Rahbar রাহবার প্রকাশন

Rahbar রাহবার প্রকাশন সৃজনশীল ও ব্যতিক্রমী ইসলামি প্রকাশনী। পাঠককে উপকারী ও ভালো কিছু উপহার দেওয়া আমাদের লক্ষ্য।
(1)

আমরা সকলেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি। তবে কে কতটুকু ভালোবাসি, সেটা বোঝার একটা স্কেল আছে। পরীক্...
10/10/2025

আমরা সকলেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি। তবে কে কতটুকু ভালোবাসি, সেটা বোঝার একটা স্কেল আছে। পরীক্ষা করতে চান, নবীজিকে কতটুকু ভালোবাসেন?
যে কোনো ব্যস্ততার ফাঁকে কিছু পড়তে মন চাইলেই আপনি সিরাত নিয়ে বসে পড়েন, তাহলে নবীজির প্রতি আপনার মুহাব্বাত দশে-দশ।
কোনো ছুটিতে বই পড়ার জন্য সবার আগে সীরাত খুঁজেন, আপনার মুহাব্বাত দশে-আট।
মাঝেমধ্যে সীরাত পড়েন, সীরাতের নতুন বই মার্কেটে এলে খুঁজে পড়েন, আপনার মুহাব্বাত দশে-ছয়৷
জীবনে দুয়েকটা সীরাত পড়েছেন, তবে আরো পড়ার আগ্রহ আছে, আপনার মুহাব্বত দশে-চার।
জীবনে একবার সীরাত পড়েছেন, আর পড়ার আগ্রহ নেই, আপনার মুহাব্বত দশে-দুই।
জীবনে কোনোদিন সীরাত পড়েননি, আপনার মুহাব্বত দশে...!!!

মানুষের সৃষ্টিগত স্বভাব হলো, সে যাকে ভালোবাসে, তার সম্পর্কে জানতে চায়। ছোটবড়, খুঁটিনাটি সবকিছু। যত জানে, তত মুগ্ধ হয়, ভালোবাসা বৃদ্ধি পায়।

উপরের ওই স্কেল মানুষের এই স্বভাবের ভিত্তিতে তৈরি। তবে স্বভাব-বিরুদ্ধ কিছু ঘটনাও ঘটে প্রকৃতিতে। সীরাত না পড়েও বিভিন্ন কারণে রাসুলের প্রতি তাঁর কোনো উম্মতের মুহাব্বত দশে দশ হতে পারে৷ খুবই সম্ভব!

তাহলে আর দেরি কেন, সীরাত পড়ুন, নবীজির প্রতি মুহাব্বত বৃদ্ধি পাবে!
পড়ুন, Rahbar রাহবার প্রকাশন এর দারুণ একটি সীরাত :-

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখক : মাজিদা রিফা
ছাড় মূল্য : ৪৮০৳

অবশেষে...  আমার প্রাণের শহর! তোমার দীর্ঘায়ুর প্রার্থনা আমার নিঃশ্বাসজুড়ে। এভাবেই তুমি স্বমহিমায় চেতনার আকাশ হয়ে থাকো চির...
10/10/2025

অবশেষে... আমার প্রাণের শহর!
তোমার দীর্ঘায়ুর প্রার্থনা আমার নিঃশ্বাসজুড়ে। এভাবেই তুমি স্বমহিমায় চেতনার আকাশ হয়ে থাকো চিরকাল!

কুইজ : পাঠক কোন বই পড়ে এভাবে আবেগাপ্লুত হয়ে পড়েছেন?উত্তর : মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামলেখক : মাজিদা রিফাRahbar...
09/10/2025

কুইজ : পাঠক কোন বই পড়ে এভাবে আবেগাপ্লুত হয়ে পড়েছেন?
উত্তর : মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখক : মাজিদা রিফা
Rahbar রাহবার প্রকাশন

কখনো যদি টাইম ট্রাভেলের সুযোগ হয়, ভবিষ্যতের চেয়ে আমি অতীতে ফিরে যাওয়াই পছন্দ করব। কেননা আমার জীবনের সোনালী সময়টুকু আমার ...
08/10/2025

