Time Dhaka

Time Dhaka সব খবর জানতে এই পেইজে লাইক ও শেয়ার করে সাথেই থাকুন ৷
বিস্তারিত: www.timedhaka.blogspot.com

বিশ্ব সম্পর্কে জানতে নিচের পেইজে লাইক দিন। দেশ বিদেশের খবর,জাতীয়,রাজনৈতিক,খেলার খবর,বিশ্ব বিচিত্রা,বিনোদনসহ যে কোন খবর জানতে নিচের লিংকটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন
http://timedhaka.blogspot.com

21/07/2025

ঢাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে পড়েছে ৷

21/07/2025

ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্লাসরুমের উপর বিমান বিধ্বস্ত

17/07/2025

সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লো এনসিপি নেতারা

#সেনাবাহিনী #গোপালগঞ্জ #এনসিপি

সৌদি আরব আল গুড়ীয়ার শহরে  গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে  মোহাম্মদ আবু তাহের নামে একজন একজন প্রবাসীর মৃ/ত্যু হয়।    ( ইন্ন...
17/07/2025

সৌদি আরব আল গুড়ীয়ার শহরে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আবু তাহের নামে একজন একজন প্রবাসীর মৃ/ত্যু হয়।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মরদেহ স্থানিয় Al qurrayat hospital এ আছে। তবে তার কোন আত্মীয়-স্বজন কারোর কোন সন্ধান পাচ্ছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। আত্মীয়-স্বজনের এবং তার কোন পারিবারিক নাম্বার কোন সংগ্রহ করতে পারছেনা বলে আজ দুদিন তার মরদেহ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। যদি সৌদি আরবে তার কোন আত্মীয় থেকে থাকেন কিংবা তাকে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই তার পরিবারকে জানাবেন এবং হাসপাতালে যোগাযোগ করবেন। ধন্যবাদ

কাঁচা সবজি খাওয়া মনিরুলের এই এপিসোড দেখে চোখের পানি সংবরণ করা প্রায় অসম্ভব। মন ভেঙে গেলো। ভিডিওর শেষে মনিরুলকে কাচা সবজি...
17/07/2025

কাঁচা সবজি খাওয়া মনিরুলের এই এপিসোড দেখে চোখের পানি সংবরণ করা প্রায় অসম্ভব। মন ভেঙে গেলো। ভিডিওর শেষে মনিরুলকে কাচা সবজি খেতে দেখে চোখের বাধ ভেঙে গেলো। জীবন নিয়ে আর কি অভিযোগ থাকতে পারে আমাদের। ব্যাক্তিগত কত ধরনের প্রমোশনাল প্রপোজাল আসে কিন্তু করিনা। আজকে বলতে পারেন এটা একটা প্রমোশন। ওর চ্যানেলটা আগ্রহ নিয়েই আমি সাবস্ক্রাইব করলাম। মন থেকেই চাই মনিরুল জীবনে অনেক বড় হোক এবং মনিরুলের মেয়েকে নিয়ে পুরন হোক ওর অধরা স্বপ্নগুলো। মন থেকে বিশ্বাস করি এই চেয়ারে বসেই মনির তার সফলতার গল্প শোনাবে। 💔😥🫶

13/07/2025

"আমার বাবাকে নিষ্ঠুরভাবে পাথর দিয়ে মারছে, আমাদের এতিম বানায় দিল"

13/07/2025

কথাগুলো কলিজায় লাগছে 😥
আহারে! প্রবাসী😪

একজন মসজিদের ইমামের সাথে আপনারা যা করলেন, এটার জবাব আল্লাহর কাছে কি দিবেন....??তখন আপনার আকীদা কোথায় থাকবে...?? ঘটনাস্থল...
13/07/2025

একজন মসজিদের ইমামের সাথে আপনারা যা করলেন, এটার জবাব আল্লাহর কাছে কি দিবেন....??
তখন আপনার আকীদা কোথায় থাকবে...??
ঘটনাস্থলঃ চাঁদপুর

“আজ চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি মসজিদে, নামাজের মাঝেই একটি ব্যক্তি চাপাতি নিয়ে খতিব মাওলানা নূরুর রহমান মাদানীকে আঘাত করেছে— এতে তার কানে সেলাই পড়েছে এবং তিনি গুরুতর আহত। মসজিদে এমন নৃশংসতা অনভিপ্রেত।
📌 আমি দাবি করছি:

1. হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

2. মসজিদে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

3. আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি এমন আঘাত যেন আর কেউ হতে না পারে—সেই বার্তা নিয়ে বিচার নিশ্চিত হোক।

ইমাম সাহেবের দ্রুত আরোগ্য কামনা করছি, আর আইন-শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ব্যবস্থা নেয়, তার জন্য দোয়া ও অভিনব সমর্থন চাই।”

ঘুমের মধ্যে মারা গেছে এই প্রবাসী ভাই কেউ বুঝতে পারেনি ৷ তার পরিবারের কেউ খবর পাইনি,বাড়ি কিশোরগঞ্জ কেউ যদি চিনে থাকেন তাহ...
07/07/2025

ঘুমের মধ্যে মারা গেছে এই প্রবাসী ভাই কেউ বুঝতে পারেনি ৷
তার পরিবারের কেউ খবর পাইনি,বাড়ি কিশোরগঞ্জ কেউ যদি চিনে থাকেন তাহলে বলবেন খোঁজ নিতে 🥲🥲 সৌদি আরবের ঘটনা।।।

আল্লাহ তাকে জান্নাত বাসি করুক আমিন।

লন্ডন, ১৩ জুন, ২০২৫: আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ...
13/06/2025

লন্ডন, ১৩ জুন, ২০২৫: আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।

Address

Dhanmondi
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Time Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Time Dhaka:

Share