
03/08/2025
এলিয়েন ডি ভিলিয়ার্স 🔥❤️
ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লীগে এবি ডি ভিলিয়ার্সের রাজত্ব! 🔥
টি-টোয়েন্টি ক্রিকেটে শাসন কাকে বলে, এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লীগে তা যেন দেখিয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স। ব্যাট হাতে একাই তাণ্ডব চালিয়ে দলকে এনে দিলেন শিরোপা। "মিস্টার ৩৬০" যেন পুরো টুর্নামেন্টকে নিজের ব্যাটিং কারিশমায় রঙিন করে তুলেছিলেন।
📈 তাঁর চোখধাঁধানো পারফরম্যান্স:
🔹 ৫ ম্যাচে ৪২৮ রান
🔹 অবিশ্বাস্য গড়: ২১৪
🔹 বিধ্বংসী স্ট্রাইক রেট: ২২৪
🔹 সেঞ্চুরি: ৩টি
✅ ফিফটি: ১
প্রতিপক্ষের বোলারদের ওপর ছিল তার রীতিমতো ব্যাটিং দখলদারি। প্রথম বল থেকেই শুরু, আর থেমেছেন কেবল ম্যাচ শেষ করে। চার-ছক্কার বৃষ্টিতে প্রতিটি ইনিংস ছিল যেন এক একটি ব্যাটিং মাস্টারক্লাস।