Inspire To Be Muslim

Inspire To Be Muslim আলহামদুলিল্লাহ আমি 'হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাহ...(إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ)

22/10/2025

✍️
তালেব ইলমের তৃষ্ণায় ঘুমাতে পারেনা,
কিন্তু নির্ঘুম দু-চোখে যে তৃপ্তি অনুভব করে কোনো ঘুমন্ত চোখ সে অনুভূতি জানেনা।

হাকীকতান মু'মিনের মূল খাদ্যই ইলম।
সে প্লেটভর্তি সুস্বাদু খাবারও তেমন খেতে পারেনা,
তবে প্রায় না খেয়ে থেকেও তার প্রতি রন্ধ্রে যে ঈমানী তাকাত(শক্তি)বয়ে যায়; সে সম্পর্কে খুব নিয়ম করে খাবারে পালিত দেহ সত্যিই বে-খবর।

দুনিয়ার কৃত্রিম রঙের সাজসজ্জায় তার আগ্রহ থাকেনা। আর তাকে মুগ্ধও করেনা।
হ্যাঁ! তবে অন্যরকম সজ্জিত গোটা জগৎ তার মাঝে বিদ্যমান; যা মাহবুবের রঙে অসম্ভব রকম রঙিন।
যে হৃদয়ের সামনে দাঁড়ালে লাখো কসমেটিকসের রঙ ম্লান হয়ে যায়।

হাসি, তামাশা, শোরগোল,আড্ডা আর ভালোই লাগেনা...
জেনে রাখো, ঐ নিরবতায় ভরা চারপাশ তার নির্লিপ্ত চোখ, মলিন চেহারায়ও পাওয়া যায় চূড়ান্ত হাসির পরিচয়।

যদিও বে-ওয়াফা দুনিয়া তার জন্য সংকীর্ণ হয় বাহ্যত।
কিন্তু ওয়াফা-ইর(বিশ্বস্ততার)রাস্তায় তার সন্ধান মিলে পুরো মহাবিশ্বের উজ্জ্বলতম আসর আর মহলসমূহের।
যেখানে কেবলই ওয়াফাদার, সালিহীন, সাদিকীন, সাবিরীন, শাকিরীন,মুহসিনীন, মুত্তাকিন আর আরেফীনদের-ই বাস।

তুমিও কি ওয়াফা-ইর পথিক হয়ে সে মিলনমেলায় দুনিয়া-আখিরাতের গর্বিত অংশীদার হতে চাও!?

তাহলে উঠো!
হিম্মতের সাথে দৃঢ় হও, কালামুল্লাহ থেকে ড্রাইভ করার চাবি আর সুন্নতে রাসূল থেকে পাথেয় নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ নামক বাহনে উঠে যাও।
তবে সাবধান! একা যেওনা, ডাকাত দলের হামলার শঙ্কা প্রতি মোড়ে, শক্তিশালী রাহনুমায়ী(পথ প্রদর্শক) নাও।

ভয় পেওনা, নিজেকে দূর্বল ভেবোনা, এ রাস্তা সবার জন্য সমান।
সকল সাধারণগণ-ই অসাধারণ হয়েছে এ পথের পথিক হয়েই।
সকল ওলীগনও ওয়ালায়াত পেয়েছে এ রাস্তার বদৌলতে।
সকল ইলম অন্বেষী তাফাক্কুহ ফিদ-দ্বীন(দ্বীনের গভীর বুঝ) অর্জন করেছে এ রাস্তার বদৌলতে।
সকল আ'রেফগণ মা'রিফাতের দৌলত পেয়েছে এ রাস্তায় এসেই।

জানো!?
এটাতো সেই রাস্তা যেখানে ইমাম গাজ্জালী (রহঃ) শুকনো রুটিতে পেয়েছে কোরমার স্বাদ।
এটাতো সে-ই রাস্তা যেখানে সালিম বিন আব্দুল্লাহ (রহঃ) জীর্ণ পোশাকেও ছিলেন বাদশার সভায় নজরকাড়া সৌন্দর্যের অধিকারী।
এটাতো সে-ই রাস্তা যেখানে কসম করে বান্দা, পূর্ণ করে তার রব নিজে, যার উজ্জ্বল দৃষ্টান্ত হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবী। (তারিখে চোখ বুলাও)

