)
4 Ansar Camp (আনসার ক্যাম্প)
5 Mirpur 1 (মিরপুর ১)
6 Sony Cinema Hall (সনি সিনেমা হল)
7 Mirpur 2 (মিরপুর ২)
8 Mirpur 10 (মিরপুর ১০)
9 Mirpur 11 (মিরপুর ১১)
10 Purobi (পুরবী)
11 Kalshi (কালশী)
12 ECB Square (ইসিবি স্কয়ার)
13 MES (এমইএস)
14 Shewra (শেওড়া)
15 Kuril Bishwa Road (কুড়িল বিশ্ব রোড)
16 Jamuna Future Park (যমুনা ফিউচার পার্ক)
17 Bashundhara (বসুন্ধরা)
18 Nadda (নদ্দা)
19 Notun Bazar (নতুন বাজার)
20 Bashtola (বাঁশতলা)
21 Shahjadpur (শাহজাদপুর)
22 Uttar Badda (উত্তর বাড্ডা)
23 Badda (বাড্ডা)
24 Madhya Badda (মধ্য বাড্ডা)
25 Merul Badda (মেরুল বাড্ডা)
26 Rampura Bridge (রামপুরা ব্রিজ)
27 Banasree (বনশ্রী)
28 Demra Staff Quarter (ডেমরা স্টাফ কোয়ার্টার)
----------
০৮) আলিফ পরিবহন-
1 Mirpur 1 (মিরপুর ১)
2 Mirpur 2 (মিরপুর ২)
3 Mirpur 10 (মিরপুর ১০)
4 Kazipara (কাজীপাড়া)
5 Shewrapara (শেওড়াপাড়া)
6 Agargaon (আগারগাঁও)
7 Bijoy Sarani (বিজয় সারাণী)
8 Jahangir Gate (জাহাঙ্গীর গেট)
9 Mohakhali (মহাখালী)
10 Wireless (ওয়্যারলেস)
11 Golshan 1 (গুলশান ১)
12 Badda Link Road (বাড্ডা লিংক রোড)
13 Madhya Badda (মধ্য বাড্ডা)
14 Merul Badda (মেরুল বাড্ডা)
15 Rampura Bridge (রামপুরা ব্রিজ)
16 Banasree (বনশ্রী)
মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বাস রুটগুলো তুলে ধরা হলো ---------------

©

চাকরির ইন্টারভিউতে যে ১৩টি কথা কখনোই বলবেন নাআপনার কি কখনও এমন হয়েছে যে, চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন এবং ভেবেছেন খুব ভ...
20/04/2025

চাকরির ইন্টারভিউতে যে ১৩টি কথা কখনোই বলবেন না

আপনার কি কখনও এমন হয়েছে যে, চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন এবং ভেবেছেন খুব ভাল করেছেন—কিন্তু সময় পার হয়ে গেলেও নিয়োগকর্তার কাছ থেকে উত্তর পাননি?

এমনটা হওয়ার কারণ হতে পারে, আপনি এমন কিছু বলেছেন যা তাদের মনে সন্দেহের সৃষ্টি করেছে। তাই, চাকরির ইন্টারভিউতে কী বলতে হবে এবং কী বলা উচিত নয়—দুটিই জানা খুব জরুরি।

এমন কিছু বাক্য আছে যা প্রথম সাক্ষাতেই বললে আপনাকে আত্মকেন্দ্রিক, নিরাপত্তাহীন বা এমনকি মরিয়া মনে হতে পারে। আপনি কি জানেন এই বাক্যগুলি কী কী?

চাকরির ইন্টারভিউতে যা বলা উচিত নয়

ইন্টারভিউয়ারের সাথে কথোপকথনের সময় আপনি যে শব্দ এবং বাক্য ব্যবহার করেন তা আপনার কোম্পানিতে যোগদানের সম্ভাবনাকে প্রভাবিত করে। কিছু বিশ্লেষণে জানা গেছে যে ইন্টারভিউয়ের সময় মানুষের আচরণ, যেমন আপনি কী বলছেন এবং কীভাবে বলছেন, তা কোনো পদের জন্য আপনার যোগ্যতা সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও চাকরি পাওয়া বা না পাওয়ার ওপর প্রভাব ফেলে। নিচে, আমরা এমন ১৩টি অভিব্যক্তি উল্লেখ করব যা যেকোনো মূল্যে এড়িয়ে চলা দরকার।

