মিস্টার ফাহিম

মিস্টার ফাহিম 🖤🌸Assalamualaikum🌸🖤
✦✦Welcome To Our page✦✦
☠️🖤 friends of brother🖤☠️

চিরস্মরণীয়, চিরভাসমান।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের,স্বর্ণযুগের সূর্যসন্তান☀️🌴🏏ওয়েস্ট ইন্ডিজের মাঠে যখন ঝড় উঠতো,না ছিল সে ...
24/07/2025

চিরস্মরণীয়, চিরভাসমান।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের,স্বর্ণযুগের সূর্যসন্তান☀️🌴🏏

ওয়েস্ট ইন্ডিজের মাঠে যখন ঝড় উঠতো,
না ছিল সে বৃষ্টির, না ছিল সে বাতাসের।
ছিল তা একদল যোদ্ধার তাণ্ডব,
পাঁচ তারা, পাঁচ রত্ন—
ব্রাভো, রাসেল, পোলার্ড, গেইল, আর নারায়ণ।

তারা ছিল মাঠের রাজপুত্র,
চোখে আগুন, বুকে সাহস।
সুরের মতো বাঁধা ছিল তাদের ব্যাটিং—
গেইল হাঁকালেই বল হারিয়ে যেতো ছাদে,
রাসেল নামলেই বলের হাড়গোড় ভেঙে যেতো কাঁপে কাঁপে।

ডোয়াইন ব্রাভোর হাতে ছিল সুর আর সুইং,
যেন ক্যারিবিয়ান সংগীতের তালেই নাচতো ব্যাটসম্যানের ভয়।
সুনীল নারায়ণ—স্পিনের জাদুকর,
এক ডেলিভারিতে চার রহস্য,
বুঝে উঠতে না উঠতেই স্ট্যাম্প ছিন্নভিন্ন।

পোলার্ড নামের পাথরও যখন ব্যাট ধরতো,
বোলাররা খুঁজতো অদৃশ্য ঢাল।
তার ছক্কায় আকাশে লেখা হতো আগুনের চিহ্ন—
"এটা আমাদের সময়"।

এরা ছিল না শুধু খেলোয়াড়,
ছিলো একেকজন গল্প, কিংবদন্তির চরিত্র।
তাদের ব্যাটে-বলে লিখা হতো ঐতিহাসিক পদ্য,
যার ভাষা ছিল "আগ্রাসন", ছন্দ ছিল "উল্লাস"।

আজ তারা বিদায় নেয়,
মাঠ ছাড়ে ধীর পায়ে—
কিন্তু তাদের পায়ের ছাপ রয়ে যায় উইকেটের ধুলোয়,
তাদের নাম গেয়ে যায় গ্যালারির বাতাসে....

বাংলাদেশ বনাম শ্রীলংকার সিরিজের শেষ  টি-20 তে আজ মাঠে নামছে বাংলাদেশ একাদশে অনেক পরিবর্তন দরকার, নাইম তানজিদ তামিম লিটন ...
16/07/2025

বাংলাদেশ বনাম শ্রীলংকার সিরিজের শেষ টি-20 তে আজ মাঠে নামছে বাংলাদেশ একাদশে অনেক পরিবর্তন দরকার,
নাইম
তানজিদ তামিম
লিটন
জাকের
শামিম পাটোয়ারী
শেখ মাহাদী
মিরাজ
রিশাদ
সাইফুদ্দীন
শরিফুল
মোস্তাফিজ
এই একাদশ হলে ভালো হবে আশা করি, জয় টা আমাদের দরকার আজকে।🤍

আইসিসি টি-টোয়েন্টি রেংকিংয়ে বাংলাদেশী বোলার-ব্যাটসম্যানদের উন্নতি ⬆️🟢আইসিসি টি-২০ বোলিং রেংকিংয়ে 1️⃣7️⃣ নম্বরে উঠে এস...
16/07/2025

আইসিসি টি-টোয়েন্টি রেংকিংয়ে বাংলাদেশী বোলার-ব্যাটসম্যানদের উন্নতি ⬆️

🟢আইসিসি টি-২০ বোলিং রেংকিংয়ে 1️⃣7️⃣ নম্বরে উঠে এসেছে লেগস্পিনার রিশাদ হোসেন 👏👑🇧🇩

🔴আইসিসি টি-২০ অলরাউন্ডার রেংকিংয়ে 3️⃣8️⃣ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজ 👏🇧🇩