কখনো যদি টাইম ট্রাভেলের সুযোগ হয়, ভবিষ্যতের চেয়ে আমি অতীতে ফিরে যাওয়াই পছন্দ করব। কেননা আমার জীবনের সোনালী সময়টুকু আমার অতীত৷ সময়ের বিবর্তনের ভেতর আমি ইয়াসরিব নগরী খুঁজে ফিরব, একদিন যে নগরীর নাম হয়ে উঠবে 'মাদিনাতুর রাসূল'। একদিন যে নগরী সৌভাগ্যবানদের পদধূলিতে হয়ে উঠবে ঐশ্বর্যময়। একদিন যে নগরী হয়ে উঠবে আমার মতো সহস্র দিলের সবটুকু মুহাব্বাতের একমাত্র হকদার।
আমি এই নগরীর বাসিন্দা হয়ে রাসূলের সাহচর্য-ধন্য হতে চাইব। নিদেনপক্ষে হতে চাইব রাসূলের চলার পথের বালুকণা অথবা খেজুর-বীথিকা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লেখক : মাজিদা রিফা
মূল্য : ৪৮০৳

'জিকির' এমন এক ইবাদাত, যার জন্য ওযুও লাগে না, কিবলারও প্রয়োজন হয় না। সম্পদও খরচ করতে হয় না, পরিশ্রমও করতে হয় না। এমনকি ন...
07/10/2025

'জিকির' এমন এক ইবাদাত, যার জন্য ওযুও লাগে না, কিবলারও প্রয়োজন হয় না। সম্পদও খরচ করতে হয় না, পরিশ্রমও করতে হয় না। এমনকি নির্দিষ্ট কোনো সময় ব্যয় করারও দরকার পড়ে না, শুধু দরকার হয়- তাওফিক।
অথচ এই জিকিরই বান্দার জন্য মাগফিরাতের দরজা খুলে দেয়।
অধিক জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা "আজরান আযিমা"-এর ওয়াদা দিয়েছেন-
- وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا Al-Ahzab : 35

অপরদিকে আল্লাহর জিকির থেকে গাফিল থাকে মুনাফিকরা। শয়তান তাদের কুমন্ত্রণা দেয়, তারা আখেরাতের কথা ভুলে গিয়ে দুনিয়া নিয়ে মশগুল হয়ে যায় এবং আল্লাহর যিকির থেকে গাফেল হয়ে পড়ে। আর যখন আল্লাহকে স্মরণ করে, তখন কলবকে গাফেল রেখে মুখ দিয়ে স্মরণ করে- তাও খুব অল্প সময়!
- "ﻻ ﻳﺬﻛﺮﻭﻥ ﺍﻟﻠﻪ ﺇﻻ ﻗﻠﻴﻼً"
‏Sura Nisa : 142

যিকিরকে কলবের জন্য অপরিহার্য করে নেওয়া মুমিনের গুণ। মুমিন মাত্রই আল্লাহকে অধিকহারে স্মরণ করে।
আল্লাহর যিকির থেকে গাফেল থাকা মুনাফিকের স্বভাব- ইন্নাল মুনাফিকীনা হুমুল ফাসিকুন!
যারা আল্লাহকে ভুলে থাকে, তারা ফাসেক- তাদের মতো হওয়া উচিত নয়!

- ﻭَﻻ ﺗَﻜُﻮﻧُﻮﺍ ﻛَﺎﻟَّﺬِﻳﻦَ ﻧَﺴُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻓَﺄَﻧْﺴَﺎﻫُﻢْ ﺃَﻧْﻔُﺴَﻬُﻢْ ﺃُﻭﻟَﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟْﻔَﺎﺳِﻘُﻮﻥَ
Sura Hashr : 19

যে অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেন না। তার দুআ কবুল করেন না। আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেলে পার্থিব জীবন সংকীর্ণ হয়ে যায়, আর আখেরাতের জীবন হয়ে যায় "হাবা-আন মানসুরা"।

ﻭَﻣَﻦْ ﺃَﻋْﺮَﺽَ ﻋَﻦ ﺫِﻛْﺮِﻱ ﻓَﺈِﻥَّ ﻟَﻪُ ﻣَﻌِﻴﺸَﺔً ﺿَﻨﻜﺎً ﻭَﻧَﺤْﺸُﺮُﻩُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﺃَﻋْﻤَﻰ-
Sura Tahaa : 124
প্রতিদিনের নেক আমল সম্পর্কে জানতে পড়ুন "যে জীবন পুণ্যময়"
লেখক : মুফতী মুহাম্মদ তাকী উসমানী
অনুবাদ : রাইহান খাইরুল্লাহ রাহি.
মূল্য : ১২০৳

