24/07/2025
চিরস্মরণীয়, চিরভাসমান।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের,স্বর্ণযুগের সূর্যসন্তান☀️🌴🏏
ওয়েস্ট ইন্ডিজের মাঠে যখন ঝড় উঠতো,
না ছিল সে বৃষ্টির, না ছিল সে বাতাসের।
ছিল তা একদল যোদ্ধার তাণ্ডব,
পাঁচ তারা, পাঁচ রত্ন—
ব্রাভো, রাসেল, পোলার্ড, গেইল, আর নারায়ণ।
তারা ছিল মাঠের রাজপুত্র,
চোখে আগুন, বুকে সাহস।
সুরের মতো বাঁধা ছিল তাদের ব্যাটিং—
গেইল হাঁকালেই বল হারিয়ে যেতো ছাদে,
রাসেল নামলেই বলের হাড়গোড় ভেঙে যেতো কাঁপে কাঁপে।
ডোয়াইন ব্রাভোর হাতে ছিল সুর আর সুইং,
যেন ক্যারিবিয়ান সংগীতের তালেই নাচতো ব্যাটসম্যানের ভয়।
সুনীল নারায়ণ—স্পিনের জাদুকর,
এক ডেলিভারিতে চার রহস্য,
বুঝে উঠতে না উঠতেই স্ট্যাম্প ছিন্নভিন্ন।
পোলার্ড নামের পাথরও যখন ব্যাট ধরতো,
বোলাররা খুঁজতো অদৃশ্য ঢাল।
তার ছক্কায় আকাশে লেখা হতো আগুনের চিহ্ন—
"এটা আমাদের সময়"।
এরা ছিল না শুধু খেলোয়াড়,
ছিলো একেকজন গল্প, কিংবদন্তির চরিত্র।
তাদের ব্যাটে-বলে লিখা হতো ঐতিহাসিক পদ্য,
যার ভাষা ছিল "আগ্রাসন", ছন্দ ছিল "উল্লাস"।
আজ তারা বিদায় নেয়,
মাঠ ছাড়ে ধীর পায়ে—
কিন্তু তাদের পায়ের ছাপ রয়ে যায় উইকেটের ধুলোয়,
তাদের নাম গেয়ে যায় গ্যালারির বাতাসে....