➡️আইসিসি টি-২০ বোলিং রেংকিংয়ে 5️⃣7️⃣ নম্বরে উঠে এসেছে শরিফুল ইসলাম।

➡️আইসিসি টি-২০ ব্যাটিং রেংকিংয়ে 4️⃣5️⃣ নম্বরে উঠে এসেছে কাপ্তান লিটন দাস 👏

➡️আইসিসি টি-২০ ব্যাটিং রেংকিংয়ে 4️⃣1️⃣ নম্বরে উঠে এসেছে স্টারবয় তাওহীদ হৃদয় 👏🇧🇩

গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা খেলেছে ২টি ম্য...
15/07/2025

গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা খেলেছে ২টি ম্যাচ, দুটিতেই পেয়েছে জয়। প্রথম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়েছে ৮ রানে, এরপর দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সকে ১ রানে হারিয়ে টানটান উত্তেজনার ম্যাচে জয় নিশ্চিত করে তারা।

তবে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গায়ানা আমাজন। তারা ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে, রান রেট +১.৯১৭। রংপুর রাইডার্সও সমান ৪ পয়েন্টে, তবে রান রেট +০.২২৫৫ হওয়ায় অবস্থান করছে টেবিলের ২য় স্থানে।

অন্যদিকে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দুবাই ক্যাপিটালস প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে হারিয়ে শুরুটা ভালো করলেও এরপর টানা দুই ম্যাচে হেরে বসে। ফলে ৩ ম্যাচে ১ জয়ে তাদের পয়েন্ট ২, অবস্থান করছে চতুর্থ স্থানে।

বুধবার সোহান-সৌম্যদের দুর্দান্ত ফর্মে থাকা রংপুরের মুখোমুখি এবার সাকিবদের দুবাই ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ক্যাপিটালসের জন্য।

পরবর্তী হাইভোল্টেজ ম্যাচ:
📅 বুধবার, ১৬ জুলাই
🕗 রাত ৮টা
⚔️ রংপুর রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস

রাজার যেন রাজকীয় প্রত্যাবর্তন!  ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত রাজকীয় ইনিংস, এরপর বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৩ রানে ৪ উইক...
10/07/2025

রাজার যেন রাজকীয় প্রত্যাবর্তন!
৩৭ বলে ৫৮ রানের অপরাজিত রাজকীয় ইনিংস, এরপর বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৩ রানে ৪ উইকেট!

সাকিব আল হাসান নামটাই এমন। মাঠে পারফর্ম করে মুখ বন্ধ করে দেয় সমালোচকদের। যারা তাকে শেষ করে দিতে চেয়েছিল, তারা আজ থমকে তাকায়। যারা বলেছিল 'শেষ', সাকিব তাদের বলে- শুরু তো এখনো!

বাংলাদেশ ক্রিকেটে সাকিব কোনো একদিনের গল্প না, সে এক জীবন্ত কিংবদন্তি। যাকে ধ্বংস করতে গিয়ে বাংলার ক্রিকেট ধ্বংসের পথে, ভেঙে পড়েছে সবকিছু।

আজকের পারফরম্যান্স কেবল ফর্মে ফেরার গল্প নয়। এটা নীরব প্রতিশোধ, এক বিস্ময়কর আত্মপ্রত্যয়ের পুনর্জাগরণ, আর এক নিষ্ঠুর ব্যবস্থার বিরুদ্ধে সময়ের জবাব।

যমুনায় আর মিরপুরে গুঞ্জন উঠেছে-
"সাকিব ফিরেছে, পা ধরে ক্ষমা চাই!"

Shakib Al Hasan ❤️

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিরেেছেন ওপেনার মো...
04/07/2025

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিরেেছেন ওপেনার মোহাম্মদ নাঈম ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন নাজমুল হোসেন।
টানা ব্যর্থতায় এ বছরের শুরুতে টি–টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নাজমুল। তাঁর জায়গায় আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। টি–টোয়েন্টিতে সর্বশেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া ব্যাটসম্যান নাজমুল এবার স্কোয়াড থেকেও ছিটকে গেলেন। তাঁর সঙ্গে সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই।

তাঁদের জায়গায় নাঈম ও সাইফউদ্দিন ছাড়াও চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আছেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামও।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নামা নাঈম আছেন ওয়ানডে সিরিজের দলেও। গত বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন।
২০২৪ বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টি–টোয়েন্টি সংস্করণে জাতীয় দলে ফেরেন সাইফউদ্দিন। তবে গত বছরই মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজ খেলার পরই আবার ছিটকে যান। এখন আবার জাতীয় দলে ডাক পেলেন এই পেস অলরাউন্ডার।

ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ৬১৮ রান করে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন নাঈম। এবার তাঁকে নেওয়া হয়েছে টি–টোয়েন্টিতে
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান চোটের কারণে সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে ছিলেন না। তাঁদের পাশাপাশি শরীফুল ইসলাম ও নাসুম আহমেদকেও ফেরানো হয়েছে টি–টোয়েন্টি স্কোয়াডে। তাঁরা ছিলেন না ওয়ানডে সংস্করণে।

১০ জুলাই ক্যান্ডিতে প্রথম টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ জুলাই দ্বিতীয় ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুটি টি–টোয়েন্টি। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে হারের পর প্রথম ওয়ানডেতেও লঙ্কানদের কাছে হেরেছে বাংলাদেশ।

জীবন কতটা অনিশ্চিত দেখেন!পর্তুগাল আর লিভারপুলের এই প্লেয়ার টা সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গেছে। দুই মাস আগে লিভারপুলের...
03/07/2025

জীবন কতটা অনিশ্চিত দেখেন!

পর্তুগাল আর লিভারপুলের এই প্লেয়ার টা সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গেছে।
দুই মাস আগে লিভারপুলের হয়ে শিরোপা জিতেছিলো, এক মাস আগে পর্তুগালের হয়ে শিরোপা জিতেছিলো।
দুই সপ্তাহ আগে তার বিয়ে হয়েছিলো আর আজকে সে দুনিয়াতেই নাই!
"Diogo Jota" (1996-2025).

আজ এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে রংপুর রাইডার্সের ম্যাচ জার্সি ও প্র্যাকটিস জার্সি আনুষ্ঠা...
29/06/2025

আজ এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে রংপুর রাইডার্সের ম্যাচ জার্সি ও প্র্যাকটিস জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। নতুন জার্সিতে যেমন আধুনিকতার ছাপ, তেমনি রয়েছে এক নতুন আত্মবিশ্বাসের বার্তা। মাঠের পারফরম্যান্সের মতোই জার্সির ডিজাইনেও ফুটে উঠেছে পেশাদারিত্বের ছাপ। রংপুর রাইডার্সের পাশে দাঁড়িয়েছে শক্তিশালী ও নামকরা স্পন্সররা, যাদের মধ্যে উল্লেখযোগ্য:

✈️ টার্কিশ এয়ারলাইন্স — বিশ্বব্যাপী কানেক্টিভিটির প্রতীক

🌱 RAW Nation — ফ্যাশন, স্টাইল এবং তরুণদের জন্য আধুনিক পোশাকের অঙ্গীকার

📰 ডেইলি সান — দেশের শীর্ষ সংবাদমাধ্যম

🏏 বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) — ক্রিকেটের আস্থার অন্য নাম

🌟 LG, ACE, বসুন্ধরা গ্রুপ, ইস্ট হরাইজন গ্রুপ — সকলের সম্মিলিত সমর্থন রাইডার্সকে করেছে আরও দৃঢ়।

প্রেস মিটে ছিল সাংবাদিকদের তুমুল আগ্রহ, মাইকের সারি, ক্যামেরার ঝলকানি, আর দর্শকদের উচ্ছ্বাস। দলের কর্মকর্তারা, খেলোয়াড়রা ও স্পন্সরদের প্রতিনিধিরা একসাথে মঞ্চে দাঁড়িয়ে তুলে ধরেছেন এই নতুন অধ্যায়ের সূচনা। মাঠের লড়াইয়ে নামার আগে রাইডার্স পরিবার সমর্থকদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার করছে।

রংপুর রাইডার্সের এই নতুন পরিচিতি কেবল জার্সিতে সীমাবদ্ধ নয়, বরং মাঠে প্রতিটি শটে, প্রতিটি জয়ে তার প্রতিফলন দেখা যাবে—
এমনটাই প্রত্যাশা সকলের

🚨 ঐতিহাসিক রেকর্ড!! 🇧🇷🤍আজকের গোলের মাধ্যমে, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১০৫টি অফিসিয়াল গোল করেছেন, ক...
27/06/2025

