Cdnews24.com

║████║░░║████║████╠═══╦═════╗ ╚╗██╔╝░░╚╗██╔╩╗██╠╝███║█████║ ░║██║░░░░║██║╔╝██║███╔╣██══╦╝ ░║██║╔══╗║██║║██████═╣║████║ ╔╝██╚╝██╠╝██╚╬═██║███╚╣██══╩╗ ║███████║████║████║███║█████ THIS PAGE

কেউ লোটে লাখ টাকা, কেউ লোটে পাঁচশরাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিম...
22/07/2025

কেউ লোটে লাখ টাকা, কেউ লোটে পাঁচশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানটির পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।

এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে আসে। শোকের ছায়া নামে বিনোদন অঙ্গনেও। তারকাদের একের পর এক শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। শোক জানিয়েছেন গায়িকা ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। সেই সঙ্গে দেশের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙুলটা ওঠানো জরুরি নয়? রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসল ১০০ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগল এক হাজার! প্রাইভেটকার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেল নির্ধিদ্বায়! তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার? এটা তো বরং আমি বলব এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতাশূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!’

পারশা আরও বলেন, ‘বেশিদূর যেতে হবে না। গেল বন্যার কথা মনে আছে? সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিল ১,০০০–১,৫০০ টাকা! মাঝে মাঝে ৫০,০০০–১,০০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে তারা। ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধ-বণিতা শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরিহিত কেউ কি বাদ গিয়েছিলেন সব লুটে নিয়ে যেতে? ৫ আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকে কি ছাড় দিয়েছিলেন আপনারা?’

এ দেশে দুর্নীতির কোনো পরিবর্তন হয় না উল্লেখ করে পারশা বলেন, ‘এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি! মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লোটে লাখ টাকা, কেউ লোটে পাঁচশ!’

এর আগে সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ জনে।

আবারও ব্যর্থ নাঈম শেখ, ফিরলেন সবার আগেইদীর্ঘ বিরতির পর নাঈম শেখ ফিরেছেন জাতীয় দলে। তবে ফিরে খুব বড় কিছু করতে পারছেন না। ...
22/07/2025

আবারও ব্যর্থ নাঈম শেখ, ফিরলেন সবার আগেই

দীর্ঘ বিরতির পর নাঈম শেখ ফিরেছেন জাতীয় দলে। তবে ফিরে খুব বড় কিছু করতে পারছেন না। শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি এবার ফিরে গেছেন সাজঘরে।

প্রায় তিন বছর পর দলে ফিরেছিলেন শ্রীলঙ্কা সফরে। তবে সে ম্যাচে তিনি অপরাজিত ৩২ রান করেন ২৯ বল খেলে। এরপরই তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর এবার তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে তাকে ফেরানো হয় ওপেনিং জুটিতে।

তবে এই ভূমিকাতেও ব্যর্থ হলেন তিনি। ৭ বল খেলে ৩ রান করেছেন। শেষে তিনি ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে মোহাম্মদ হারিসের হাতে। তাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ তাদের প্রথম উইকেট খুইয়ে বসে মোটে ৫ রান তুলতেই।

প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়ের দুয়ারে আছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে লিটন দাসের দল।

পাকিস্তানের পরিস্থিতিটা পুরোপুরি উল্টো। প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের দুয়ারে আছে সফরকারীরা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ম্যাচ জেতা ছাড়া উপায় নেই তাদের।

হাসপাতালে ভর্তি পরীমনি বললেন ‘আমার আগুনের ট্রমা আছে’রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্ব...
22/07/2025

হাসপাতালে ভর্তি পরীমনি বললেন ‘আমার আগুনের ট্রমা আছে’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। স্বাধীনতার পরে এমন মর্মান্তিক কোনো বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি দেশের মানুষ।

সোমবার দুপুরে এই দুর্ঘটনার পরে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। এই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।

মর্মান্তিক এই ঘটনা সারা দেশে শোকের মাতম সৃষ্টি করেছে। অনেকেই কোমলমতি এই শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন।

তাদেরই একজন চিত্রনায়িকা পরীমনি। সোমবার উত্তরায় বিমান দুর্ঘটনার পরে প্যানিক অ্যাটাকের শিকার তিনি। রাতেই তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসেই বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

যেখানে তিনি জানান, আগে থেকেই আগুনের প্রতি এক ধরণের ভয় রয়েছে তার। কিন্তু উত্তরার ঘটনা এতটাই প্রভাবিত করেছে, শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হয়েছে।

পরী তার স্ট্যাটাসে লেখেন, আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই।

পরী লেখেন, সোমবারের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……!

