Freelancing Tips & Trics

Freelancing Tips & Trics Learn Freelancing and Secure Your Career in the Age of Technology.

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ইংরেজী শব্দ আর এর বাংলা অর্থ হলো মুক্তপেশা | কোন নির্দিষ্ট সময় ও ফিক্সট বেতন ছাড়া কোন কোম্পান...
24/12/2023

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ইংরেজী শব্দ আর এর বাংলা অর্থ হলো মুক্তপেশা | কোন নির্দিষ্ট সময় ও ফিক্সট বেতন ছাড়া কোন কোম্পানি বা মালিকের কাজ ঘরে বসে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ করা কে ফ্রিল্যান্সিং বলে |

উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন আমরা কোনো জব বা চাকরির জন্য কোন জায়গায় আবেদন করি তখন তারা আমাদের ইন্টারভিউ এর জন্য যেতে বলে, আমাদের ইন্টারভিউ সম্পূর্ণ হলে তারা আমাদের একটি নির্দিষ্ট স্যালারি দেয় এবং এর স্যালারি পাওয়ার জন্য আমাদের প্রতিদিন অফিসে যেতে হয় | একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হয় | তারপর আমরা স্যালারি পাই | অপরদিকে ফ্রিল্যান্সিং এ ও আমাদের বায়ারের সাথে প্রথমে ইন্টারভিউ বা কথাবার্তা হয় কিন্তু সেটা কোন অফিসে গিয়ে নয় আমরা আমাদের ঘরে বসে কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ দিয়ে সম্পূর্ণ করি | তারপর বায়ার আমাদের কাজ দেয় | সেটার জন্য একটা সময় ও স্যালারি ও থাকে | কিন্তু সময়টা আমরা আমাদের মত করে ব্যবহার করতে পারি |ইচ্ছে হলে পুরো সময় ধরে কিছুক্ষণ পরপর কাজ করতে পারি অথবা একটা নির্দিষ্ট সময় বুঝে কাজটা শেষ করে বাকি সময় ফ্রি থাকতে পারি | কাজটা সম্পন্ন করার জন্য ও কোন অফিসে যেতে হয় না | আমরা ঘরে বসে কাজটা করতে পারি | তাই ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা বলা হয়।
စာတို


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing Tips & Trics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing Tips & Trics:

Share