১. “আমার আগের বস খুব খারাপ ছিলেন”

চাকরির ইন্টারভিউতে সবচেয়ে কঠিন প্রশ্নগুলির একটা হল—আপনার আগের বা বর্তমান বসের সঙ্গে সম্পর্ক কেমন ছিল। অনেক সময় অভিজ্ঞতা ভাল না হলেও সরাসরি খারাপ বলা ঠিক না।

আপনার আগের বস বা চাকরি সম্পর্কে খারাপ কিছু বললে আপনাকে নেতিবাচক, অবিশ্বস্ত বা আনুগত্যহীন মনে হবে। এতে রিক্রুটারের মনে হতে পারে আপনি ভবিষ্যতেও এমন কিছু বলবেন।

এর বদলে এমনভাবে বলুন, যাতে বোঝায় আপনি শেখার সুযোগ পেয়েছেন, চ্যালেঞ্জ সামলেছেন এবং সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছেন।

যেমন: “আমি আমার আগের বসের কাছ থেকে কাজ সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমাদের হয়ত দৃষ্টিভঙ্গি আলাদা ছিল, কিন্তু আমরা সবসময় একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি।”

২. “আমার কোনো দুর্বলতা নেই”

চাকরির ইন্টারভিউতে এটা এমন একটা কথা, যা একদমই বলা উচিত না। কারণ সবারই কিছু না কিছু ত্রুটি থাকে, আর সেটা অস্বীকার মানে নিজেকে ভুলভাবে উপস্থাপন করা।

এই ধরনের উত্তর ইন্টারভিউয়ারের কাছে আপনাকে অপ্রামাণিক আর অবিশ্বস্ত মনে করাতে পারে। মনে হতে পারে আপনি সত্য লুকাতে পারেন বা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বিষয়েও এমন করবেন।

তাই আপনার দুর্বলতা স্বীকার করুন, তবে সততার সাথে আর বুঝিয়ে বলুন আপনি কীভাবে সেটা নিয়ে কাজ করছেন।

যেমন: “আমি জানি, কিছু কিছু সময় প্রজেক্ট শেষ করতে গিয়ে সাহায্য চাইতে একটু দ্বিধা হয় আমার। তবে এখন বুঝি, ঠিক সময়ে হেল্প চাইলে কাজও সহজ হয়, দেরিও কমে যায় আর টিমের লোকজনকে কাছ থেকে বুঝতেও পারি।”

৩. “আমার এই চাকরিটা দরকার”

কথার ভঙ্গিটা এমন যেন কারও কাছে অনুনয় করা হচ্ছে, তাই না? ইন্টারভিউয়ারও ঠিক তেমনটাই মনে করবেন। এতে আপনাকে একরকম মরিয়া মনে হবে। আর সেটা বরং ক্ষতি করবে আপনার।

এমন ভাব দেখালে মনে হতে পারে আপনি শুধু একটা চাকরি চান, এই কোম্পানিতে কাজ করার তেমন ইচ্ছা নাই। নিয়োগকর্তারা এমনও ভাবতে পারেন যে পরে অন্য অফার পেলে আপনি এখানে আর থাকবেন না।

আর একটা সমস্যা হল, আপনি যদি নিজেই বোঝান যে যেকোনো কিছুতেই রাজি, তাহলে আপনাকে কম সুযোগ-সুবিধা দিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করতেও তারা পিছপা হবেন না।

তাই এর বদলে বলুন আপনি কী কী পারেন আর কীভাবে ওই কাজটা আপনাকে মানায়।

যেমন: “গ্রাহক পরিষেবা ক্ষেত্রে আমার ৭ বছরের অভিজ্ঞতা আছে। আমি নিজেকে একজন বিশ্লেষণাত্মক, উদ্যোগী আর সহানুভূতিশীল ব্যক্তি ভাবি, যে মন দিয়ে অন্যের কথা শুনতে পারে। এই স্কিলগুলি রোজ কাজেই লাগে যখন মানুষের সঙ্গে ডিল করতে হয়।”