সীরাতের সংক্ষিপ্ত বইয়ের মধ্যে মুফতি শফী রাহ. এর লেখা সিরাতে খাতামুল আম্বিয়া মাকবুল একটি কিতাব। অনেকে বলেন, তিনি বিশাল সম...
01/10/2025

সীরাতের সংক্ষিপ্ত বইয়ের মধ্যে মুফতি শফী রাহ. এর লেখা সিরাতে খাতামুল আম্বিয়া মাকবুল একটি কিতাব। অনেকে বলেন, তিনি বিশাল সমুদ্রকে একটি ছোট পাত্রে নিয়ে এসেছেন। যারা বইটি পড়েছেন, এমন মন্তব্যের সত্যতা বুঝার কথা। বাংলাতে এর অনেক অনুবাদ আছে। কিছু অনুবাদ ভালোও। তবে দরকার ছিল কিতাবটির মানসম্মত অনুবাদের পাশাপাশি তাহকিকের সাথে প্রকাশিত হওয়া। কেননা বইটির কয়েকটি বর্ণনা অগ্রহণযোগ্য। এই কাজটি আঞ্জাম দিয়েছেন প্রতিভাবান তরুণ আলেম ও দক্ষ অনুবাদক মাওলানা রাইহান খাইরুল্লাহ ভাই। প্রতিটি বিবরণ ও রেফারেন্স যাচাই এবং জরুরি কিছু বিশ্লেষণধর্মী টীকা যুক্ত করেছেন তিনি। কিছু ভুল সংশোধন এবং প্রচুর রেফারেন্স সংযুক্ত করেছেন। ফলে সবদিক মিলিয়ে বইটি হয়ে উঠেছে বাংলা ভাষায় সীরাতের অনন্য এক সংযোজন।
লিখেছেন : মুহতারাম আবদুল্লাহ আল মাসউদ
ছবি : পাঠকের ক্লিক

চিরদুঃখী তিনি। বাবা-মা-দাদাকে হারিয়েছেন শৈশবে। প্রিয় চাচা ও প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন একই সাথে জীবনের সবচেয়ে কঠিন সময়ে...
27/09/2025

চিরদুঃখী তিনি। বাবা-মা-দাদাকে হারিয়েছেন শৈশবে। প্রিয় চাচা ও প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন একই সাথে জীবনের সবচেয়ে কঠিন সময়ে। তারপর একে একে হারিয়েছেন ছয়টি সন্তান। বিশ্বাসঘাতকতার স্বীকার হয়ে হারিয়েছেন প্রিয় সঙ্গী-সাথী। কত ব্যথা, কত দুঃখ ছিলো তাঁর জীবনের প্রতিটি বাঁক জুড়ে।

তারপরও ধৈর্য হারাননি। মুখ গোমড়া করে রাখেননি। সকল দুঃখ মনের গভীরে চাপা দিয়ে স্মিতহাস্যে মুখ উজ্জ্বল করে সংসার-সমাজ-রাষ্ট্র সামলেছেন একসাথে।
‍কে তিনি?
আমার নবী
মহানবী
রহমাতুল লিল আলামীন

কোন মুসলমানের জন্য নিজেকে জানা ততোটা আবশ্যকীয় নয়, যতোটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জানা আবশ্যক।

"মু'মিনদের নিকট নবী তাদের আপন সত্তা অপেক্ষা ঘনিষ্ঠতর।"(সূরা আহযাবঃ৬)

আজ আমরা সবাইকে চিনি, নবীকে চিনি না। একটু ভেবে দেখুন তো, দুনিয়ার নায়ক-নায়িকা, ক্রিকেটার, সাহিত্যিক এদের সম্পর্কে যে পরিমান জানি তার কিয়দাংশও কি আমার নবী সম্পর্কে জানি? এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের হৃদয়ে নাড়া দেওয়া উচিত।

রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে নতুন করে সীরাত পাঠ শুরু করার আগ্রহ অনেকেরই থাকে। যারা নতুন করে সীরাত সম্পর্কে জানতে চান, বিশেষ করে যারা এর আগে কোনো সীরাত গ্রন্থ পড়েননি, তাদের জন্য এই বইটি হতে পারে একটি চমৎকার সূচনা।