🚨 ঐতিহাসিক রেকর্ড!! 🇧🇷🤍
আজকের গোলের মাধ্যমে, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১০৫টি অফিসিয়াল গোল করেছেন, ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার হয়ে উঠেছেন, হোয়াইট হাউসে রোনালদো নাজারিওর (১০৪) সংখ্যাটি ছাড়িয়ে গেছেন।

অভিনন্দন, ভিনি। 🇧🇷🏆

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২।রেক্স ক্লেমেন্ত সরাসরিই বলে দিলেন, ‘বাংলাদেশ ভুল ক...
26/06/2025

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭। শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২।

রেক্স ক্লেমেন্ত সরাসরিই বলে দিলেন, ‘বাংলাদেশ ভুল করেছে।’ প্রেসবক্সে মধ্যাহ্নভোজের টেবিলে বসে করা তাঁর মন্তব্য কান খাঁড়া করল। নির্দিষ্ট করে কোনটাকে ভুল বলছেন দীর্ঘদিন ধরে মাঠে থেকে ক্রিকেট কাভার করা স্থানীয় এই সাংবাদিক? ভুল তো অনেক!
টসে জিতে ব্যাটিং নিয়ে টেস্টের প্রথম দিনে বাংলাদেশের একের পর এক উইকেট দিয়ে আসা ভুলভাল খেলেই তো! নাকি টসে জিতে ব্যাটিং নেওয়াটাই ভুল হয়েছে বাংলাদেশের? রেক্স শুধরে দিলেন, ‘না, এই উইকেটে আগে ব্যাটিং নেওয়া ঠিক আছে। ভুলটা হলো প্রথম দিনেই বাংলাদেশ নিজেদের ইনিংসটা প্রায় শেষ করে দিল। তাদের উচিত ছিল কালকের দিনটা পার করে দিয়ে আজ রানের জন্য যাওয়া। এখানে দ্বিতীয়, তৃতীয় দিনে ব্যাটিং করা সহজ। পরের দুই দিন আবার এত সহজ নাও হতে পারে।’

লাঞ্চের ওই সময়ে শ্রীলঙ্কার রান বিনা উইকেটে ৮৩। বাংলাদেশের বোলারদের তেমন কোনো প্রতিরোধের মুখে না পড়ে ২১ ওভারেই তা করে ফেলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। এর আগে সকালে ৭.৩ ওভার খেলে শেষ দুই উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনের ২২০ রানের সঙ্গে যোগ হয় ২৭। ৩৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া তাইজুল ইসলামেরই তাতে অবদান ২৪ রান।
দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশ দলের ৩৩ রানের ২৪–ই তাইজুল ইসলামের।এএফপি
সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) উইকেট নিয়ে রেক্সের মন্তব্যকে সঠিক প্রমাণ করেই দিনের বাকি সময়টা খেলে গেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের একমাত্র অর্জন হয়ে দাঁড়াচ্ছিল উদারাকে ৪০ রানের মাথায় তাইজুলের বোল্ড করা। শেষ বেলায় সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতে নাঈম হাসানের বলে দিনেশ চান্ডিমালের কট বিহাইন্ড হতাশা কিছুটা হলেও কমিয়েছে। দ্রুত রান তুলতে গিয়ে নাঈম হাসানকে রিভার্স সুইপ করে চান্ডিমাল ক্যাচ দেন উইকেট কিপার লিটন দাসের হাতে।

বাংলাদেশের বোলারদের কাজ অবশ্য এখনো অনেকটাই বাকি রেখে দিয়েছেন নিশাঙ্কা। গলে ১৮৭ রানের ইনিংস খেলে আসা এই ওপেনার কলম্বোতে ডাবল সেঞ্চুরির অতৃপ্তি দূর করতে এগোচ্ছেন। দিন শেষে অপরাজিত ২৩৮ বলে ১৮ বাউন্ডারিতে ১৪৬ রান নিয়ে। উদারার সঙ্গে ৮৮ রানের ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে চান্ডিমালের সঙ্গে গড়েন ১৯৪ রানের জুটি, ৫ রান নিয়ে নিশাঙ্কার সঙ্গী নাইট ওয়াচম্যান প্রবাত জয়াসুরিয়া।
কলম্বো টেস্টের প্রথম দুই দিনে কিছুটা হলেও ফিরে আসছে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ঐতিহাসিক টেস্টের স্মৃতি। সেই ম্যাচে তৃতীয় উইকেটে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার ৬২৪ রানের জুটি টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় জুটির রেকর্ড। তাঁদের সৌজন্যেই সেবার টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৭৫৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা।

