Chuadanga চুয়াডাঙ্গা

Chuadanga চুয়াডাঙ্গা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chuadanga চুয়াডাঙ্গা, Video Creator, Alamdanga, Dhaka.
(1)

🇧🇩চুয়াডাঙ্গার পথ-ঘাট,নদী-নালা,খাল-বিল, শহর-গ্রাম ঘুরে দেখার প্রত্যয়..

♻️ভিডিও করতে ভালবাসি,আর-হ্যাঁ আমি.!
ফটোগ্রাফার নই।ক্যামেরাম্যান।স্বপ্ন একদিন অনেক বড় কনটেন্ট ক্রিয়েটার হবো।
Traveller✈️photography📸 Videography 🎥

♻️এসো নাড়ির টানে আপন ঠিকানায়:-

09/07/2025

ঘোড়ার প্রতিযোগিতা🤷
১.৫০ দেড় লক্ষ টাকার ঘোড়া, আর ৫লক্ষ টাকার ঘোড়া, দিয়ে পাল্লা-পাল্লি দেখেন কে জিতবে...!!!!

09/07/2025

চুয়াডাঙ্গার রেল গেট থেকে এত পরিমাণে রিক্স নিয়ে আশার কি দরকার ছিল হাতির, একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না।

09/07/2025

পানের খুব আমদানি আজকের আসমানখালী হাটে..!!!

08/07/2025

সরোজগঞ্জ তেলপাম্প থেকে, নবীনগর রোডের মাঝামাঝি মটরবাইক এবং সাইকেল দুর্ঘটনায় সাইকেল আরোহী আহত।সরোজগঞ্জ,চুয়াডাঙ্গা।😔😔

08/07/2025

বৃষ্টির দিনেও থেমে নেই চিৎলা গ্রামের জনসাধারণ মানুষ গুলো ক্রয়-বিক্রয়ে ব্যস্ত সময় পার করছে,চিৎলা গ্রামের সপ্তাহিক বাজার আজকে মঙ্গলবার।

07/07/2025

অবশেষে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের "স্বাস্থ্য সহকারী নিয়োগের অনিয়মের" তদন্ত নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রার্থীদের আন্দোলনের মুখে সেনাবাহিনী সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন।

07/07/2025

গ্রামের নাম কুলচারা, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের সবুজ শ্যামলে ঘেরা সুন্দর একটি গ্রাম কুলচারা, চলেন গ্রামটি একসাথে ঘুরে দেখি....!!!!!

06/07/2025

মেহেরপুর জেলা কুতুবপুর গ্রামে মহরমের মেলা হচ্ছে

আলমডাঙ্গার পাঁচ কমলাপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকার অনশন। নিজস্ব প্রতিবেদক : আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন...
06/07/2025

আলমডাঙ্গার পাঁচ কমলাপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকার অনশন।

নিজস্ব প্রতিবেদক : আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পাঁচ কমলাপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক অন্তরের বাড়িতে অনশন করছে প্রেমিকা লতা খাতুন। গত বৃহস্পতিবার বিকাল থেকে পাঁচ কমলাপুর গ্রামে স্কুল পাড়ার ওল্টুর ছেলে অন্তরের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা লতা খাতুন। লতা খাতুন আলুকদিয়া ইউনিয়নের আনছার ক্যাম্প পাড়ার ইসরায়েল হোসেনের মেয়ে। প্রেমিক অন্তরের পরিবার বিষয়টি মানতে একে বারই নারাজ। লতা খাতুন বলেন অন্তরের সাথে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক। দুই বছরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি। গত ৬ ফেব্রুয়ারী আমি ও অন্তর ঝিনাইদহে একটি পার্কে বেড়াতে যায় স্থানীয় কিছু লোক আমাদের ধরে সেখানেই বিয়ে দিয়ে দেয়। এভাবেই কিছু দিন চলতে থাকে আমাদের সম্পর্ক। অন্তর সেনাবাহিনীতে চাকুরি করে , অন্তর পরিবারের চাপে বেশ কিছুদিন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়ায় ছুটিতে বাড়ি এসেছে খবর পেয়ে আমি ওল্টুর ছেলে অন্তরের স্ত্রীর দাবিতে তার বাড়িতে অনশন করছি। মেনে না নেওয়া পর্যন্ত একপাও নড়বো না আমি তার বাড়ি থেকে। প্রেমিক অন্তরের মা ফাতেমা খাতুনের অভিযোগ আমার ছেলেকে সে দিন পরিকল্পিত ভাবে সেখানে বেড়াতে নিয়ে যায় এবং ঐই মেয়ের আত্মীয় স্বজনের মাধ্যমে আটক করে মারধোর করে এবং মেরে ফেলার হুমকি দেয়। আমার ছেলে সরকারি চাকরি করে। তাই পরিকল্পিত ভাবে সেখানে বেড়াতে নিয়ে গিয়ে জোর করে বিয়ে পড়িয়ে দেয়। সেই কারণে আমার ছেলে এই মেয়ের বিয়ে মানতে রাজি না।

06/07/2025

কি জীবন দিয়ে গেলি শুধু হা হা কার...!!!! 😔😔

Address

Alamdanga
Dhaka

Telephone

+8801995107757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chuadanga চুয়াডাঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chuadanga চুয়াডাঙ্গা:

Share

Category