৪. “আমি পারফেকশনিস্ট” বা “আমি ভীষণ নিখুঁতভাবে কাজ করি”

“পারফেকশনিস্ট” শব্দটি এমন একটি শব্দ যা সন্দেহের উদ্রেক করে এবং এটি একটি বহুল ব্যবহৃত মিথ্যার মত শোনায়। যিনি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি ভাবতে পারেন, আপনি আসল দুর্বলতাটা ঢাকার চেষ্টা করছেন।

অনেকেই যখন তাদের দুর্বলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন এই উত্তর দেন।

এর কাছাকাছি কিন্তু আরেকটু স্মার্ট উত্তর হতে পারে এরকম:

“আমি খুব ডিটেলে কাজ করি, খুঁটিনাটি সব খেয়াল রাখি। মাঝে মাঝে এ কারণে কাজ শেষ করতে একটু বেশি সময় লেগে যায়। তবে আমি চেষ্টা করছি যাতে কোয়ালিটি ঠিক রেখে কাজটা সময়ে শেষ করা যায়, একটা ব্যালান্স আনার চেষ্টা করছি।”

৫. “আমার টিমে আমিই সেরা ছিলাম”

“আপনার সম্পর্কে বলুন”—ইন্টারভিউয়ের সবচেয়ে কঠিন প্রশ্নগুলির একটা, তাই না? এটা ঠিক যে আপনি আপনার ভাল কাজগুলি বা অন্যদের চেয়ে কোথায় আপনি আলাদা, সেটা বলতে চাইবেন। কিন্তু খেয়াল রাখুন যেন বেশি ভাব দেখাতে গিয়ে বাড়াবাড়ি না হয়ে যায়, তাহলে আপনাকে দাম্ভিক মনে হতে পারে।

সবচেয়ে ভাল হয় যদি আপনি আপনার অভিজ্ঞতার একটা ছোট সামারি তৈরি রাখেন। সেখানে বলুন আপনি কী ধরনের কাজ খুঁজছেন আর ইন্টারভিউয়ের পদের সাথে সেটার মিল কোথায়। একটা সহজ উত্তর, যা প্রায় সব জায়গায় কাজে দেবে, সেটা হতে পারে এইরকম:

“আমি একজন (আপনার পেশা), আমার প্রায় X বছরের কাজের অভিজ্ঞতা আছে। আগে আমি (আপনার সবচেয়ে জরুরি আগের কাজগুলি)-র দায়িত্বে ছিলাম আর সেখান থেকে (আপনার সবচেয়ে ভাল স্কিলগুলি)-র মত দক্ষতা অর্জন করেছি। আমার মনে হয়, এই দক্ষতাগুলি কোম্পানির খুব কাজে আসবে।”

৬. “আমার কোনো অভিজ্ঞতাই নেই”

হ্যাঁ, সৎ থাকা ভাল, কিন্তু ইন্টারভিউতে সরাসরি এটা বলে দিলে চাকরিদাতাদের কাছে কিন্তু ব্যাপারটা ভাল শোনায় না। এটা একটা রেড ফ্ল্যাগের মত, আর তারা ভাববে পদের জন্য যে জ্ঞান দরকার, তা আপনার নেই।

তাহলে অভিজ্ঞতা না থাকলে ইন্টারভিউতে কী বলবেন?

বুদ্ধি করে আপনার সেই স্কিলগুলির কথা বলুন যা ওই পদের সাথে যায়, আর দেখান যে আপনি শিখতে খুব আগ্রহী। আপনি যদি ছাত্র হন বা প্রথম চাকরি খুঁজছেন, তাহলে ইন্টার্নশিপ বা প্রাসঙ্গিক কোনো ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকলে সেটা বলুন:

“আমি X প্রোগ্রামটা ভাল পারি আর X ভাষায় আমার X লেভেলের দক্ষতা আছে। আমি X কোম্পানিতে ইন্টার্নশিপও করেছি। আমি আপনাদের টিমে কাজ করতে আর শিখতে খুব আগ্রহী, আর এখন আমি পদের জন্য জরুরি X স্কিলের ওপর একটা কোর্সও করছি।”

৭. “আমার সিভি থেকে দেখে নিন”