অতীতের প্রসঙ্গ যখন এসেই পড়ল, একটু বিস্তারিতই বলা যাক। তাতে বাংলাদেশ-শ্রীলঙ্কা চলতি কলম্বো টেস্টের ভবিষ্যৎ সম্পর্কেও একটা ধারণা মিলতে পারে। এই টেস্টের সঙ্গে কিছু মিলও বোধ হয় পাওয়া যাবে সেই টেস্টের।
পাথুম নিশাঙ্কা–দিনেশ চান্ডিমালের দ্বিতীয় উইকেট জুটি যোগ করে ১৯৪ রান।এএফপি
সেবারও টসে জিতে ব্যাটিং নিয়েছিল অতিথি দল দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে ৫০.২ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে তাদের অবস্থা হয়েছিল বাংলাদেশের চেয়েও খারাপ। পরে শ্রীলঙ্কাও ব্যাটিংয়ে নেমে হারায় ১৪ রানে ২ উইকেট। সিংহলিজের উইকেটে তখনো প্রথম দিনে ব্যাট করা সহজ ছিল না। বোলাররা, বিশেষ করে পেসাররা এই উইকেটে যা একটু সুবিধা পান প্রথম দিনেই। দ্বিতীয় দিনে উইকেট হয়ে যায় ব্যাটসম্যানদের।

শুরুর বিপর্যয়ের পর উইকেটে গিয়ে পরের দিনের অপেক্ষায় মাটি কামড়ে পড়ে থাকলেন সাঙ্গাকারা ও জয়াবর্ধনে। সেশন ধরে ধরে পার করে দেন দিনের বাকি সময়। আর কোনো উইকেট না হারিয়ে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার রান হয়েছিল ১২৮। সাঙ্গাকারা ও জয়াবর্ধনে আসল কাজটা করলেন পরদিন, অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিনে। দক্ষিণ আফ্রিকার বোলারদের ক্লান্তিকর সেই দিন শেষে শ্রীলঙ্কার রান ওই ২ উইকেটেই ৪৮৫। ততক্ষণে ডাবল সেঞ্চুরি হয়ে গিয়েছিল সাঙ্গাকারা ও জয়াবর্ধনে দুজনেরই।
তৃতীয় দিন চা বিরতির পর ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা-জয়াবর্ধনের রেকর্ড জুটির সৌজন্যে তার আগেই ১৮৫.১ ওভারে ৫ উইকেটে ৭৫৬ রান। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৩৪ করেও পারেনি ইনিংস হার এড়াতে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা চলতি কলম্বো টেস্টের স্কোরকার্ডেও যেন কিছুটা সেই ছায়া। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ২ উইকেটেই করে ফেলেছে ২৯০ রান, এগিয়ে গেছে ৪৩ রানে। কাল তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার মতো বাংলাদেশের ওপরই বড় কিছুই চাপাতে চাইবে তারা।

অথচ টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার বোলারদের কঠিন বলগুলোকে ভালোভাবে সামলে দক্ষিণ আফ্রিকার তুলনায় ভালো শুরুই করেছিল বাংলাদেশ। বিশেষ করে সকালের কঠিন সময়টাতে খুব বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি। ব্যাটসম্যানরা বাজে আউট না হলে আজ দিন শেষে শ্রীলঙ্কা যে জায়গায়, তার চেয়ে খুব খারাপ থাকত না বাংলাদেশের অবস্থা।
দিনের খেলা শেষে নিশাঙ্কার সঙ্গে কিছু একটা নিয়ে মজা করতে করতে মাঠ ছাড়লেন মুশফিকুর রহিম।এএফপি
টসে জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও এসএসসির ব্যাটিং উইকেটে ব্যাটিংয়ের জন্য পয়মন্ত সময়টাই বাংলাদেশকে কাটাতে হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের বোলিং করে, তাদের বাউন্ডারি কুড়িয়ে এনে। এসএসসির অতীত, এখানকার উইকেটের চরিত্র—কোনোটাই অবশ্য অজানা নয়। তার মধ্যেও বাংলাদেশকে চেষ্টা করতে হতো কীভাবে ম্যাচটাকে নিজেদের হাতে রাখা যায়। ব্যাটসম্যানরা তাতে ব্যর্থ, বোলাররাও পারছেন না অসাধারণ কিছু করতে।

