Wasenat&Mom

Wasenat&Mom Mom kitchen

ঈদ মোবারক ❤️🥰🥰
30/03/2025

ঈদ মোবারক ❤️🥰🥰

06/01/2025

মানুষ যখন তোমার থেকে দূরে চলে যায়! তার মানে এই নয় যে, তারা খারাপ মানুষ-

এর মানে এই যে-তাদের গল্পে তোমার অংশ শেষ।।।

06/01/2025

একদিন সব ব্যথা দূর হয়ে যাবে।।মিলবে দুঃখের সমাপ্তি।
মাইকে এলান হবে,বেচেঁ নেই আমাদের মাঝে ওমুক লোকটি।

06/01/2025

নারীর শখ মিটেনা এক শাড়ীতে
পুরুষের শখ মিটেনা এক নারীতে😊
So lovely

28/12/2024

৩ বছরের বাচ্চা মেয়ে বুক ধরে বলে মাম্মাম আমার এখানে ব্যথা করে🥲
জানিনা আল্লাহ কিসের অপেক্ষা করাচ্ছে🥲🥲
আল্লাহ তুমি রক্ষা করো🙏🙏

11/10/2024

ইয়া মাবুদ তুমি আমাকে হালাল ভাবে এত পরিমান দান করো, আমি যেন হারামের দিকে ভুল করেও কখনো না তাকাই🙏🙏

10/10/2024

কারো শারীরিক সৌন্দর্য্য, হাই-লেভেলের চাকুরী, অথবা ধনী ঘরে জন্ম নেয়া দেখে মোটেও আফসোস করবেন না।

কারন কোনটা নিয়ামত আর কোনটা গ*জব আপনি সেটা মোটেও জানেন না।
কত লোক সৌন্দর্যের কারনে চরিত্র হারিয়েছে আর উচ্চপদের চাকরির জন্য সততা গেছে।।
ধনাঢ্য পরিবারে জন্ম হওয়াতে জীবন ধ্বংস হয়ে গেছে তার কোন হিসেব নেই!

সুতরাং আল্লাহ যা দিয়েছেন তা-ই নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং বলুন আলহামদুলিল্লাহ ❤️।।।

23/09/2024

আজ ২৩ সেপ্টেম্বর
পৃথিবীর দিবা রাত্রি সমান।।

13/09/2024

গত ৬ মাস ধরে আমি অসুস্থ। ডাক্তার আমায় ঔষধ দেয়,এরপর আবার যেতে বলে,কিন্তু দূর্ভাগ্যবশত আমার অসুখটা বিন্দু পরিমান ও কমেনি বার বার যাওয়ার পরেও 🥲
তো প্রথম যখন অসুখটা ধরা পড়ে আমি খুব ভেঙে পরি।ভীতর থেকে আমি খুব আপসেট, আমি মরে গেলে বেবিটার কি হবে? পরে মনটাকে শক্ত করে ফেলি আল্লাহ যা করে তাই হবে,সবাই কে ই তো একদিন মরতে হবে।।

গতকাল আমার মা ফোন দিয়ে বলে আমরা অনেকের সাথেই কথা বলেছি, সবাই একটা কথাই বলতেছে এ রোগের চিকিৎসা ইন্ডিয়াতে খুব ভাল ভাবে হয়। তুই একসপ্তাহ এর ভিতর পার্সপোট করে ইন্ডিয়া চলে যা।আমি বলি একসপ্তাহ কেমনে কি এত তাড়াতাড়ি তো পসিবল না।

উনি বলে টাকা পয়সার ব্যাপারে তোর কোন চিন্তা করতে হবেনা।। আমার যা আছে আমি সব বিক্রি করে দিবো।তুই শুধু সুস্থ্য হ।।তুই ভাল হয়ে যা।আমি কিচ্ছু চাইনা শুধু তোকে চাই।তোকে ছাড়া আমি এক সেকেন্ড এই পৃথিবীর নিঃশ্বাস নিতে পারবোনা। আমি মরে যাবো।। আমার কিচ্ছু লাগবেনা, তোকে নিয়ে আমি গাছ তলে থাকবো।🥲মায়ের কথা গুলো বার বার কানে বাজতেছে🥰

আসলে বেচে থাকার জন্য হাজার কোটি কারন লাগেনা,একটি কারনই যথেষ্ট।।

ছোটো বেলা থেকেই আমাকে এত যত্ন করে বড় করেছে আমার ফ্যামিলির মানুষ জন,যা বলে বোঝানো যাবেনা।কখনো এক জগ পানি আমাকে দিয়ে আনেনি আমার হাত ব্যাথা হবে,এত এত ভালবাসা দিয়ে আমাকে বড় করেছে যা বলে বোঝানো যাবেনা।।

এরকম না যে আমার বর আমার পিছনে খরচ করেনা,আমার বর আমার পিছনে খরচ করতে কখনো কৃপনতা করেনি,বরং আমি বলি এত খরচের দরকার নেই।আলহামদুলিল্লাহ এদিক দিয়েও আমি শতকোটি গুন ভাল আছি।।
আল্লাহ পৃথিবীর সমস্ত মা বাবাকে ভাল রাখুক❤️🥰
আমার মায়ের ভালবাসা আমি কখনো কাউকে বুঝাতে পারবোনা।যত বলবো কম হয়ে যাবে🥰

সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ্য হয়ে যাই🙏🙏🙏

08/09/2024

Good night
Corn flakes+milk+apple+banana+hunny

27/08/2024

বিবাহিত আপুদের বলছি, চলেন শাহবাগ একটা আন্দোলন করি,বিবাহিত আপুদের বেতনের ব্যবস্তা করতে হবে, আর সংসার জাতীয়করন করতে হবে🥱🥴😀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wasenat&Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share