JSK খেলা পাগল 0.2

JSK খেলা পাগল 0.2 খেলাধুলায় আমার জীবনের সকল আনন্দ
(1)

13/05/2025

স্টার লাগবে কেউ হেল্প করেন

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস রাস্তার পাশে খাদের পানিতে ডুবে গেলে সন্তানকে এভাবেই বুকে জড়িয়ে রক্ষার শেষ চে...
12/05/2025

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস রাস্তার পাশে খাদের পানিতে ডুবে গেলে সন্তানকে এভাবেই বুকে জড়িয়ে রক্ষার শেষ চেষ্টা করে বাবা
মৃত্যু নিশ্চিত জেনেও আদরের মেয়েকে বুক থেকে ছাড়েননি এই বাবা🥹

পানিতে ডুবে মৃত্যু হয় দু' জনেরই 😭😭

সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা কতোটা গভীর হতে পারে ছবিটি তার বড় প্রমান
সেলুট জানাই সকল বাবা নামক বটগাছদের 💖
তথ্যসূএ: সংগ্রহীত

12/05/2025

একসাথে থাকার প্রতিশ্রুতি চিরদিনের জন্য হয় না কেন🥲🥲

11/05/2025

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাঁকো বাজারে তেলের দোকানে ভ.য়া.ব.হ আ.গু.ন। হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ন্যাশনাল পলিমার গ্রুপ এর নতুন সার্কুলার
09/05/2025

ন্যাশনাল পলিমার গ্রুপ এর নতুন সার্কুলার

আর এফ এল এর নতুন সার্কুলার
09/05/2025

আর এফ এল এর নতুন সার্কুলার

ময়মনসিংহ বাইপাস মোড়ে আনুমানিক সকাল ৭ টার দিকে এই শিশুটির বাবা মা ,এক্সিডেন্ট এ মারা যায়,বাবা সাথে সাথেই মারা যায়,আর মা ক...
05/05/2025

ময়মনসিংহ বাইপাস মোড়ে আনুমানিক সকাল ৭ টার দিকে এই শিশুটির বাবা মা ,এক্সিডেন্ট এ মারা যায়,বাবা সাথে সাথেই মারা যায়,আর মা কিছুক্ষন আগে মারা গেছে।এই শিশুটির আর কোন স্বজন এর সাথে দেখা হইনি,শিশুটি ২৬নাম্বার ওয়াড এ ভর্তি আছে।সবাই শেয়ার করে দেন যেন তার স্বজনরা তাকে নিতে পারে।

দাবানলে জ্বলছে ইসরাইল—এটা কি প্রকৃতির প্রতিশোধ? নাকি স্রষ্টার নীরব হুশিয়ারি? এই পৃথিবীটা কারো একার না। কেউ যখন নিরীহ মা...
02/05/2025

দাবানলে জ্বলছে ইসরাইল—এটা কি প্রকৃতির প্রতিশোধ? নাকি স্রষ্টার নীরব হুশিয়ারি? এই পৃথিবীটা কারো একার না। কেউ যখন নিরীহ মানুষের ঘর পুড়িয়ে দেয়, শিশুদের কাঁদায়, মায়েদের বুক খালি করে দেয়—তখন স্রষ্টা চুপ থাকেন না। তিনি সব দেখেন, সব জানেন। তিনি সময় মতো বিচার করেন।আজ ইসরাইলের বিভিন্ন অঞ্চলে দাবানলের বিভীষিকা। আগুনের লেলিহান শিখা শহর পেরিয়ে ছুটে যাচ্ছে জনপদে জনপদে। আতঙ্কিত মানুষ পালিয়ে বেড়াচ্ছে, চোখে-মুখে শুধুই ভয় আর দগ্ধ ভবিষ্যতের আশঙ্কা।যারা অন্যের ভূমি দখল করেছিল, ঘর ভেঙে দিয়েছিল, জীবন ছিনিয়ে নিয়েছিল, আজ নিজেরাই ছুটছে আগুনের তাণ্ডব থেকে।এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ? নাকি আল্লাহর এক নিঃশব্দ ইঙ্গিত—‘যা করেছে, তার ফল একদিন ভোগ করতেই হবে’? আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন—“যখন তারা সীমা লঙ্ঘন করেছিল, তখন আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম।” (সুরা আরাফ ৭:১৬৫)পৃথিবীর প্রতিটি কান্না, প্রতিটি চোখের জল, প্রতিটি শহিদের রক্তের ফোঁটা ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়।সেই ইতিহাসই আজ যেন দাবানলের রূপ নিয়ে ফিরে এসেছে।আমি প্রতিশোধ চাই না, বরং ন্যায় বিচার কামনা করি। আর কামনা করি, যেন বিশ্ব বিবেক জেগে ওঠে। যেন প্রতিটি নির্যাতিত মানুষের জন্য পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠিত হয়।স্রষ্টার ন্যায়বিচার চিরন্তন—আজ যারা অন্ধ, কাল তারা হয়তো আগুন দেখবেই।

একজন সুখী আলোকচিত্রী! রাজশাহী কলেজ বাংলা বিভাগের ছাত্র "ইসতিয়াক আহমেদ রাফিদ"তার অনেক ছবি ভিডিও বিভিন্ন গ্রুপ পেজে পোস্ট...
02/05/2025

একজন সুখী আলোকচিত্রী! রাজশাহী কলেজ বাংলা বিভাগের ছাত্র "ইসতিয়াক আহমেদ রাফিদ"
তার অনেক ছবি ভিডিও বিভিন্ন গ্রুপ পেজে পোস্ট হতো।

রেল লাইনে ছবি তোলার সময় ট্রেনে কা*টা পড়ে*ছেন! ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) আল্লাহ ওনাকে জান্নাত দান করুক।

মৃত্যু কখন, কিভাবে, কার আছে আসে কেউ জানে না৷
তবুও আপনাদের কাছে অনুরোধ, যারা ফটোগ্রাফি করেন, দয়া করে এমন রিস্ক নিয়ে ছবি তুলবেন না৷ একটা ছবির থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি৷

02/05/2025

❤️

Address

Atpara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when JSK খেলা পাগল 0.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share