
10/10/2025
আমরা সকলেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি। তবে কে কতটুকু ভালোবাসি, সেটা বোঝার একটা স্কেল আছে। পরীক্ষা করতে চান, নবীজিকে কতটুকু ভালোবাসেন?
যে কোনো ব্যস্ততার ফাঁকে কিছু পড়তে মন চাইলেই আপনি সিরাত নিয়ে বসে পড়েন, তাহলে নবীজির প্রতি আপনার মুহাব্বাত দশে-দশ।
কোনো ছুটিতে বই পড়ার জন্য সবার আগে সীরাত খুঁজেন, আপনার মুহাব্বাত দশে-আট।
মাঝেমধ্যে সীরাত পড়েন, সীরাতের নতুন বই মার্কেটে এলে খুঁজে পড়েন, আপনার মুহাব্বাত দশে-ছয়৷
জীবনে দুয়েকটা সীরাত পড়েছেন, তবে আরো পড়ার আগ্রহ আছে, আপনার মুহাব্বত দশে-চার।
জীবনে একবার সীরাত পড়েছেন, আর পড়ার আগ্রহ নেই, আপনার মুহাব্বত দশে-দুই।
জীবনে কোনোদিন সীরাত পড়েননি, আপনার মুহাব্বত দশে...!!!
মানুষের সৃষ্টিগত স্বভাব হলো, সে যাকে ভালোবাসে, তার সম্পর্কে জানতে চায়। ছোটবড়, খুঁটিনাটি সবকিছু। যত জানে, তত মুগ্ধ হয়, ভালোবাসা বৃদ্ধি পায়।
উপরের ওই স্কেল মানুষের এই স্বভাবের ভিত্তিতে তৈরি। তবে স্বভাব-বিরুদ্ধ কিছু ঘটনাও ঘটে প্রকৃতিতে। সীরাত না পড়েও বিভিন্ন কারণে রাসুলের প্রতি তাঁর কোনো উম্মতের মুহাব্বত দশে দশ হতে পারে৷ খুবই সম্ভব!
তাহলে আর দেরি কেন, সীরাত পড়ুন, নবীজির প্রতি মুহাব্বত বৃদ্ধি পাবে!
পড়ুন, Rahbar রাহবার প্রকাশন এর দারুণ একটি সীরাত :-
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখক : মাজিদা রিফা
ছাড় মূল্য : ৪৮০৳