22/10/2025
✍️
তালেব ইলমের তৃষ্ণায় ঘুমাতে পারেনা,
কিন্তু নির্ঘুম দু-চোখে যে তৃপ্তি অনুভব করে কোনো ঘুমন্ত চোখ সে অনুভূতি জানেনা।
হাকীকতান মু'মিনের মূল খাদ্যই ইলম।
সে প্লেটভর্তি সুস্বাদু খাবারও তেমন খেতে পারেনা,
তবে প্রায় না খেয়ে থেকেও তার প্রতি রন্ধ্রে যে ঈমানী তাকাত(শক্তি)বয়ে যায়; সে সম্পর্কে খুব নিয়ম করে খাবারে পালিত দেহ সত্যিই বে-খবর।
দুনিয়ার কৃত্রিম রঙের সাজসজ্জায় তার আগ্রহ থাকেনা। আর তাকে মুগ্ধও করেনা।
হ্যাঁ! তবে অন্যরকম সজ্জিত গোটা জগৎ তার মাঝে বিদ্যমান; যা মাহবুবের রঙে অসম্ভব রকম রঙিন।
যে হৃদয়ের সামনে দাঁড়ালে লাখো কসমেটিকসের রঙ ম্লান হয়ে যায়।
হাসি, তামাশা, শোরগোল,আড্ডা আর ভালোই লাগেনা...
জেনে রাখো, ঐ নিরবতায় ভরা চারপাশ তার নির্লিপ্ত চোখ, মলিন চেহারায়ও পাওয়া যায় চূড়ান্ত হাসির পরিচয়।
যদিও বে-ওয়াফা দুনিয়া তার জন্য সংকীর্ণ হয় বাহ্যত।
কিন্তু ওয়াফা-ইর(বিশ্বস্ততার)রাস্তায় তার সন্ধান মিলে পুরো মহাবিশ্বের উজ্জ্বলতম আসর আর মহলসমূহের।
যেখানে কেবলই ওয়াফাদার, সালিহীন, সাদিকীন, সাবিরীন, শাকিরীন,মুহসিনীন, মুত্তাকিন আর আরেফীনদের-ই বাস।
তুমিও কি ওয়াফা-ইর পথিক হয়ে সে মিলনমেলায় দুনিয়া-আখিরাতের গর্বিত অংশীদার হতে চাও!?
তাহলে উঠো!
হিম্মতের সাথে দৃঢ় হও, কালামুল্লাহ থেকে ড্রাইভ করার চাবি আর সুন্নতে রাসূল থেকে পাথেয় নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ নামক বাহনে উঠে যাও।
তবে সাবধান! একা যেওনা, ডাকাত দলের হামলার শঙ্কা প্রতি মোড়ে, শক্তিশালী রাহনুমায়ী(পথ প্রদর্শক) নাও।
ভয় পেওনা, নিজেকে দূর্বল ভেবোনা, এ রাস্তা সবার জন্য সমান।
সকল সাধারণগণ-ই অসাধারণ হয়েছে এ পথের পথিক হয়েই।
সকল ওলীগনও ওয়ালায়াত পেয়েছে এ রাস্তার বদৌলতে।
সকল ইলম অন্বেষী তাফাক্কুহ ফিদ-দ্বীন(দ্বীনের গভীর বুঝ) অর্জন করেছে এ রাস্তার বদৌলতে।
সকল আ'রেফগণ মা'রিফাতের দৌলত পেয়েছে এ রাস্তায় এসেই।
জানো!?
এটাতো সেই রাস্তা যেখানে ইমাম গাজ্জালী (রহঃ) শুকনো রুটিতে পেয়েছে কোরমার স্বাদ।
এটাতো সে-ই রাস্তা যেখানে সালিম বিন আব্দুল্লাহ (রহঃ) জীর্ণ পোশাকেও ছিলেন বাদশার সভায় নজরকাড়া সৌন্দর্যের অধিকারী।
এটাতো সে-ই রাস্তা যেখানে কসম করে বান্দা, পূর্ণ করে তার রব নিজে, যার উজ্জ্বল দৃষ্টান্ত হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবী। (তারিখে চোখ বুলাও)
শুধু হিম্মতের সাথে পাড়ি জমাও। সে রব এখনো আছেন, তিনিই বাকী থাকবেন।
نہ روح مذہب نہ قلب عارف نہ شاعرانہ زبان باقی
زمیں ہماری بدل گئی ہے اگرچہ ہے آسمان باقی
~~~না রূহে মাযহাব, না ক্বালবে আরিফ, না শায়েরানা যুবা-ন বাকী...
জামী হামারী বাদাল গ্যাই হ্যায় আগার চেহ হ্যায় আসমা-ন বাকী~~~
আর গাফেল থেকো না, হাতটা বাড়াও কেবল, ধরে উঠাবে তোমার মাওলা নিজেই!
তারপর, নির্ঘুম কিন্তু তৃপ্ত চোখ, হতে পারে খাদ্যহীন দেহ তবে শক্তিশালী, নেই নামী ব্র্যান্ডের প্রসাধনী তবুও তুমিই রঙিন, খুব একলা হয়েও সলেহীনের বিশাল আসরে দিন-রাত তোমার পদচারণ।
সবরের সাথে শুধু ছোট এ সফরে কষ্টের ঢেউগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাও।
তারপরেই দেখো, তোমার ইসতেকবালে দাঁড়িয়ে শুভ্র পোষাকে জান্নাতি মেহেদী আর খুশবু নিয়ে হাজারো লাখো নূরের কাফেলা।
যেখানে শুধু সালাম আর সালাম।
অতঃপর তোমার রবেরও সালাম।
سَلَٰمٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ
(সূরা ইয়াসিন আয়াত ৫৮)
: مَن هداه الله فإنَّه لا مُضلَّ له، ومَن أضلّه فقد خاب وخسر وضلَّ لا محالةَ، فإنَّه تعالى ما شاء كان، وما لم يشأ لم يكن.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ❤️