26/09/2024
🟢 বাংলাদেশ নৌবাহিনীর প্রকাশিত সার্কুলার⚓
‼️ নাবিক & এম ও ডিসি ( নৌ) ভর্তি -২০২৪🥰
♂️ আবেদনের মাধ্যমঃ- শুধুমাত্র অনলাইনে
🔴আবেদনের শেষ তারিখ 11 অক্টেবর
🔴 যে যে শাখা গুলোতে আবেদন করতে পারবে ⤵️
🔵 সিম্যান, ( এস এস সি বিজ্ঞান শাখা ৩,৫০- উচ্চতা ৫.৬")
🔵 কমিউনিকেশন ও টেকনিক্যাল ( এস এস সি বিজ্ঞান শাখা ৩.৫০ এবং টেকনিক্যাল এর ছাত্র হলে গ্রেড A থাকতে হবে- উচ্চতা পুরুষ ৫.৪")
🔵 মেডিকেল পুরুষ ( জীব বিজ্ঞান সহ এস এস সি বিজ্ঞান শাখা ৩.৫০ পেতে হবে- উচ্চতা পুরুষ ৫.৪")
🔵 পেট্রোল ম্যান, রাইটার, স্টোর ও এম ও ডিসি (নৌ) এই শাখার ক্ষেত্রে ৩.০০ লাগবে যে কোন বিভাগ থেকে উচ্চতা- পেট্রোল ম্যান- ৫.৮"। বাকি গুলা ৫.৪" এম ও ডিসি ৫.৬")
🔵 কুক এবং স্টুয়ার্ড এর ক্ষেত্রে এস এস সি/ সমমান ২.৫০ উচ্চতা ৫.৪"
🔵 টোপাস ( পুরুষ) ৮ম শ্রেনী পাস উচ্চতা ৫.৪"
🔵 বয়স নাবিক ১৭-২০
এম ও ডিসি এর ক্ষেত্রে ১৭-২২
⚠️নাবিক ট্রেডের কাজ গুলো কি কি যেনে নাও🔥🔥🔥
♂️ টেকনিক্যাল - জাহাজ / ঘাঁটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত্র,মিসাইল,কামান,টারর্পেটো,ফায়ার প্রশিক্ষণ গ্রহণ ব্যবহার অথবা প্রয়োগ করা এবং অত্যাধিক যন্ত্রপাতি পরিচালনা এবং যোগাযোগ যন্ত্র ব্যবহার করে জাহাজ অথবা ঘাঁটি রক্ষা করা।
💥 টোপাস- নৌবাহিনীর জাহাজ ও ঘাটিসমুহের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা,
💥 রাইটার- নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং নথি পত্রাদির সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করা,অফিসিয়াল ও নাবিকদের এতন ভাতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহন করা
💥 স্টোরম্যান- জাহাজ ও ঘাটিতে শান্তিকালিন ও ক্রান্তিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুদ সংরক্ষণ নিশ্চিত করা, এবং অফিসার ও নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রীর চাহিদা নির্ধারন এবং সুষ্ঠু বন্টন করা, খাদ্য ও পোশাক সামগ্রীর উন্নতমান নিশ্চিত করা
💥 পেট্রোলম্যান- জাহাজ ও ঘাটির আইন শৃংখলা রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করা এক কথায় নাবিক পুলিশ বলে
💥 স্টুয়ার্ড - জাহাজ এবং ঘাটিতে অফিসারদের খাবার পরিবেশন করা ও অফিসারদের পোশাক প্রস্তুত করা,
খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা
💥 মেডিকেল এসিস্ট্যান্ট - জাহাজ ও ঘাটির নৌ সদস্যদের সাস্থগত সমস্যার জন্য মেডিকেল অফিসার এর নির্দেশে প্রয়োজনীয় চিকিৎসা প্রধান করা এবং নৌবাহিনীর হাসপাতাল সমুহে মেডিকেল এসিস্ট্যান্ট এর দায়িত্ব পালন করা ।নৌ বাহিনীতে যোগ দিন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করুন।
- পেজটি লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ।
(( ধন্যবাদ )) ❤