পরীমনির অসুস্থতার খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তার ভক্তরাও। অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের মা। তাই ভক্ত-সহকর্মীরাও তার সুস্থতা কামনা করেছেন।

চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টাসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ...
22/07/2025

চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ মাহমুদ এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা অনুপ্রাণিত করবে।

ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সোমবার ম্যাচের আট মিনিটে প্রথম গোল করেন সাগরিকা। আগের তিন ম্যাচ খেলতে না পারার শোধই যেন নিলেন নেপালের বিপক্ষে। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। মিনিটসাতেক পর সতীর্থের কাছ থেকে লং পাসে বল পেয়ে সামনে এগিয়ে যান সাগরিকা। গোলকিপার সুজাতাও এগিয়ে আসেন। কিন্তু গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান বুদ্ধিদীপ্ত সাগরিকা (৩-০)।

সেই সঙ্গে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকও পূর্ণ করেন। ৭১ মিনিটে সাগরিকার আরেকটি গোল বাতিল হয় অফসাইডে। ৭৭ মিনিটেও ফের সাগরিকাঝলক। মুনকি আক্তারের ক্রসে পাওয়া বল নিয়ে অসাধারণ এক শটে গোল করেন তিনি (৪-০)। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা।

শাহরুখকে জেল থেকে ছাড়িয়েছিলেন চাক্কিবিশিষ্ট সার্জেন শরদ পান্ডের ছেলে এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই হলেন চিক্কি পান্ডে...
22/07/2025

শাহরুখকে জেল থেকে ছাড়িয়েছিলেন চাক্কি

বিশিষ্ট সার্জেন শরদ পান্ডের ছেলে এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই হলেন চিক্কি পান্ডে। ৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকের শুরুর দিকে যখন চাঙ্কি হিন্দি চলচ্চিত্র জগতের একজন অন্যতম তারকা হয়ে ওঠেন, ঠিক তখন চিক্কি হয়ে ওঠেন একজন বিশিষ্ট শিল্পপতি।

তিনি ছিলেন স্টিল কনজিউমার কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের টেলিফোন উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন।

চিক্কি হলেন অক্ষরা ফাউন্ডেশন অব আর্টস অ্যান্ড লার্নিংয়ের প্রতিষ্ঠাতা। এটি একটি অলাভজনক সংস্থা, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য কাজ করে থাকে। তবে এখানেই শেষ নয়, বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন চিক্কি পান্ডে। তিনি সোহেল খানের খুব ভালো বন্ধু। সেই সঙ্গে শাহরুখ খানেরও ভীষণ ঘনিষ্ঠ বন্ধু হলেন এই চিক্কি।

সে কারণে খান পরিবারের খুব কাছের ঘনিষ্ঠ মানুষ চিক্কি। চিক্কির স্ত্রী ডিন পান্ডে একজন লাইফ স্টাইল কোচ, যার ক্লায়েন্ট তালিকায় রয়েছেন সালমান খান, প্রীতি জিনতা, লারা দত্ত, বিপাশা বসু প্রমুখ।

১৯৯৪ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার কারণে যখন বলিউড বাদশাহ শাহরুখকে গ্রেফতার করা হয়েছিল, তখন তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন চিক্কি পান্ডে। সঙ্গে ছিলেন অন্যতম অভিনেতা নানা পটেকার। চিক্কির ছেলে আহানও শাহরুখের ছেলে আরিয়ান খানের ভীষণ ভালো বন্ধু।

২০০৮ সালে শাহরুখ খান ও সালমানের ঝগড়ার পর তাদের মধ্যে সমস্যা মিটমাট করার অন্যতম কাণ্ডারি ছিলেন এই চিক্কি পান্ডে। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনকে পাশাপাশি বসিয়ে কথা বলান তিনি। এর পর শাহরুখ ও সালমানের মধ্যে সব দূরত্ব মিটে যায়। তবে এত কিছুর পরও সামাজিক মাধ্যমে একেবারেই দেখা যায় না আহান পান্ডের বাবাকে। নিজেকে সবসময় লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখেন এ অভিনেতা।

