BDup24 News

BDup24 News We brings you Bangladesh’s local cricket, football and hockey events news
(5)

এলিয়েন ডি ভিলিয়ার্স 🔥❤️
03/08/2025

এলিয়েন ডি ভিলিয়ার্স 🔥❤️

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লীগে এবি ডি ভিলিয়ার্সের রাজত্ব! 🔥

টি-টোয়েন্টি ক্রিকেটে শাসন কাকে বলে, এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লীগে তা যেন দেখিয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স। ব্যাট হাতে একাই তাণ্ডব চালিয়ে দলকে এনে দিলেন শিরোপা। "মিস্টার ৩৬০" যেন পুরো টুর্নামেন্টকে নিজের ব্যাটিং কারিশমায় রঙিন করে তুলেছিলেন।

📈 তাঁর চোখধাঁধানো পারফরম্যান্স:
🔹 ৫ ম্যাচে ৪২৮ রান
🔹 অবিশ্বাস্য গড়: ২১৪
🔹 বিধ্বংসী স্ট্রাইক রেট: ২২৪
🔹 সেঞ্চুরি: ৩টি
✅ ফিফটি: ১

প্রতিপক্ষের বোলারদের ওপর ছিল তার রীতিমতো ব্যাটিং দখলদারি। প্রথম বল থেকেই শুরু, আর থেমেছেন কেবল ম্যাচ শেষ করে। চার-ছক্কার বৃষ্টিতে প্রতিটি ইনিংস ছিল যেন এক একটি ব্যাটিং মাস্টারক্লাস।

বাংলাদেশে যদি এমন ভাবে বর্ষসেরা নির্বাচন করা হতো তাহলে কেমন হতো ??
02/08/2025

বাংলাদেশে যদি এমন ভাবে বর্ষসেরা নির্বাচন করা হতো তাহলে কেমন হতো ??

বিভিন্ন ফরম্যাটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে বর্ষসেরা হয়েছেন পেসার এনরিখ নরকিয়া।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেই ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। ভারতের বিপক্ষে ২৯ জুনের ফাইনালে ৭ রানে হেরে রানার্সআপ হয় দক্ষিণ আফ্রিকা। সেই আসরে ৯ ম্যাচে ৫.৭৪ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন তিনি।

তবে বিশ্বকাপের পর চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নরকিয়া। পিঠ ও পায়ের চোট তাকে ছিটকে দেয় একাধিক সিরিজ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও। চলতি বছর তিনি মাঠে নেমেছেন কেবল আইপিএলে, তাও মাত্র দুটি ম্যাচে।

এদিকে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩–২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্পিন অলরাউন্ডার কেশভ মহারাজ। তিনি ওই টেস্ট চক্রে নিয়েছেন ৪১ উইকেট এবং বিশ্বকাপে ছিলেন দলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (১১টি উইকেট, ইকোনমি ৬.২৫)।

অন্যদিকে, প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রোটিয়া দলের অধিনায়ক টেম্বা বাভুমা হয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। জুনে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকা।

রংপুর বিভাগের কারা আছেন?
02/08/2025

রংপুর বিভাগের কারা আছেন?

জাতীয় দলের ব্যস্ত সূচি শেষে এখন ছুটিতে ক্রিকেটাররা। কেউ সময় কাটাচ্ছেন বিদেশে, কেউবা ফিরে গেছেন নিজ এলাকায়। জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম ফিরেছেন নিজ গ্রাম রংপুরে। তবে গ্রামের শান্ত পরিবেশে ছুটির আনন্দ উপভোগের পাশাপাশি ক্রিকেটীয় প্রস্তুতির চিন্তায় খানিকটা হতাশও তিনি।

রংপুরে গিয়ে প্রিয় বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনের কথা ভাবলেও হতাশ হতে হয়েছে শরিফুলকে। পর্যাপ্ত অনুশীলন সুবিধার অভাবে আফসোস ঝরেছে তার কণ্ঠে। তুলনা টেনে বললেন,

আমার রংপুর মনে হয় দুর্ভাগা। অন্য বিভাগে যেসব সুযোগ-সুবিধা আছে, এখানে তার কিছুই নেই।

জাতীয় দলের নিয়মিত মুখ শরিফুলের মতো একজন ক্রিকেটার যখন নিজ বিভাগে অনুশীলনের সুযোগ না পেয়ে হতাশা প্রকাশ করেন, তখন তা ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণের মতোই বার্তা বহন করে।

হোম এন্ড আওয়্যে ভিত্তিক বিপিএল আয়োজন হলে কেমন হবে??
01/08/2025

হোম এন্ড আওয়্যে ভিত্তিক বিপিএল আয়োজন হলে কেমন হবে??