এই বইটির যে বিষয়টা বেশ ভালো লেগেছে তা হচ্ছে এর ভারসাম্যপূর্ণ উপস্থাপনা। লেখিকা একদিকে যেমন গতানুগতিক রসহীন শুষ্ক ইতিহাসের বইয়ের ভাষায় লিখেননি, তেমনি পুরোপুরি গল্পভাষ্যে লিখতে গিয়ে আবেগের বাড়াবাড়িও করেননি। বেশি গভীরে যেমন যান নি তেমনি একদম সংক্ষিপ্তও করেন নি। গভীরতা এবং সারসংক্ষেপের মাঝে এক চমৎকার ভারসাম্য বজায় রেখে নবীজির পুরো জীবনকে এমন এক সহজবোধ্য ও সুখপাঠ্য ভাষায় তুলে ধরেছেন, যা পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে।

বেশ মুগ্ধতা নিয়েই বইটি পড়ে শেষ করেছিলাম। বইটি আরেকটি কারণে আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ অনেকগুলো সীরাতগ্রন্থ পড়ার সৌভাগ্য হলেও এটিই ছিল আমার পড়া প্রথম সীরাতগ্রন্থ যার লেখক একজন নারী।

আল্লাহ তাআলা লেখিকা কে উত্তম প্রতিদান দিক আমার নবী কে নিয়ে এমন চমৎকার একটি বই লেখার জন্য। হ্যাপি রিডিং।

বইয়ের নাম: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লেখকের নাম: মাজিদা রিফা
প্রকাশনীর নাম: Rahbar রাহবার প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ৪৮০
গায়ের মূল্য: ৬৪০

রিভিউ লিখেছেন : Mahbubul Islam Borshon

আন্তর্জাতিক ইসলামী বইমেলায় রাহবারকে পাবেন এই দুই স্টলে। পড় প্রকাশ, স্টল নং : ৮২। মাকতাবাতুল আযহার, স্টল নং : ১০১
19/09/2025

আন্তর্জাতিক ইসলামী বইমেলায় রাহবারকে পাবেন এই দুই স্টলে। পড় প্রকাশ, স্টল নং : ৮২। মাকতাবাতুল আযহার, স্টল নং : ১০১

শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা। থাকছে রাহবার প্রকাশনও। স্টল নং ৮২। পাঠককে নিমন্ত্রণ, বইয়ের জগতে...
12/09/2025

শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা। থাকছে রাহবার প্রকাশনও। স্টল নং ৮২। পাঠককে নিমন্ত্রণ, বইয়ের জগতে...

এক বসায় পড়ে ফেলার মতো চমৎকার একটি সীরাত। হৃদয়গ্রাহী বর্ণনা, সহজ-সাবলীল ভাষা, বিশুদ্ধ উৎস থেকে আহরিত তথ্য। সংক্ষিপ্ত হলেও...
11/09/2025

এক বসায় পড়ে ফেলার মতো চমৎকার একটি সীরাত। হৃদয়গ্রাহী বর্ণনা, সহজ-সাবলীল ভাষা, বিশুদ্ধ উৎস থেকে আহরিত তথ্য। সংক্ষিপ্ত হলেও অতি সমৃদ্ধ। তুলে ধরা হয়েছে নবীজীবনের সামগ্রিক চিত্র। শত বছর ধরে ভারতবর্ষের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাসভুক্ত এবং বিজ্ঞ মহলে সমাদৃত।
মানসম্মত হওয়ার পাশাপাশি বাংলা অনুবাদের বড় বৈশিষ্ট্য তাহকিক ও সম্পাদনা। প্রতিটি বিবরণ ও রেফারেন্স যাচাই এবং জরুরি কিছু বিশ্লেষণধর্মী টীকা যুক্ত করা হয়েছে। বেশ কিছু ভুল সংশোধন এবং প্রচুর রেফারেন্স সংযুক্ত করা হয়েছে। ফলে সবদিক মিলিয়ে বইটি হয়ে উঠেছে বাংলা ভাষায় সীরাতের অনন্য এক সংযোজন।
সীরাতে খাতামুল আম্বিয়া
লেখক : মুফতি মুহাম্মাদ শফী রহ.
তরজমা ও তাহকিক : রাইহান খাইরুল্লাহ
নির্ধারিত মূল্য : ৮০ ৳
Rahbar রাহবার প্রকাশন