শোকের আবহে সন্ধ্যায় নামছে বাংলাদেশমিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দূ...
22/07/2025

শোকের আবহে সন্ধ্যায় নামছে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব মাত্র কয়েক মাইল। আগেরদিন পাকিস্তানকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারানোর পর এই স্কুলের বাচ্চাগুলোর অনেকেই উল্লাস করেছে।

প্রথম টি-টোয়েন্টি জেতার আনন্দ থেমে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনায়। মর্মান্তিক দুর্ঘটনার পর অনেক ক্রিকেটার বাড়িতে নিজের বাচ্চাদের খোঁজ নিতে শুরু করেন।

ক্রিকেটাররা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

শোকের আবহে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিকরা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজ জিতলে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি উৎসর্গ করবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

রোববার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে ২৭ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

আজ কালো ব্যাজ পরে বাংলাদেশ দল মাঠে নামবে। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
একদিনের ব্যবধানে আরেকটি ম্যাচ। দুদলই সোমবার অনুশীলন করেনি। আজ কালো ব্যাজ পরে বাংলাদেশ দল মাঠে নামবে। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ হারের পর পাকিস্তান সফরে হেরেছিল বাংলাদেশ। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের পর দেশে ফিরে দাপট ধরে রেখেছেন লিটনরা। এবার বাংলাদেশের সামনে টানা দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি।

শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে লিটন বলেন, ‘শ্রীলংকা থেকে আমাদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজটা খুব ভালো খেলে এসেছি। সবাই আত্মবিশ্বাসী। চেষ্টা করছি আত্মবিশ্বাস ধরে রাখার।’

‘বিমান বিধ্বস্তের সময় আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারি হয়ে ওঠে’রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ...
22/07/2025

‘বিমান বিধ্বস্তের সময় আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারি হয়ে ওঠে’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সারা দেশে শোকের ছাড়া নেমে এসেছে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক পোস্ট দিয়েছেন। তা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ রাব্বুল আলামীন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারি হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতোপূর্বে ঘটেনি।

কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক-এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটতে পারে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে ২৫ শিক্ষার্থীসহ ২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন মানুষ।

আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দেবে জামায়াতরাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান ব...
22/07/2025

আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। সময়ের সঙ্গে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যাও। এ দুর্ঘটনায় আহেতের সংখ্যা দেড় শতাধিকের বেশি। এসব আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দিকে দলটির আমীর ডা. শফিকুর রহমান নিজের ভেরিয়ায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

ওই পোস্টে তিনি লেখেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন, আমিন।’

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা আজ (২২ জুলাই) দুপুর পর্যন্ত ৩১ জন দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১৬৫ জন।

এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০। ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১। ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২।

উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১।

উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত একজন, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আহত দুজন, নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত তিনজন এবং সেখানে কোনো নিহত নেই।

শিশুরা জানতেও পারেনি সেটাই তাদের জীবনের শেষ দিন: বাঁধনরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘ...
22/07/2025

শিশুরা জানতেও পারেনি সেটাই তাদের জীবনের শেষ দিন: বাঁধন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত সারা দেশ। স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর উত্তরার এই ঘটনা বেশ বাজেভাবে প্রভাব ফেলেছে। কারণ দুর্ঘটনার সেই এলাকার পাশেই বসবাস তার। এমনকি মেয়েকে নিয়ে সেই রাস্তা ব্যবহার করেই যাতায়াত করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে বাঁধন লিখেছেন, উত্তরার এই ঘটনা খুব ব্যক্তিগতভাবে নিয়েছি। সেই রাস্তা দিয়ে আমি প্রতিদিন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই। তার স্কুল ঐ প্রতিষ্ঠানের খুব কাছেই। সৌভাগ্যবশত, এখন তাদের গ্রীষ্মকালীন ছুটি চলছে। কিন্তু এই ঘটনা আমাকে এতটাই মানসিকভাবে আঘাত করেছে যে, আমি আসলে কী অনুভব করছি তা সম্পূর্ণভাবে প্রকাশও করতে পারছি না।

তিনি লেখেন, আমি যখন দূর থেকে দেখেই এতটা ভেঙে পড়েছি, তখন যারা সরাসরি এই ঘটনার শিকার হয়েছেন, তাদের এবং তাদের বাবা-মায়ের যন্ত্রণা কতটা গভীর, তা আমি কল্পনাও করতে পারছি না। এই মর্মান্তিক ট্র্যাজেডির ভয়াবহতা বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই।

