30/09/2025
নিরাপত্তা শুধু দায়িত্ব নয়, এটা একটি আস্থা গড়ে তোলার প্রতীক।
পূজামণ্ডপে হাজারো মানুষের উপস্থিতি, উল্লাস, সংস্কৃতি আর বিশ্বাসের মিলনমেলায় পুলিশের সজাগ অবস্থান শুধু শৃঙ্খলা নয়, ভালোবাসার ছায়া হয়ে থাকে।
ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া মানে একে অপরের উৎসবকে সম্মান করা, সহনশীলতা ও সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নেওয়া।
পুলিশ সদস্যদের রাত-দিনের অক্লান্ত পরিশ্রম, শান্তির জন্য নিবেদিত মনোভাব প্রশংসার যোগ্য।
এটাই হোক ভবিষ্যতের চিত্র, সব ধর্ম, সব উৎসব, একটাই বাংলাদেশ।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বাংলাদেশ পুলিশকে
শুভ শারদীয় দুর্গোৎসব।
#সম্প্রীতির_বাংলাদেশ
#বাংলাদেশ_পুলিশ