Raisa Creations

Raisa Creations I like to cooking, travelling, outing and also love nature. always like be happy .Please support & stay with me.
(4)

18/09/2025

তওবা🌸
"আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"
-পড়া শেষ হলে আলহামদুলিল্লাহ্!🌸

17/09/2025

লাভ ম্যারেজ করলে আফসোস! ইস কেন যে লাভ ম্যারেজ করলাম!!! ফ্যামিলির কথা কেন শুনলাম না....!!!

আবার এরেঞ্জ ম্যারেজ করলে ও আফসোস! কেন যে ফ্যামিলির কথা শুনলাম! নিজের কথা কেন শুনলাম না...!!!

আসলে কোন কিছু নিয়েই আফসোস করতে নেই। যার যেটা আছে তা মেনে নিয়ে, মানিয়ে নিয়ে চলতে পারাটাই জীবন।

আর দুনিয়ায় আমরা মুসাফির। খুবই ছোট্ট এই জীবনে আফসোস না করে বর্তমান এই জীবন কে উপভোগ করাই ভালো। এতেই জীবনের সুখ।🖤

16/09/2025

প্রত্যেক মেয়েদের কাছেই নাকি লুকানো কিছু টাকা থাকে।তা তোমার কাছে কত টাকা আছে?

আমার টা বলছি....

15/09/2025

এই দুনিয়াটা একটা মিছে কল্পনা মাত্র! এক রঙিন নেশায় আসক্ত।ঘুম ভাঙলেই সব শেষ...

15/09/2025

আচ্ছা,মেয়েদের মধ্যে আমিই কি একমাত্র যে স্বর্ণের গয়নার প্রতি যার কোন আগ্রহই কাজ করে না!

15/09/2025

মেয়েদের উচিৎ ছেলেদের টাকা দেখে বিয়ে করা আর ছেলেদের উচিৎ জ্ঞানী বা ম্যচিউরড মেয়ে বিয়ে করা।

একটা ম্যচিউরড মেয়ে যদি ভোদাই মার্কা স্বামী পেয়ে যায়,যে নাকি তার ফিলিংস, রাগ, অভিমান কিছুই বুঝেনা! আর তার যদি না থাকে টাকা তবে তার ভোগান্তির অন্ত থাকে না!

সেই স্বামীর টাকা থাকলে শপিং, ঘুরাঘুরি আর খাওয়া দাওয়া করে মন টাকে একটু কনভার্ট করে ভালো রাখতে পারে।

আপনাদের কি মনে হয়??

14/09/2025

কিছু মানুষ আছে যারা মানুষকে খোঁচা মেরে কথা বলতে পছন্দ করে এবং বলেও।এভাবে কথা বলে এরা নিজেকে জ্ঞানী, বুদ্ধিমান, এলিয়েন মনে করে।
ভাবে অনেক বড় কিছু করে ফেলছে জীবনে।😎

আসলে এরা যে কতটুকু নিচে নামছে তা সে নিজেও জানেনা। পরবর্তীতে এরাই সময়ের ধারাবাহিকতায় সেই মানুষটার সামনে মাথা নিচু করে থাকতে হয়।

মানুষকে কথা শুনিয়ে কষ্ট দিয়ে নয়, বরং অসময়ে তার পাশে থেকে সঠিক পরামর্শ দিয়ে ভুল শোধরানোর সুযোগ দেওয়াই মনুষ্যত্বের পরিচয়। ❣️

14/09/2025

তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন.....!!!

13/09/2025

পরকীয়া করা,প্রেম করা মানে নিজেকেই ঠকানো। অন্তর থেকে নিজেকে পবিত্র রাখার শান্তি অনেক।

যে উপলব্ধি করে সে ই বুঝে। 🖤

12/09/2025

ভদ্রতা ও সরলতাকে আপনারা দূর্বলতা ভাববেন না... প্লিজ!

12/09/2025

দেড় লাখ টাকার আইফোন যতদিন যায় আর ১২-১৩ হাজার টাকার চায়না ফোন ততদিন ই যায়।
এটা ব্যাবহারের উপর ডিপেন্ড করে।

আইফোনের অনেক অপশনই আছে যার বেশিরভাগই কাজে লাগেনা বা ব্যবহার করা হয়না।
এগুলো টাকার অপচয় আর বিলাসিতা ছাড়া কিছুই না।

আমার কাছে ২৫০০০ টাকার যেকোনো ব্র‍্যান্ডের একটা ভালো ফোন হলেই এনাফ।
আর যদি আইফোন গিফট পাই, তাহলে মন্দ হয়না। গিফট পেলে নিজের টাকায় কেন?🎀

অনেকের সাথে আমার মতামত নাও মিলতে পারে।

09/09/2025

যে মেয়ের লাইফস্টাইল যত ফকির,ছেলেদের কাছে সেই মেয়ে তত ওয়াইফ ম্যাটেরিয়াল!

এটা কি সত্যিই??? কেন রে ভাই!!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raisa Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raisa Creations:

Share