01/12/2025
জীবনে কোনো একদিন যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়, কী বলবেন প্রিয় রাসুলকে?
যাদেরকে এ প্রশ্ন করেছি, যাদেরকেই এ প্রশ্নের মুখোমুখি হতে দেখেছি- সবারই প্রথম অভিব্যক্তি ছিল এক নিশ্চুপ আবেগ। এই আবেগ কেবল অনুভব করা যায়, বর্ণনা করা যায় না। এই প্রশ্নের মুখোমুখি হওয়ার পরমুহূর্তে বুকের ভেতর যে গভীর নিস্তব্ধতা তৈরি হয়, কিছু সময়ের জন্য দুনিয়ার সমস্ত ভাষা হারিয়ে যায়, এটাই মুহাব্বাত। প্রিয় রাসুলের প্রতি গোনাহগার উম্মতের ভালোবাসা।
শত গুনাহে ডুবে থাকার পরও রাসুলের প্রতি এই যে মুহাব্বাত, মূলত এর ভিত তৈরি হয় শিশু বয়সে৷ প্রকৃতিগতভাবে মানুষের শৈশবের আবেগ হয় নিখাদ৷ এজন্য জীবনের যে প্রান্তেই মানুষ শৈশবের আবেগের মুখোমুখি হয়, তারা আলোড়িত হয়৷ এই আবেগের কাছে অবনত হয়। কয়েক মুহূর্তের জন্য তারা হয়ে ওঠে সেই শিশুমন; নিখাদ, নিষ্পাপ।
এজন্য আপনার সন্তানকে শৈশবেই রাসুলের সাথে পরিচয় করিয়ে দিন। তারা সীরাতের সাথে বেড়ে উঠুক। রাসুলের সাথে তাদের আবেগের বন্ধন তৈরি হোক। শতাব্দী পরেও যে বন্ধন থেকে জেগে উঠবে একজন নিখাদ নবীপ্রমিক, ইনশাআল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
পড়ুন, গল্পের ভাষ্যে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখক : মাজিদা রিফা
মূল্য : ৪৮০৳
Rahbar রাহবার প্রকাশন