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর থেকে নতুন একটি ভেন্যু যুক্ত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হলেও টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে এবার আরও একটি শহরে খেলা আয়োজনের চিন্তা করছে বোর্ড।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, আগামী মৌসুমে একটি অতিরিক্ত মাঠে বিপিএল আয়োজনের পরিকল্পনা আছে বোর্ডের। তার ভাষায়, আমাদের ইচ্ছে আছে এবছরে বিপিএল যদি একটা অতিরিক্ত মাঠে করতে পারি— তিনটা থেকে চারটি ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে। আমরা আশা করছি যে করতে পারব।

নতুন ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে বরিশাল ও রাজশাহীর স্টেডিয়াম। যদিও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে নিয়েও আলোচনা চলছে, তবে সেটির সম্ভাবনা আপাতত কম। কারণ, জাতীয় ক্রীড়া পরিষদের অধীন এসব স্টেডিয়াম প্রস্তুত করতে সময় লাগবে বলে জানিয়েছেন ফাহিম।

বিসিবি চায়, প্রতিবছর একটি করে ভেন্যু বাড়িয়ে এক সময় হোম-অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজন করতে। ফাহিম বলেন, ভবিষ্যতে যদি ৬ কিংবা ৭ দলের আলাদা আলাদা ভেন্যু থাকে তাহলে বিপিএল একটা অন্য লেভেলে চলে যেতে পারে।

বিপিএলকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে ভেন্যু বাড়ানোর কোনো বিকল্প দেখছে না বিসিবি। নিয়মিত সমালোচনার পর এবার পুরনো ছক ভেঙে নতুন রূপে বিপিএলকে সাজাতে বদ্ধপরিকর বোর্ড।

টাক মাথার এই আম্পায়ার কে বলুন দেখি 🤔
01/08/2025

টাক মাথার এই আম্পায়ার কে বলুন দেখি 🤔

সুযোগ সুবিধা ঠিকমতো পেলে অস্ট্রেলিয়া আফগানিস্তানের মত ক্রিকেট পরাশক্তি হবে আফগানিস্তান
01/08/2025

সুযোগ সুবিধা ঠিকমতো পেলে অস্ট্রেলিয়া আফগানিস্তানের মত ক্রিকেট পরাশক্তি হবে আফগানিস্তান

তালি/বান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে ঘরোয়ালীগের মাধ্যমে ফের শুরু হয়েছে ক্রিকেটের স্পন্দন। ২০২১ সালের পর থেকে দেশটিতে নিয়মিতভাবেই আয়োজিত হচ্ছে ঘরোয়া প্রতিযোগিতা, যেখানে খেলছেন রাশিদ খান, মোহাম্মদ নাবীর মতো বিশ্বখ্যাত তারকারাও।

তবে, এখনো তারা নিজ ভক্তদের সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাছিব খান আশাবাদী, আর খুব বেশি দেরি নেই সেই স্বপ্নপূরণেও।

তার ভাষায়, আফগানিস্তান এখন শান্তিপূর্ণ দেশ। দেশের স্টেডিয়ামগুলো দ্রুতই সংস্কার করা হচ্ছে। আমরা আশা করছি আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে পারবো।

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেলেও, নিজ দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারা আফগান ক্রিকেটের জন্য ছিল এক অপূর্ণতা। তালি/বান সরকারের অধীনে ঘরোয়ালীগ দিয়ে সেই শিকড়েই ফেরার চেষ্টা করছে আফগানিস্তান।

আপনিও কি তাসকিনের সাথে একমত ??
31/07/2025

আপনিও কি তাসকিনের সাথে একমত ??

