সাহিত্য সংবাদ

সাহিত্য সংবাদ সাহিত্যের খবরাখবর জানতে আমাদের সাথে ?

এখানে সাহিত্য প্রেমীদের জন্য সাহিত্য পাড়ার সকল খবরাখবর সংগ্রহ করা হয়।পাশাপাশি নন্দিত কবি ও সাহিত্যিকদের লেখা প্রকাশ করা হয়।আমাদের পেইজে আপনার লিখা পোস্ট করতে হলে আপনার সেরা লিখাটি এখুনি আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন।

05/12/2024
26/11/2024
সাধনা ও শ্রমের ফসল যেই দেখি স্ব-চোখে, খুশির বানে দু-চোখ বেয়ে অশ্রু ঝরে-ই বুকে।----------------------------------কাজী শাহ...
09/07/2022

সাধনা ও শ্রমের ফসল
যেই দেখি স্ব-চোখে,
খুশির বানে দু-চোখ বেয়ে
অশ্রু ঝরে-ই বুকে।
----------------------------------
কাজী শাহেদ বিন জাফর

দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী সাহেব কে নিয়ে লিখা "সাহিত্য ও মানস" লেখক গবেষক আবু সালেহ সম্পাদিত বই ২৫ মার্চ বিকেল তিন ঘঃ হ...
26/03/2022

দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী সাহেব কে নিয়ে লিখা "সাহিত্য ও মানস" লেখক গবেষক আবু সালেহ সম্পাদিত বই ২৫ মার্চ বিকেল তিন ঘঃ হবিগঞ্জ জেলা শহরস্থ শায়েস্তা নগর গাউছিয়া একাডেমিতে কুরশা সাহিত্য পরিষদ- বানিয়াচং এর উদ্যোগে লেখক গবেষক বহু বই প্রণেতা দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী সাহেব কে সংবর্ধনা ও গুণী জনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে লেখক গবেষক আবু সালেহ সাহেবের সভাপতিত্বে এ এফ এম শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল লেখক গবেষক ড. মাসুদুল হাসান। প্রমূখ গুণী নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার ২২ মার্চ ২০২২ ইংরেজি, আমাদের আপন শহর নবীগঞ্জ পৌরসভা'র ২৫ বছর উদযাপন ২০২২। উপলক্ষে আয়োজিত দু'দিনের অনুষ্ঠানে ...
22/03/2022

আজ মঙ্গলবার ২২ মার্চ ২০২২ ইংরেজি, আমাদের আপন শহর নবীগঞ্জ পৌরসভা'র ২৫ বছর উদযাপন ২০২২। উপলক্ষে আয়োজিত দু'দিনের অনুষ্ঠানে আজ প্রথম দিন পরিচালিত শুনিজন সম্বর্ধনা পর্বে লেখক হিসেবে আমাকেও অন্তর্ভুক্ত করা হয় বলে রজত জয়ন্তীর সভাসদ সহ উদযাপন সংশ্লিষ্ট সকল মহোদয় গণের প্রতি রহিল আন্তরিক অভিনন্দন ও মোবারক বাদ।

11/03/2022

  রানিং সিলেট ডটকম’র সম্পাদক মিজান মোহাম্মদকে সভাপতি ও আজকের সিলেট এর প্রতিনিধি ফাহাদ আহমদকে সাধারণ সম্পাদক করে ....

28/02/2022

ফাগুনিরে তুই
শুধু চাই মোই
কাজী শাহেদ বিন জাফর

বলছি তোকে শুন ফাগুনি
কাউকে আবার বলিসনে,
মিছে প্রেমের অভিনয়ে
ভীনভাষি কেউ জড়িসনে।

যে যা বলোক যতই খুশি
কারোর বলায় ডলিসনে,
অঙগে তব বঙগ শাড়ী
এছাড়া কেউ খুঁজিসনে।

তোমায় পেতে পরান কতো
হারলো কী তুই জানিসনে,
তোর পিরিতে লড়ল যারা
মানটা তাঁদের হারিসনে।
২৮ - ০২ - ২০২২ ইং

প্রশান্ত লিটন একজন অভিনেতা,দক্ষ সংগঠক ও সিলেট সাহিত্যাঙ্গনের সুপরিচিত মুখ, উদীয়মান ছড়াকার। তাঁর প্রথম ছড়ার বই "ছন্দ ছড়ায়...
23/02/2022

প্রশান্ত লিটন একজন অভিনেতা,দক্ষ সংগঠক ও সিলেট সাহিত্যাঙ্গনের সুপরিচিত মুখ, উদীয়মান ছড়াকার।

তাঁর প্রথম ছড়ার বই "ছন্দ ছড়ায় কত কথা" বই হোক সবার সুখপাঠ্য।

Address

সাহিত্য পাড়া।
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাহিত্য সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category