BDup24 News

BDup24 News We brings you Bangladesh’s local cricket, football and hockey events news
(3)

এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি সাইফ হাসান
26/09/2025

এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি সাইফ হাসান

চলতি এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ডানহাতি ওপেনার সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসে খেলেছিলেন ৪৫ বলে ৬১ রান। আর ভারতের বিপক্ষে আবারও ঝলক দেখান তিনি—৫ ছক্কা ও ৩ চারে সাজানো ৫১ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস খেলেন। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে যায়, তবে সাইফের এই ইনিংসেই ভর করেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয় টাইগাররা।

এই ধারাবাহিক ব্যাটিংয়ে ভর করে সাইফ হাসান চলতি এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশের আরেক তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় খেলেছেন ৫ ম্যাচে ১৩৪ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান পঞ্চম।

📋 সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকা (এশিয়া কাপ ২০২৫)

🇮🇳 অভিষেক শর্মা — ৫ ম্যাচ, ২৪৮ রান
🇧🇩 সাইফ হাসান — ৩ ম্যাচ, ১৬০ রান
🇧🇩 সাহেদজাদা ফারহান — ৫ ম্যাচ, ১৫৬ রান
🇱🇰 পাথুম নিশাঙ্কা — ৫ ম্যাচ, ১৫৪ রান
🇧🇩 তাওহীদ হৃদয় — ৫ ম্যাচ, ১৩৪ রান

হাড্ডি কখনো গোস্ত হয়না, খেলার মধ্যে কো দোস্ত হয়না।
20/09/2025

হাড্ডি কখনো গোস্ত হয়না, খেলার মধ্যে কো দোস্ত হয়না।

বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী নাম দুটি মাঝে মাঝে একে অপরের সঙ্গে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়, এম...
13/09/2025

বাংলাদেশের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী নাম দুটি মাঝে মাঝে একে অপরের সঙ্গে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়, এমনটাই মনে করছেন ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সম্প্রতি, তিনি বলেন, আমি জানি না তাদের কতজন মেহেদী হাসান আছে, আমি ট্র্যাক হারিয়ে ফেলেছি।

টনি হেমিংয়ের ছোঁয়ায় নতুন রূপে বগুড়া স্টেডিয়াম 🏟️আসন্ন এনসিএলকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বগুড়া স্টেডিয়...
11/09/2025

টনি হেমিংয়ের ছোঁয়ায় নতুন রূপে বগুড়া স্টেডিয়াম 🏟️

আসন্ন এনসিএলকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বগুড়া স্টেডিয়াম। গত পরশু সরাসরি সেখানে হাজির হয়েছিলেন বিসিবির প্রধান কিউরেটর টনি হেমিং। তার পরামর্শেই মাঠের কাজ এগিয়ে নিচ্ছেন স্থানীয় কর্মীরা।

আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পরই শুরু হয় সংস্কারের কাজ। কয়েক সপ্তাহের ব্যবধানেই বদলে গেছে স্টেডিয়ামের চেহারা। অথচ এর আগে বোর্ডের বড় বড় কর্মকর্তারা এলেও চোখে পড়ার মতো উদ্যোগ ছিল না।

⬛এশিয়া কাপ সুপার ফোরে যাবে বাংলাদেশ, আশাবাদী তামিম ইকবাল 🐅🇧🇩বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলকে আগের তুলনায় অনেক বেশি প্...
11/09/2025

⬛এশিয়া কাপ সুপার ফোরে যাবে বাংলাদেশ, আশাবাদী তামিম ইকবাল 🐅🇧🇩

বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলকে আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক মনে করছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর মতে, ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন যেকোনো দিনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অন্যদিকে নেতৃত্বে ক্রমেই পরিণত হচ্ছেন অধিনায়ক লিটন দাস।

সব মিলিয়ে এশিয়া কাপে সুপার ফোরে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তামিম।

বিশ্বের একমাত্র পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের বিশ্বাস, ফ্র্যাঞ্চাইজি লীগে সুযোগ পেলে আরও ভয়ংকর রূপ নেবেন জাকের আলি।বাংলা...
09/09/2025

বিশ্বের একমাত্র পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের বিশ্বাস, ফ্র্যাঞ্চাইজি লীগে সুযোগ পেলে আরও ভয়ংকর রূপ নেবেন জাকের আলি।

বাংলাদেশে তার প্রিয় ছাত্র জাকেরকে নিয়ে উডের প্রশংসা নতুন কিছু নয়। এবার তিনি জাকেরকে তুলনা দিলেন ইংলিশ পাওয়ার হিটার লিয়াম লিভিংস্টোনের সঙ্গে।

উডের মতে, বর্তমানে জাকেরের যে সামর্থ্য আছে, তা ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার অভিজ্ঞতা পেলে বহুগুণে বেড়ে যাবে। আর সেই সামর্থ্য জাকেরের মধ্যেই রয়েছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি।

ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোনের সঙ্গে জাকের আলীর স্বভাবের মিল দেখছেন জুলিয়ান উড!বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে শক্তি...
08/09/2025

ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোনের সঙ্গে জাকের আলীর স্বভাবের মিল দেখছেন জুলিয়ান উড!

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ার হিটার হিসেবে জাকেরকে আলাদা করে চিহ্নিত করেছেন বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাকেরকে মনে করিয়ে দেয় লিভিংস্টোনকে—কারণ দুজনই ন্যাচারাল হিটার। তাদের নিয়ে আলাদা করে খুব বেশি কাজ করতে হয় না।

🚨 কক্সবাজারে সাগরে ডুবে প্রাণ হারালেন মুশফিকুর রহিমের ভাতিজা৭ সেপ্টেম্বর বিকেলে বন্ধুদের সঙ্গে কক্সবাজারের লাবণী পয়েন্টে...
08/09/2025

🚨 কক্সবাজারে সাগরে ডুবে প্রাণ হারালেন মুশফিকুর রহিমের ভাতিজা

৭ সেপ্টেম্বর বিকেলে বন্ধুদের সঙ্গে কক্সবাজারের লাবণী পয়েন্টে গোসলে নামেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা আহনাফ (১৮)। হঠাৎ সাগরের স্রোতে ভেসে গেলে সিসেইফ লাইফগার্ড সদস্যরা তার দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকেন আহনাফ।

পরদিন সকালেই সমিতি পাড়া পয়েন্টে ভেসে ওঠে তার মরদেহ, যা উদ্ধার করেন স্থানীয়রা।

চন্দ্রগ্রহণ উপভোগ করছি ❤️
07/09/2025

চন্দ্রগ্রহণ উপভোগ করছি ❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BDup24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDup24 News:

Share