আজ বগুড়ায় হারলেনের নতুন শোরুম উদ্বোধনে অংশ নিয়ে তাসকিন আহমেদ তার বিরুদ্ধে আনীত মারধরের অভিযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

তাসকিনের ভাষ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আমার পাশে থেকেছে, অভিভাবকের দায়িত্ব নিয়েছে। ঘটনাটি আমার জন্য অত্যন্ত অপ্রত্যাশিত ছিল। যাদের সঙ্গে ছোটবেলা কেটেছে, তাদের কাছ থেকে এমন কিছু আশা করিনি। তবে এ ঘটনা বন্ধুদের জন্য যেমন শিক্ষা, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও—বন্ধুত্ব বেছে নিতে হলে ভাবনার দরকার আছে। ছোটকালের বন্ধু হলেই সে আপনার শুভাকাঙ্ক্ষী হবে, এমন কোনো মানে নেই।

তাসকিনের মতে, অভিযোগকারী পক্ষ দ্রুতই সবকিছু প্রত্যাহার করেছে, বলা হচ্ছে আমার মঙ্গল চিন্তা করেই। কিন্তু প্রকৃত মঙ্গল চিন্তা থাকলে তারা প্রথমেই পারিবারিকভাবে আলোচনায় বসত। যেহেতু আমি দোষী নই, তাই অভিযোগ টিকেও থাকেনি। চাইলে আমি নিজেও পাল্টা পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু বাবার পরামর্শে সেই পথে যাইনি।

এ বিষয়ে আর কিছু বলতে নারাজ তাসকিন।
তার অনুরোধ, আসন্ন এশিয়া কাপ সামনে রেখে সবার দোয়া চাই। আমি চাই সুস্থভাবে খেলতে পারি এবং দেশের হয়ে ভালো কিছু উপহার দিতে পারি। ইনশাআল্লাহ, আমরা শিরোপা জয়ের স্বপ্ন দেখছি।

ইচ্ছে করেই ফোন ধরেননি নাকি নাম্বার সেভ ছিলো না? 🙃 আপনার কি মনে হয়??
29/07/2025

ইচ্ছে করেই ফোন ধরেননি নাকি নাম্বার সেভ ছিলো না? 🙃 আপনার কি মনে হয়??

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান সম্প্রতি যোগাযোগের চেষ্টা করেছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। তবে সাকিবের ফোনটি রিসিভ করেননি সভাপতি নিজে—এ নিয়ে তৈরি হয়েছে আলোচনার ঝড়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আমিনুল ইসলাম বুলবুল ব্যাখ্যা দেন, সাকিবের নাম্বারটা আমার ফোনে সেভ করা ছিল না। অপরিচিত নাম্বার ভেবে কলটা রিসিভ করিনি।

এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, জাতীয় দলের দীর্ঘদিনের মুখ ও সাবেক অধিনায়ককে চিনতে না পারা একজন সভাপতির জন্য বিব্রতকর, আবার কেউ বলছেন—এটা নিছক এক ভুল বোঝাবুঝি, বড় করে দেখার কিছু নেই।

আপনার কি মনে হয় ? ইচ্ছে করেই ফোন ধরেননি নাকি নাম্বার আসলেই নাম্বার সেভ ছিলো না ??

বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার
29/07/2025

বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার

দক্ষিণ আফ্রিকা সফর এবং জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার জাওয়াদ আবরার। ধারাবাহিকভাবে রান করে দলকে ভরসা দিচ্ছেন এই তরুণ।

পাঁচ ম্যাচে জাওয়াদ আবরারের ব্যাট থেকে এসেছে ৭০ রান (৬১ বল), ৫৭ রান (৫৩ বল), ৬৮ রান (৫৮ বল), ২০ রান (৯ বল) ও ৮২ রান (৬৩ বল)। ব্যাট হাতে দারুণ এই ধারাবাহিকতায় তিনি হয়ে উঠেছেন সিরিজে বাংলাদেশের অন্যতম ভরসা।

বিশেষ করে শেষ ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেই জাওয়াদ প্রমাণ করেছেন দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি কতটা কার্যকর। তার এমন পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ দল পাচ্ছে আত্মবিশ্বাসের জোগান।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BDup24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDup24 News:

Share

Category