চোট কাটিয়ে দুই বছর পর দলে ফেরা পেসার ইবাদত হোসেন প্রথম তিন ওভারে দিয়েছেন ১৭, তাঁর প্রথম স্পেলও ওখানেই শেষ। সপ্তম ওভারে বোলিংয়ে এসে নাহিদ রানার প্রথম স্পেল থেমে যায় ২ ওভারে, রান দিয়েছেন ২০। নাহিদ অবশ্য পরে এসে কিছু বাউন্সার দিয়ে ভয় ধরাতে চেয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মনে, যদিও সেই বাউন্সারের কয়েকটিকে ব্যাটসম্যানরা বাউন্ডারিও বানিয়েছেন।
সবচেয়ে বিস্ময়কর লেগেছে পেসারদের দিয়ে কাজ না হওয়ার পরও গল টেস্টে ৫ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসানকে প্রথম সেশনে বোলিংয়ে না আনাটা। ইনিংসের ২৬তম ওভারে নিজের প্রথম ওভার করেন নাঈম। শেষবেলায় চান্ডিমালের উইকেটটাও এসেছে তাঁর বলেই।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। অথচ প্রধান নির্বাচক গাজী আশরাফ ...
23/06/2025

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। অথচ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নিজেই বলছেন, ফর্মের তুঙ্গে আছেন সোহান। তাহলে কেন দলে জায়গা হলো না তার?

লিপুর ব্যাখ্যা অনুযায়ী, সোহানকে বিবেচনায় রাখা হলেও একই দলে একাধিক উইকেটরক্ষক রাখা সম্ভব নয়। বর্তমানে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ঘিরেই পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি ওয়ানডে দলেও ‘অবিচ্ছেদ্য অংশ’ হয়ে উঠেছেন। ফলে ওয়ানডেতে লিটনের উপস্থিতির কারণেই সোহানের সুযোগ কমে যাচ্ছে।

লিপু বলেন, “সোহান অবশ্যই আমাদের পরিকল্পনায় আছেন। কিন্তু একজনকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি, যাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। কাউকে ভালো ফর্মে থাকাকালীন বেশি সময় খেলানো গেলে, তার পারফরম্যান্সও আরও ভালো হবে।”

এদিকে গুঞ্জন আছে, গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলার সুযোগ করে দিতেই সোহানকে জাতীয় দল থেকে বাইরে রাখা হয়েছে। লিপু তা সরাসরি নাকচ না করে বলেন, “একটি গ্লোবাল লিগে দেশের প্রতিনিধিত্ব করাও গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক ক্রিকেট না হলেও এটা বড় মঞ্চ।”

ইঞ্জুরির প্রসঙ্গ টেনে লিপু আরও জানান, “আমার মনে হয়, সোহানের আঙুলের ইনজুরি না হলে সে এখন আরও শক্ত অবস্থানে থাকত। তবে সে এখন ব্যাট হাতেও, গ্লাভস হাতেও দারুণ ফর্মে আছে।”

প্রধান নির্বাচকের মতে, সোহানকে নিয়ে ভাবনা শেষ হয়নি। সামনে আরও সিরিজ রয়েছে— পাকিস্তান ও ভারতের বিপক্ষে। তাই আসন্ন এশিয়া কাপের আগেই দলের কাঠামো চূড়ান্ত করার চেষ্টা চলছে। সেই পরিকল্পনায় এখনই সোহানকে ছেঁটে ফেলা হয়নি, বরং ভবিষ্যতের জন্য রাখা হচ্ছে পর্যবেক্ষণে।

গ্লোবাল সুপার লীগ ২০২৫ এর জন্য দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স! 🇧🇩1.Naim Sheikh2.Kyle Mayars3.Soumya Sarker4.Iftikher Ahme...
19/06/2025

গ্লোবাল সুপার লীগ ২০২৫ এর জন্য দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স! 🇧🇩

1.Naim Sheikh
2.Kyle Mayars
3.Soumya Sarker
4.Iftikher Ahmed
5.Yasir Ali
6.Nurul Hasan Sohan
7.Mahidul Ankon
8.Abu Haidar Rony
9.Tabraiz Shamsi
10.Akif Javed
11.Kamrul Islam Rabbi
12)Mohammed Saif Hasan
13) Ibrahim Zadran
14)Harmeet Singh
15)Rakibul Hasan
16)Khawaja Muhammad Nafay

রংপুরের দল কেমন হয়েছে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মিস্টার ফাহিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share