
26/09/2025
এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি সাইফ হাসান
চলতি এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ডানহাতি ওপেনার সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসে খেলেছিলেন ৪৫ বলে ৬১ রান। আর ভারতের বিপক্ষে আবারও ঝলক দেখান তিনি—৫ ছক্কা ও ৩ চারে সাজানো ৫১ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে যায়, তবে সাইফের এই ইনিংসেই ভর করেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয় টাইগাররা।
এই ধারাবাহিক ব্যাটিংয়ে ভর করে সাইফ হাসান চলতি এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশের আরেক তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় খেলেছেন ৫ ম্যাচে ১৩৪ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান পঞ্চম।
📋 সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকা (এশিয়া কাপ ২০২৫)
🇮🇳 অভিষেক শর্মা — ৫ ম্যাচ, ২৪৮ রান
🇧🇩 সাইফ হাসান — ৩ ম্যাচ, ১৬০ রান
🇧🇩 সাহেদজাদা ফারহান — ৫ ম্যাচ, ১৫৬ রান
🇱🇰 পাথুম নিশাঙ্কা — ৫ ম্যাচ, ১৫৪ রান
🇧🇩 তাওহীদ হৃদয় — ৫ ম্যাচ, ১৩৪ রান