27/04/2024
-হয়তো পরিবারের কেউ জানবেও না কোনোদিন। কতটা খারাপ লেগে উঠলে এভাবে নিস্তেজ হয়ে রাস্তায় বসে পড়ে একজন পুরুষ। এই পুরুষই কারো বাবা, কারো আদরের সন্তান, কারো ভাই বা কারো অবহেলিত স্বামী। যাকে পরিবারের সবার দায়িত্ব নিতে হয়, মন রাখতে হয়, পরিবার ও পরিবারের সবাইকে নিয়ে ভাবতে(চিন্তা) হয়। আর এই সব করতে গিয়ে কখন যে ধুসর রঙে নিপতিত হয়ে যেতে হয়, সে নিজেও সেটা জানে না।'🖤💔
-ভালো থাকুক পুরুষ নামের পৃথিবীর সকল বটবৃক্ষরা।'🌸💚