13/09/2024
গত ৬ মাস ধরে আমি অসুস্থ। ডাক্তার আমায় ঔষধ দেয়,এরপর আবার যেতে বলে,কিন্তু দূর্ভাগ্যবশত আমার অসুখটা বিন্দু পরিমান ও কমেনি বার বার যাওয়ার পরেও 🥲
তো প্রথম যখন অসুখটা ধরা পড়ে আমি খুব ভেঙে পরি।ভীতর থেকে আমি খুব আপসেট, আমি মরে গেলে বেবিটার কি হবে? পরে মনটাকে শক্ত করে ফেলি আল্লাহ যা করে তাই হবে,সবাই কে ই তো একদিন মরতে হবে।।
গতকাল আমার মা ফোন দিয়ে বলে আমরা অনেকের সাথেই কথা বলেছি, সবাই একটা কথাই বলতেছে এ রোগের চিকিৎসা ইন্ডিয়াতে খুব ভাল ভাবে হয়। তুই একসপ্তাহ এর ভিতর পার্সপোট করে ইন্ডিয়া চলে যা।আমি বলি একসপ্তাহ কেমনে কি এত তাড়াতাড়ি তো পসিবল না।
উনি বলে টাকা পয়সার ব্যাপারে তোর কোন চিন্তা করতে হবেনা।। আমার যা আছে আমি সব বিক্রি করে দিবো।তুই শুধু সুস্থ্য হ।।তুই ভাল হয়ে যা।আমি কিচ্ছু চাইনা শুধু তোকে চাই।তোকে ছাড়া আমি এক সেকেন্ড এই পৃথিবীর নিঃশ্বাস নিতে পারবোনা। আমি মরে যাবো।। আমার কিচ্ছু লাগবেনা, তোকে নিয়ে আমি গাছ তলে থাকবো।🥲মায়ের কথা গুলো বার বার কানে বাজতেছে🥰
আসলে বেচে থাকার জন্য হাজার কোটি কারন লাগেনা,একটি কারনই যথেষ্ট।।
ছোটো বেলা থেকেই আমাকে এত যত্ন করে বড় করেছে আমার ফ্যামিলির মানুষ জন,যা বলে বোঝানো যাবেনা।কখনো এক জগ পানি আমাকে দিয়ে আনেনি আমার হাত ব্যাথা হবে,এত এত ভালবাসা দিয়ে আমাকে বড় করেছে যা বলে বোঝানো যাবেনা।।
এরকম না যে আমার বর আমার পিছনে খরচ করেনা,আমার বর আমার পিছনে খরচ করতে কখনো কৃপনতা করেনি,বরং আমি বলি এত খরচের দরকার নেই।আলহামদুলিল্লাহ এদিক দিয়েও আমি শতকোটি গুন ভাল আছি।।
আল্লাহ পৃথিবীর সমস্ত মা বাবাকে ভাল রাখুক❤️🥰
আমার মায়ের ভালবাসা আমি কখনো কাউকে বুঝাতে পারবোনা।যত বলবো কম হয়ে যাবে🥰
সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ্য হয়ে যাই🙏🙏🙏