শুধু হিম্মতের সাথে পাড়ি জমাও। সে রব এখনো আছেন, তিনিই বাকী থাকবেন।

نہ روح مذہب نہ قلب عارف نہ شاعرانہ زبان باقی
زمیں ہماری بدل گئی ہے اگرچہ ہے آسمان باقی
~~~না রূহে মাযহাব, না ক্বালবে আরিফ, না শায়েরানা যুবা-ন বাকী...
জামী হামারী বাদাল গ্যাই হ্যায় আগার চেহ হ্যায় আসমা-ন বাকী~~~

আর গাফেল থেকো না, হাতটা বাড়াও কেবল, ধরে উঠাবে তোমার মাওলা নিজেই!

তারপর, নির্ঘুম কিন্তু তৃপ্ত চোখ, হতে পারে খাদ্যহীন দেহ তবে শক্তিশালী, নেই নামী ব্র‍্যান্ডের প্রসাধনী তবুও তুমিই রঙিন, খুব একলা হয়েও সলেহীনের বিশাল আসরে দিন-রাত তোমার পদচারণ।

সবরের সাথে শুধু ছোট এ সফরে কষ্টের ঢেউগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাও।
তারপরেই দেখো, তোমার ইসতেকবালে দাঁড়িয়ে শুভ্র পোষাকে জান্নাতি মেহেদী আর খুশবু নিয়ে হাজারো লাখো নূরের কাফেলা।
যেখানে শুধু সালাম আর সালাম।
অতঃপর তোমার রবেরও সালাম।
سَلَٰمٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ
(সূরা ইয়াসিন আয়াত ৫৮)

: مَن هداه الله فإنَّه لا مُضلَّ له، ومَن أضلّه فقد خاب وخسر وضلَّ لا محالةَ، فإنَّه تعالى ما شاء كان، وما لم يشأ لم يكن.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ❤️

22/10/2025

✍️
আপনি চেয়েছেন প্রিয়জনকে নিয়ে জোছনায় ভিজতে,
রব চাচ্ছেন সময়টা বরং তাঁর সাথেই কেবল উপভোগ্য করতে।

আপনি চেয়েছেন তার সাথে সাগর পাড়ে দাঁড়াতে, কিন্তু মালিক চাচ্ছেন খোদ নিজ সঙ্গ দিতে।

আপনি চেয়েছেন তার কন্ঠে গান শুনতে,
আর আল্লাহ চাচ্ছেন তার কালামের মিষ্টতা আপনার শ্রবণে ঢেলে দিতে।

আপনি চেয়েছেন আপনার একটা চাওয়া সে পুরো করুক,
অন্যদিকে মালিক চাচ্ছেন আপনার শত সহস্র ইচ্ছে, স্বপ্ন বাস্তবায়ন হোক।

আপনি চেয়েছেন তার চোখে সুন্দর হতে,একটু প্রশংসা পেতে,
অথচ মহামনিব ঘোষণা দিয়েছেন মহাবিশ্বের সামনে আপনি চাঁদের চেয়েও সুন্দর।
(لقد خلقنا الإنسان في أحسن تقويم)

আপনি চেয়েছেন তার কাছে একটুখানি মমতা,
মালিক ফায়সালা করেছেন আপনাকে দিতে নিজ নেতৃত্বে পুরো মাখলুকাতের ভালোবাসা।

শুধু একটু সবরের সাথে, দৃঢ়পদে, প্রকৃত মাহবুবের মোহাব্বতের উপর বিশ্বাসী হোন।

21/10/2025

হিরু আলম তালাক দিয়েছে রিয়া মনিকে।

আজকে আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন।
অক্টোবর ২০২৫...

21/10/2025

ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে চলা পারিবারিক বিতর্কের অবসান ঘটেছে। ওলামায়ে কেরামের উপস্থিতিতে আবু ত্বহা আদনান সাবিকুন নাহারকে তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতাবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।

21/10/2025

আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন হয়েছে।

18/10/2025

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন!
আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন।
আমিন।

দেখতে সূর্যের আলোর মতো হলেও তা নয়.. এইটা গাজায় বোমা হামলার ছবি।
17/10/2025

দেখতে সূর্যের আলোর মতো হলেও তা নয়.. এইটা
গাজায় বোমা হামলার ছবি।

15/10/2025

Free Palestine

Address

Dhaka

Telephone

+8801968986165

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspire To Be Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inspire To Be Muslim:

Share