Life with Ebrahim

Life with Ebrahim আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।। আমি এক গভীরভাবে অচল মানুষ,
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
(3)

শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার পেছনের ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে ৩২ বছর বয়সী পোশাক শ্রমিক নাসিমা বেগম নিহত হয়েছে...
18/11/2025

শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার পেছনের ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে ৩২ বছর বয়সী পোশাক শ্রমিক নাসিমা বেগম নিহত হয়েছেন। তিনি ঢাকার উদ্দেশ্যে ছেলেকে নিয়ে যাত্রা করছিলেন।

কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার সময় নাসিমার ৯ বছরের ছেলে আয়ন অজ্ঞান হয়ে যায় এবং অন্য যাত্রীরা হতভম্ব হয়ে পড়ে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Source: Prothom Alo

16/11/2025
বেশী নুয়ে গেলে পৃথিবী পিঠকে পা’দানি বানিয়ে ফ‍্যালে।- মির্জা গালিব।
29/10/2025

বেশী নুয়ে গেলে পৃথিবী পিঠকে পা’দানি বানিয়ে ফ‍্যালে।
- মির্জা গালিব।

হালিম, ঢাকা সিটিতে অন অফ দ্যা বেষ্ট!
17/10/2025

হালিম, ঢাকা সিটিতে অন অফ দ্যা বেষ্ট!

15/10/2025

Social Media is Fake
Enjoy Your Real Life!

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার...
14/10/2025

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :

আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

- জীবনানন্দ দাশ

11/10/2025

একে একে বানিয়ে তুলব সব, তুমি দেখে নিও।
বাড়িঘর, খেতখামার,
উঠোনে লাউয়ের মাচা, জানলার পাশে
লতানে জুঁইয়ের ঝাড় –
একে একে সমস্ত বানাব, তুমি
দেখে নিও।

দক্ষিণে পুকুর থাকলে ভাল হয়, তুমি বলেছিলে।
অবশ্য থাকবে।
পুকুরে হাঁসের স্নান দেখতে চাও, সে আর এমন
কী বেশী কথা,
সাদা ও বাদামী হাঁস ছেড়ে দেব।

যা চাও সমস্ত হবে,
একই সঙ্গে হয়ত হবে না, কিন্তু
একে-একে হবে।
ভালবাসা থাকলে সব হয়।

দেখো, সব হবে।
যা-কিছু বানানো যায়, আমি সব দুই হাতে
দিনে-দিনে বানিয়ে তুলব, তুমি দেখে নিও।

তুমি দেখে নিও
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

সবুজে মোড়া পাহাড়ে মেঘের আলতো ছোঁয়া- নির্মল এক স্বপ্নলোক।
10/10/2025

সবুজে মোড়া পাহাড়ে মেঘের আলতো ছোঁয়া- নির্মল এক স্বপ্নলোক।

Thousands of desires, each worth dying for... many of them I have realized… Yet I yearn for more.- Mirza Ghalib
07/10/2025

Thousands of desires, each worth dying for... many of them I have realized… Yet I yearn for more.
- Mirza Ghalib

Address

Dhanmondi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Life with Ebrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life with Ebrahim:

Share

Category