ইবরাহীম আলাইহিস সালাম। সামনে তাঁর বিশাল অগ্নিকুণ্ড। দাউ দাউ করে আগুন জ্বলছে। নমরুদের প্রভুত্বকে অস্বীকার করেছেন তিনি। মা...
09/09/2025

ইবরাহীম আলাইহিস সালাম। সামনে তাঁর বিশাল অগ্নিকুণ্ড। দাউ দাউ করে আগুন জ্বলছে। নমরুদের প্রভুত্বকে অস্বীকার করেছেন তিনি। মানুষকে আহবান করেছেন প্রকৃত রবের দিকে। এ 'অপরাধে' তাঁকে নিক্ষেপ করা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। অথচ তিনি এত নির্ভার। এত নিরুদ্বিগ্ন। এত নিশ্চিন্ত।
কেন?
ইয়াকুব আলাইহিস সালাম। বৃদ্ধ হয়ে গেছেন। চোখে দেখেন না। পুত্রশোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। বহু বছর আগে হারিয়েছিলেন কলিজার টুকরো পুত্রকে। এরপর পেরিয়ে গেছে যুগের পর যুগ। তবু পুত্রকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি। নিরাশ হননি।
কেন?
আইয়ুব আলাইহিস সালাম। ভীষণ অসুস্থ। শরীরে বাসা বেঁধেছে এক ভয়ানক রোগ। মাংস পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কেউ পাশে টিকতে পারছে না। অথচ তাঁর চেহারায় কোনো অসন্তুষ্টি নেই। মুখে কোনো অনুযোগ নেই। তিনি সন্তুষ্টচিত্তে ধৈর্যধারণ করছেন।
কেন?
মারইয়াম রাযিআল্লাহু আনহা। এক পবিত্র কিশোরী।যাকে কোনোদিন অপবিত্রতা স্পর্শ করেনি। তিনি প্রকৃতির নিয়মের বিপরীতে আল্লাহর ইচ্ছায় এক সন্তান জন্ম দিলেন। শুরু হলো কানাঘুষা। কটুক্তি। নিন্দার তীর। অথচ তিনি স্থির, শান্ত, নিশ্চিন্ত।
কেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতৃভূমি থেকে হিজরত করেছেন। পেছনে শত্রু বাহিনী। অনুসরণ করছে তাঁকে। অথচ তিনি পাহাড়ের গুহায় নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছেন। তাঁর অন্তরে কোনো আশংকা নেই। ভয় নেই। দুশ্চিন্তা নেই।
কেন?
কারণ ছিলো আল্লাহর প্রতি তাঁদের বিশ্বাস, নির্ভরতা এবং উত্তম ধারণা ।
তারা বিশ্বাস করতেন, আল্লাহ সর্বাবস্থায় তাঁদেরকে সাহায্য করবেন। এজন্য তারা সবসময় আল্লাহর উপর নির্ভরশীল থাকতেন। কখনো ভাবতেন না, আল্লাহর সাহায্য আসবে না। বরং চরম সংকটকালেও পরম নিশ্চিন্তে বলতেন, "আমার রব আমার সাথে আছেন, তিনিই আমাকে পথ দেখাবেন"। তখন নিশ্চিতভাবেই আল্লাহর সাহায্য নেমে আসত তাঁদের জন্য।
ইবরাহিম, ইয়াকুব, আইয়ূব, মারইয়াম আলাইহমুস সালামের সেই আল্লাহ এখনো বিদ্যমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রব এখনো পূর্ণ প্রতাপশালী ও ক্ষমতাবান। তাঁর অলৌকিক সাহায্যের দরজা এখনো খোলা। তিনি এখনো অগ্নিকুণ্ডকে জান্নাত বানাতে সক্ষম। এখনো তিনি 'কুন' বললেই সমুদ্র দুভাগ হয়ে পথ সৃষ্টি হবে। প্রয়োজন শুধু সর্বাবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস, নির্ভরতা আর উত্তম ধারণা। যেমন বিশ্বাস আর নির্ভরতা ছিল আম্বিয়া আর আউলিয়াদের। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্যও উন্মুক্ত করে দেবেন সাহায্যের এমন সব পথ, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না।

Address

Dhaka

Telephone

+8801886339630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahbar রাহবার প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahbar রাহবার প্রকাশন:

Share

Category