গল্পের শেষ পাতা।।Golper Shes Pata।।

গল্পের শেষ পাতা।।Golper Shes Pata।। জীবনের মানে শুধু সফল হওয়া নয়, বরং নিজের ছোট ছোট খুশির মুহূর্তগুলো উপভোগ করা। কারণ, এই মুহূর্তগুলোই একদিন জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে।
(1)

08/06/2025
03/05/2025

একজন লোককে একটি মাছ দিন এবং আপনি তাকে একদিনের জন্য খাওয়ান; আর একজন মানুষকে মাছ ধরতে শেখান এবং আপনি তাকে সারাজীবন খাওয়াবেন।

- মাইমোনাইডস

03/05/2025

🌑এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদেরজন্যই পৃথিবী ধ্বংস হবে🌒

-আইনস্টাইন

03/05/2025

মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।

02/05/2025

“আমরা ভবিষ্যৎকে বিশ্বাস করতে
না পারার কারণেই অতীতকে
আঁকড়ে ধরা কঠিন হয়ে যায়।”
— Chuck Palahniuk

22/08/2024

বরিশাল মহানগরের দক্ষিনা রঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির এবার তাদের দুর্গোৎসবের একটা বড় অংশ টাকা বন্যার্তদের জন্য দান করেছে ইসলামি স্কলার আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে।

কিছুদিন আগেই ভারতের গোদি মিডিয়া বাংলাদেশে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা ও গুজব চালিয়েছিলো কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

দিল্লির আধিপত্যের বিরুদ্ধে আমাদের সকলের আওয়াজ জারি রাখতে হবে। দিল্লি ডিমারকেশন থিওরি দিয়ে আমাদেরকে আলাদা করে রাখতে চায় কিন্তু তারা সফল হয়নি আর হবেও না। জাতীয় স্বার্থ রক্ষা ও জাতীয় সংকট নিরসনে আমরা এক ও অভিন্ন।

হাসিব আল ইসলাম
Collected--

😭😭প্রিয় নোয়াখালী,ফেনী, লক্ষীপুর, কুমিল্লা,চাঁদপুর,ব্রাহ্মণবাড়িয়া বাসীরা মিনিট গুলো নিয়ে রাখুন যোগাযোগ করতে পারেন জরুরী স...
21/08/2024

😭😭প্রিয় নোয়াখালী,ফেনী, লক্ষীপুর, কুমিল্লা,চাঁদপুর,ব্রাহ্মণবাড়িয়া বাসীরা মিনিট গুলো নিয়ে রাখুন যোগাযোগ করতে পারেন জরুরী সময়।😭😭

অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিবেন যারা—প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা:১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজর...
08/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিবেন যারা—

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম (সমন্বয়ক)
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (সমন্বয়ক)
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম

Address

Noakhali
Dhaka
3508

Alerts

Be the first to know and let us send you an email when গল্পের শেষ পাতা।।Golper Shes Pata।। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্পের শেষ পাতা।।Golper Shes Pata।।:

Share

Category