01/12/2024
আসসালামু আলাইকুম।
¶ অর্ডার কনফার্ম করার জন্য জেনে রাখুন কিছু প্রয়োজনীয় বিষয় ¶
🎂 Bony cake counter একটি অর্ডার ভিত্তিক অনলাইন হোম মেইড কেক শপ। আমাদের কোন শোরুম/ দোকান নেই। আমরা সব ধরনের কেক তৈরি করে থাকি।
🎂আমরা কেক হোম ডেলিভারি দিয়ে থাকি।অবশ্য কেউ চাইলে সরাসরি আমাদের কাছ থেকেও পিক করতে পারবেন।সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না।
🎂 আমরা যে কোনো সাইজের কেকের অর্ডার নিয়ে থাকি।সর্বনিম্ন মূল্য ১৫০/= থেকে শুরু। থিম কেক,কাস্টমাইজড অথবা স্পেশাল ডিজাইনের কেক এর জন্য আলাদাভাবে ডিজাইন চার্জ প্রযোজ্য হবে ।
🎂 কেকের ডিজাইনের জন্য আইডিয়া পেতে আমাদের পেইজের Photos এ ঘুরে আসতে পারেন অথবা আপনার পছন্দমত যেকোনো ডিজাইন আমাদের দেখাতে পারেন। সেই সাথে ইনবক্স করে জেনে নিতে পারেন যে আপনার পছন্দ করা কেকটির প্রাইস কেমন হতে পারে।
🎂 কেক এর জন্য কমপক্ষে ২৪ ঘন্টা পূর্বে অর্ডার কনফার্ম করতে হবে। কারণ, আমাদের কাছে কোন রেডিমেড কেক থাকেনা। গ্রাহক অর্ডার কনফার্ম করার পর আমরা কেক তৈরির জন্য প্রিপারেশন নিতে শুরু করি।
🎂 আমাদের কেকের প্রাইস ফিক্সড। অনুগ্রহ করে বাজারের সাধারণ দোকান বা বেকারিগুলোর কেকের প্রাইসের সাথে আমাদের তুলনা করবেন না। কারণ, দামে ছাড় দিয়ে কোনোভাবেই আমরা কোয়ালিটিতে ছাড় দিতে রাজি নই ! কেকের উপাদান যেমন -ক্রিম, এসেন্স,বেকিং পাউডার, সোডা,চকলেট, ফুড কালার প্রভৃতির জন্য আমরা বিদেশি প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর পণ্য ব্যবহার করে থাকি।লোকাল বা খোলা মার্কেটে পাওয়া যায় এমন কোন কিছুই ব্যবহার করি না। এমনকি কেকের জন্য যে ময়দাটুকু ব্যবহার করা হয় সেটিও সেরা ব্র্যান্ড এর ।
কারণ, আমাদের উদ্দেশ্য সম্মানিত ক্রেতাগণকে সবচেয়ে সেরা মানের,সুস্বাদু ও ফ্রেশ একটি কেক উপহার দেয়া।
🤝 ধন্যবাদ সবাইকে। আপনার আনন্দময় মুহূর্তগুলোকে আরও রঙিন করতে আমরা সবসময় আছিআপনার পাশে।
cake counter