
13/05/2024
১২ই মে ২০২৪ইং – দেখতে দেখতে কখুন যে ৮ টি বছর পার হলো বুঝতেই পারলাম না । আজ আমাদের ৮ম বিবাহ বার্ষিকী । বরাবর-ই বিশেষ দিনগুলোর প্রতি একটু বেখেয়ালী থাকি।নানা ব্যাস্ততার কারনে আমার বেক্তিগত ভাবে এই দিনটি উৎযাপন নিযে কোন পুর্ব পরিকল্পনা ছিলো না । কিন্তু আমার স্ত্রীর পরিকল্পনা আমাকে অবাক করেছে। প্রতিদিনের মত এই দিনও রাতে কাজ শেষে বাড়ি ফিরে দেখি বাড়িতে প্রতিবেশীদের উপস্থিতি। দেখেই ভাবলাম কিছু একটা হচ্ছে মনে হয় । ঘরে ঢুকেই দেখলাম আর অবাক হলাম দেখি ঘরটা খুব সুন্দর করে বাতি ও বেলুন দিয়ে সাজানো । সবচেয়ে বেশি অবাক ও আনন্দিত হয়েছি একটা বড় বাক্স খুলে , দেখি আমার জন্য একটা উপহার রেখেছে আর সেটা আমার প্রিয় উকুলেলে। সুধু এটাই না ও সব বিশেষ দিন গুলোতেই বিভিন্ন ভাবে আমাকে অবাক ও আনন্দিত করে । এটা ওর অনান্য গুনাবলির মধ্যে একটি গুন যা আমার অতটা নেই ।
দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সারা জীবন এক অপরের জন্য হয়ে বেচে থাকতে পারি ।