ইন্টারভিউতে আপনার সিভি থেকেই কোনো প্রশ্ন আসতে পারে, কিন্তু তার উত্তরে এটা বলা একদমই ঠিক না। যিনি ইন্টারভিউ নিচ্ছেন, তিনি আসলে আপনার মুখ থেকে শুনতে চান যে ওই অভিজ্ঞতা বা স্কিল নিয়ে আপনার কী বলার আছে বা আপনি কীভাবে কাজ করেন।

আবার, সিভিতে যা লেখা আছে, শুধু সেটাই মুখে বলাটাও কিন্তু যথেষ্ট নয়। আসলে তারা চায় আপনি বিষয়টা নিয়ে আরেকটু গুছিয়ে বলুন। ধরুন, প্রশ্নটা আপনার আগের কাজের অভিজ্ঞতা নিয়ে। আপনি এভাবে বলতে পারেন:

“X কোম্পানিতে কাজ করার সময় আমার দায়িত্ব ছিল (আপনি যে কাজগুলি করেছেন তা বলুন)। এই কাজটা করতে গিয়ে আমার (কাজের সাথে জড়িত স্কিলের নাম) স্কিলটা ভালভাবে তৈরি হয়েছে।”

৮. “এই কোম্পানিটি আসলে কী করে?”

ইন্টারভিউতে এই প্রশ্ন করাটা বিরাট বড় রেড ফ্ল্যাগ! এটা শুনেই বোঝা যায় আপনি কোম্পানির ব্যাপারে কিছুই জানেন না, আর ইন্টারভিউয়ার ভাববেন যে এই চাকরিটায় আপনার তেমন আগ্রহই নেই।

ইন্টারভিউতে ভাল করতে হলে, আপনি যে কোম্পানি আর পদের জন্য আবেদন করছেন, সে বিষয়ে একটু রিসার্চ করে যাওয়াটা কিন্তু খুবই জরুরি, আর এটা সবসময় আগেই করে রাখা উচিত। হ্যাঁ, পদের বিবরণে এমন কিছু থাকতে পারে যা আপনার কাছে পরিষ্কার নয়। সেক্ষেত্রে, প্রশ্নটা এভাবে গুছিয়ে করুন:

“আমি জেনেছি যে আপনাদের কোম্পানি X সেক্টরে কাজ করে আর এর প্রায় X বছরের অভিজ্ঞতা আছে। পদের বিবরণে দেখলাম যে এখানে মূলত X এরিয়া নিয়ে কাজ করতে হবে, কিন্তু আপনি কি X কাজটা নিয়ে আরেকটু বুঝিয়ে বলতে পারবেন?”

৯. “আমার খুব নার্ভাস লাগছে” / “আমি একটু অস্বস্তি বোধ করছি”

জীবনে কখনও না কখনও নার্ভাস আমরা সবাই হই। কিন্তু ইন্টারভিউতে এইচআর বা ইন্টারভিউয়ারকে এটা বলাটা বুদ্ধিমানের কাজ না। কারণ তারা আপনাকে আত্মবিশ্বাসী নয় এমন একজন ভাবতে পারে, যিনি চাপ সামলাতে পারেন না।

আজকাল বেশিরভাগ চাকরিতেই চাপ সামলানোর ক্ষমতা আর যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখাটা জরুরি। আপনি নার্ভাস, এটা বললে ঠিক তার উল্টাটাই প্রমাণ হয়। তাই, এই কথাটা মনে মনেই রাখুন আর বরং এই কৌশলটা কাজে লাগান—লম্বা শ্বাস নিন, মনে মনে ১ একে ৫ গুনুন, আর ধীরে ধীরে গুছিয়ে কথা বলার চেষ্টা করুন। এতে মাথাটা গুছিয়ে নিতে আর টেনশন কমাতে সুবিধে হবে।

১০. “আমি জানি না” / “আমার কোনো আইডিয়া নেই”

ইন্টারভিউতে এমন কোনো প্যাঁচানো প্রশ্ন আসতেই পারে, যা শুনে আপনি থমকে যান। কিন্তু তার উত্তরে সরাসরি এটা বলা একদম উচিত না।

এতে মনে হতে পারে যে আপনি ইন্টারভিউয়ের জন্য ভালভাবে তৈরি হননি আর হঠাৎ আসা সমস্যা সামলাতে আপনি তেমন পটু নন।

তাই সরাসরি “জানি না” না বলে, বরং এমন একটা বাক্য ব্যবহার করুন যাতে উত্তরটা মনে মনে গুছিয়ে নেওয়ার একটু সময় পাওয়া যায়।

যেমন: “আমার কাছে এই প্রশ্নটির গুরুত্ব অনেক। আমার মনে হয় যে...(এরপর আপনার উত্তর শুরু করুন)।”

১১. “স্যালারি কত পাব?”