অভিনেত্রীর কথায়, সেই নিষ্পাপ শিশুরা প্রতিদিনের মতোই সকালে স্কুলে গিয়েছিল, তারা জানতেও পারেনি যে সেটাই তাদের জীবনের শেষ দিন হবে। তারা নিরাপদে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মমতায় তাদের জীবন সেদিনই থেমে গেল। যারা বেঁচে গেছে, তাদের জীবনে যে যন্ত্রণা ও ট্রমা থেকে যাবে, তা ভাষায় প্রকাশের ঊর্ধ্বে।

সবশেষ অভিনেত্রী লিখেছেন, আল্লাহ নিহতদের শান্তি ও আরাম দান করুন, এবং তাদের পরিবারের সদস্যদের এই অসহনীয় শোক সইবার শক্তি দান করুন। জীবন কতটা অনিশ্চিত, এই ঘটনা আমাকে সবচেয়ে বেদনাদায়কভাবে তা মনে করিয়ে দিয়েছে।

আল্লাহ তার রহমত বর্ষণ করুন এবং মৃত আত্মাদের জান্নাত নসীব করুন। আহত ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ও তাদের পরিবারকে আরোগ্য ও সান্ত্বনা দান করুন।

সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টিসিরিজে ভালো শুরু পায়নি পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের পর ধুঁকেছ...
22/07/2025

সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি

সিরিজে ভালো শুরু পায়নি পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের পর ধুঁকেছে বোলিংয়েও। মিরপুরে দাপুটে জয়ে তিন টি-টোয়েন্টির সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় পাকিস্তানের সিরিজ বাঁচানোর লড়াই। লিটন দাসের দল আজই নিশ্চিত করতে চায় সিরিজ।

কঠিন সেই কুড়ি কুড়ির লড়াইটি শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসবে সন্ধ্যা ছয়টায়। টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে সরসারি দেখানো হবে ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক দুদলের পরিসংখ্যান, শক্তিমত্তা এবং সেরাদের তথ্য।

মুখোমুখি দেখা— ২৩ ম্যাচ

বাংলাদেশ জয়ী— ৪

পাকিস্তান জয়ী— ১৯

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ ১৯৬/৬, লাহোর ২০২৫

পাকিস্তান ২০৩/৫, করাচি ২০০৮

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ ৮৫/৯, ঢাকা ২০১১

পাকিস্তান ১২৭/৫, ঢাকা ২০২১

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ

সাকিব আল হাসান (৩৬০)

পাকিস্তান

মোহাম্মদ হাফিজ (২৭৭)

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশ

সাকিব (৮৪) পাল্লেকেলে, ২০১২

পাকিস্তান

আহমেদ শেহজাদ (১১১*)

ঢাকা, ২০১৪

সবচেয়ে বেশি ছক্কা

বাংলাদেশ ১০, সাকিব

পাকিস্তান ১৩, শহীদ আফ্রিদি

সর্বোচ্চ জুটি

বাংলাদেশ ১১০

তানজিদ ও পারভেজ

লাহোর, ২০২৫

পাকিস্তান ১৪২, সালমান বাট ও কামরান,

সেন্ট লুসিয়া, ২০১০

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ ৮, তাসকিন আহমেদ

পাকিস্তান ১২, শাদাব খান

সেরা বোলিং

বাংলাদেশ ৩/১০ মাহমুদউল্লাহ,

ঢাকা, ২০২১

পাকিস্তান ৫/৩০, হাসান আলী

লাহোর, ২০২৫

সবচেয়ে বেশি ডিসমিসাল

বাংলাদেশ ১১, মুশফিকুর রহিম

পাকিস্তান ৯, মোহাম্মদ রিজওয়ান

টি-টোয়েন্টি সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে আফগানদের ১০ নম্বরে পাঠিয়ে নয় নম্বরে চলে আসবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০ থেকে বেড়ে ২২৩ হবে। পাকিস্তানের পয়েন্ট ২৩১ থেকে কমে ২২৭ হলেও দলটি আটেই থাকবে। বাংলাদেশ সিরিজ হারলেও কোনো সমস্যা নেই। আগের মতো র‌্যাংকিংয়ে ১০ নম্বরেই থাকবে।

নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিদের হাসপাতালে যেতে বললেন শাকিব খান ও চমকরাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড...
22/07/2025

নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিদের হাসপাতালে যেতে বললেন শাকিব খান ও চমক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা জাতি। সময়ের সঙ্গে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন শতাধিক।

মর্মান্তিক এ ঘটনায় শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারকারাও। দ্রুত হাসপাতালে রক্তদাতাদের যেতে বলছেন অনেকে। তাদের মধ্যে দুজন চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে হাসপাতালে যেতে বলেছেন তারা।

সোমবার (২১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন শাকিব খান। ওই পোস্টে তিনি লেখেন, ‘রাজধানীর উত্তরায় আজকের হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে। তারা অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী বিভিন্ন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এ মুহূর্তে তাদের রক্তের প্রয়োজন। বিশেষ করে যারা নেগেটিভ ব্লাড গ্রুপের তারা নিচের হাসপাতালগুলোতে দ্রুত চলে আসুন। আপনার একটু সহানুভূতি পেলে রক্ষা পেতে তাদের জীবন!’

ওই পোস্টে থাকা হাসপাতালগুলোর নাম হলো, ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ও মনসুর আলী মেডিকেল কলেজ।

শাকিব খানের পোস্টে আরও লেখা ছিল, ‘এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই। যারা আহত হয়েছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। এমন ভয়ানক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এই কামনা করি, আমিন।’

একই দিন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘আজ রক্তের কোনো প্রয়োজন নেই। রক্তের প্রয়োজন হলে, যারা নাম্বার দিয়ে গেছেন তাদের কল করা হবে। আমরা গিয়েছিলাম, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। আপনারা অনেক মানুষ এসেছেন রক্ত দিতে। অনেক কৃতজ্ঞতা। এখানে পজিটিভ গ্রুপের রক্ত পর্যাপ্ত পাওয়া গেছে। কিন্তু, নেগেটিভ গ্রুপের রক্ত ওইভাবে পাওয়া যায়নি। তাই যারা নেগেটিভ ব্লাড গ্রুপেররা চলে আসুন। এখন যাদের রক্ত নেওয়া হয়নি, তারা তাদের ফোন নাম্বার দিয়ে যাবেন।প্রয়োজনে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে।’

ডসনকে রেখেই ভারতের বিপক্ষে নামবে ইংল্যান্ডম্যানচেস্টার টেস্টের ১৪ জনের নাম আগেই জানিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে বাদ পড়েছ...
22/07/2025

ডসনকে রেখেই ভারতের বিপক্ষে নামবে ইংল্যান্ড

ম্যানচেস্টার টেস্টের ১৪ জনের নাম আগেই জানিয়েছিল ইংল্যান্ড। সেখান থেকে বাদ পড়েছেন তিনজন। সোমবার লিয়াম ডসনকে রেখেই ভারতের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ৮ বছর পর এই টেস্ট দিয়েই প্রত্যাবর্তন হবে ডসনের।

লর্ডস টেস্টের শেষদিনে নায়ক বনে যাওয়া শোয়েব বশির ছিটকে গেছেন। তার জায়গায় দলে ঢুকেছিলেন ডসন। বাঁহাতি স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ করেন। বেন স্টোকসের দল তাই ডসনের ওপরই ভরসা রাখছেন। ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট দল থেকে ওই একটি জায়গায়ই পরিবর্তন।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে শেষবার খেলেছিলেন ডসন। ৮ বছর পর আবার ইংল্যান্ডের জাতীয় দলে। ইংলিশদের নির্বাচক লুক রাইট বলেন, ‘ডসন দলে সুযোগ পাওয়ার যোগ্য। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও হ্যাম্পশায়ারের হয়ে দুর্দান্ত খেলেছে। তাই ওকে সুযোগ দেওয়া হয়েছে।’

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে স্টোকসের দল। ম্যানচেস্টারে ২৩ জুলাই শুরু হওয়া টেস্টটি ভারতের কাছে বিশেষ কিছু। লর্ডসের মতো এই টেস্টে হার দেখলে শুবমান গিলদের ট্রফি খোয়াতে হবে। ২৩ তারিখ শুরু হওয়া টেস্টে কাদের নিয়ে খেলবে ভারত, তা এখনও জানায়নি।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Cdnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cdnews24.com:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share