হ্যাঁ, চাকরি তো মানুষ টাকা আয়ের জন্যই করে, এটা ঠিক। কিন্তু প্রথম ইন্টারভিউতেই, বিশেষ করে শুরুতেই, এই প্রশ্নটা না করাই ভাল। এতে একটা খারাপ ধারণা তৈরি হয়—ইন্টারভিউয়ার ভাবতে পারেন, আপনার কাছে টাকাই সব, কাজটা বড় নয়।

ছুটি বা বোনাসের ব্যাপারেও একই কথা—এগুলি নিয়ে একেবারে শুরুতে কথা বলা ঠিক না, বরং পরের দিকের আলোচনার বিষয়। অবশ্য, ইন্টারভিউয়ার নিজে থেকে বললে আলাদা কথা। যদি তারা নিজে থেকে না বলেন, তাহলে ইন্টারভিউয়ের একদম শেষে, যখন কাজটা নিয়ে সব পরিষ্কার হয়ে গেছে, তখন সরাসরি বেতন না জিজ্ঞেস করে বরং এভাবে সুবিধাগুলি নিয়ে জানতে চাইতে পারেন:

“কাজটা নিয়ে আমাদের যা কথা হল, সব মিলিয়ে আমার খুব ভাল লেগেছে। এবার আমি যদি কোম্পানির বেতন কাঠামো আর অন্যান্য সুযোগ-সুবিধাগুলি নিয়ে আরেকটু জানতে পারতাম, ভাল হত।”

১২. “আমার কোনো প্রশ্ন নেই”

ইন্টারভিউয়ের শেষে ইন্টারভিউয়াররা প্রায়ই জিজ্ঞেস করেন, “আপনার কিছু জানার আছে?” আপনি হয়ত অবাক হবেন, কিন্তু এক্ষেত্রে ‘না’ বলাটা অনেকসময় ‘হ্যাঁ’ বলার চেয়েও খারাপ হতে পারে। কারণ? এতে মনে হয়, কোম্পানি বা কাজের পরিবেশ নিয়ে আপনার কোনো আগ্রহ বা কৌতূহলই নেই।

কাজটার প্রতি আপনার যে আসল আগ্রহ আছে, তা দেখানোর সবচেয়ে ভাল উপায় হল পদটা বা কোম্পানির কাজকর্ম নিয়ে একটি-দুটি প্রশ্ন করা। যদি তখন চট করে মাথায় কিছু না আসে, তাহলে এই ধরনের প্রশ্ন করতে পারেন:

“এখানে সাধারণত কাজের দিনটা কেমন কাটে?”, “কোম্পানি কি কর্মীদের স্কিল বাড়ানোর জন্য কোনো সুযোগ দেয়?”, “এই পদের জন্য কোন সফটওয়্যারগুলি বেশি ব্যবহার করা হয়?”

১৩. “আমার ইন্টারভিউ কেমন হল?”

চাকরির ইন্টারভিউতে কী বলা একদমই উচিত না, এটা তার একটা ক্লাসিক উদাহরণ। দেখুন, যেমন কিছু প্রশ্ন ইন্টারভিউয়ারের আপনাকে করা উচিত না, তেমনি কিছু প্রশ্ন ভদ্রতার খাতিরে আপনারও করা উচিত না।

এই প্রশ্নটা ইন্টারভিউয়ারকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়। কারণ আপনি যেমনটা আশা করছেন, তারা হয়ত তক্ষুনি কোনো মতামত দিতে পারবেন না, আর অনেকে এটাকে অভদ্রতাও মনে করেন। তাই এই প্রশ্ন না করে, বরং ইন্টারভিউ শেষ করার সময় এভাবে বলতে পারেন:

“আজ আপনার সাথে কথা বলে আমার খুব ভাল লেগেছে। আমার সিভি বা অভিজ্ঞতা নিয়ে যদি পরে আপনার কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যেকোনো বিষয় পরিষ্কার করতে পারলে আমারও ভাল লাগবে।”

বোনাস টিপস: এই ভুলগুলিও এড়িয়ে চলুন

আগে যে বাক্যগুলির কথা বললাম, সেগুলি ছাড়াও আরও কিছু আচরণ বা কথা বলার ধরন আছে যা ইন্টারভিউতে এড়িয়ে চলা উচিত, যদি আপনি ভাল ইম্প্রেশন তৈরি করতে চান। যেমন, কথা বলার সময় বেশি বেশি “উমম”, “ইয়ে”, “মানে”—এই ধরনের শব্দ ব্যবহার করবেন না। এগুলি শুনলে মনে হয় আপনি নার্ভাস বা আপনার আত্মবিশ্বাস কম। তার বদলে, একটু ধীরে (কিন্তু সাবলীলভাবে) কথা বলুন, এতে আপনাকে বেশি আত্মবিশ্বাসী মনে হবে।

আর হ্যাঁ, ইন্টারভিউয়ারের সাথে বেশি ফ্রি হয়ে যাওয়া বা অতিরিক্ত ইনফরমাল আচরণ করাটাও কিন্তু ঠিক না, কারণ অনেক সময় এটা অসম্মানজনক মনে হতে পারে। অবশ্য যদি ইন্টারভিউয়ার নিজেই খুব সহজ বা ইনফরমাল ভাবে কথা শুরু করেন, তাহলে অন্য ব্যাপার।

#চাকরি #ইন্টারভিউ #টিপস

🇮🇪 দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট পাওয়ার উপায়আপনি কি আয়ারল্যান্ডে কাজ করতে চান? দালাল ছাড়া সরাসরি ওয়ার্ক পারমিট পে...
19/03/2025

🇮🇪 দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট পাওয়ার উপায়

আপনি কি আয়ারল্যান্ডে কাজ করতে চান? দালাল ছাড়া সরাসরি ওয়ার্ক পারমিট পেতে চাইলে বিশ্বস্ত জব পোর্টাল থেকে আবেদন করুন।

📌 বিশ্বস্ত জব পোর্টাল সমূহ:
🔹 www.jobsireland.ie
🔹 www.glassdoor.ie
🔹 www.monster.ie
🔹 www.recruitireland.com
🔹 www.jobs.ie
🔹 www.indeed.ie
🔹 www.linkedin.com/jobs
🔹 www.careerjet.ie

✅ কীভাবে আবেদন করবেন?
1️⃣ উপরের যে কোনো ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল তৈরি করুন।
2️⃣ আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি সার্চ করুন।
3️⃣ সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে আবেদন করুন।
4️⃣ ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন।
5️⃣ চাকরি পেলে কোম্পানি স্পনসরশিপ নিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে।

🚫 প্রতারকদের থেকে সতর্ক থাকুন!
কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে ভুয়া অফারে প্রতারিত হবেন না। নিজেই আবেদন করুন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় আয়ারল্যান্ডের চাকরি ও ওয়ার্ক পারমিট পান।

📌 বিশ্বস্তভাবে কাজের সুযোগ খুঁজতে এখনই উপরের সাইটগুলোতে ভিজিট করুন!

#আয়ারল্যান্ডওয়ার্কপারমিট #দালালছাড়া_চাকরি #আইরিশভিসা #আয়ারল্যান্ডজব

05/02/2025

Some Life Rules,We should follow this:—-

1. Never shake a hand while sitting.

2. Never talk bad about the food when you are the guest.

3. Don't eat the last piece of something you didn't buy.

4. Protect who is behind you and respect who is beside you.

5. Never make the first offer in a negotiation.

6. Don't take credit for the work you didn't do.

7. Dress well, no matter what the occasion.

8. Speak honestly: say what you think and mean what you say.

9. Ask more than you answer.

10. Leave the profane language for the less educated.

11. Avoid placing your phone on the table when eating with someone.

12. Listen, smile and most of all make eye contact.

13. If you're not invited, don't ask to go.

14. Never be ashamed of where you come from.

15. Don't beg for a relationship.

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Mahmud:

Share