Sajib Hossain

Sajib Hossain প্রবাশিরা বাংলাদেশের গর্ব।
তারা আমাদের দেশকে নিশ্বার্থভাবে ভালোবাসে। তাদের কাছে বাংলাদেশ ঋণি।
(1)

04/09/2024

জরুরি নিয়োগ
কাতার
ভিসা অনলাইন হওয়ার পরে টাকা
কাজ ফুড ডেলিভারি

24/08/2024

বন্যায় প্লাবিতদের পাশে দাড়ান।

31/07/2024

আজকে কি ফেসবুক কর্তৃপক্ষ ঢাকা আসছে? কেউ বলতে পারবেন।

29/07/2024

রহমতের মালিক আল্লাহ

বিরাট সুখবর৩ হাজার কর্মী নেবে ইউরোপের ৪ দেশ: পররাষ্ট্রমন্ত্রীইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চারটি দেশ ইতালি, জার্মানি, গ্রিস ও র...
17/07/2024

বিরাট সুখবর
৩ হাজার কর্মী নেবে ইউরোপের ৪ দেশ: পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চারটি দেশ ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে তিন হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই তিন হাজার কর্মীর দক্ষতার ওপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও ২০৩২ সাল পর্যন্ত যাতে আমাদের পণ্যের জন্য ইইউ থেকে জিএসপি বা শুল্কহ্রাস সুবিধাসহ, এখন যে অন্যান্য সুবিধা পাই সেগুলো যেন অব্যাহত থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে।’

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১১-১২ জুলাই অনুষ্ঠিত বিমসটেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট সম্মেলনের বিষয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, চিকিৎসা, জ্বালানি নিরাপত্তা খাতে সহায়তা এবং নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সবুজ শক্তি ব্যবহার বৃদ্ধি নিয়ে রিট্রিটে কথা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন। সেখানে বিমসটেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ।

রিট্রিটের সাইডলাইনে ভারত ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে মন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের জন্য পচনশীল পণ্য আমদানিতে কোটা নির্ধারণের বিষয়টি আবারও এসেছে। তিস্তা বিষয়ে কারিগরি দল পাঠানো, ব্রিকসে অন্তর্ভুক্তি ও জয়েন্ট কনসালটেটিভ কমিটি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। কিন্তু সেটি রাখাইনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর।’

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোটার বিষয়টি আদালতের মাধ্যমে এসেছে। সরকার শিক্ষার্থীদের ওপর সহানুভূতিশীল হয়ে পুরো কোটাই বাতিল করে দিয়েছিল। হাইকোর্ট সেটি পুনর্বহাল করেছিল, সুপ্রিম কোর্ট স্থগিত করেছে। কোটা আদালতের একটি বিচারাধীন বিষয়। সে কারণে এর ওপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না। তাহলে আদালত অবমাননা হবে। আদালতের মাধ্যমেই এর সমাধান হতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘এখন যে আন্দোলন হচ্ছে সেটির কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না। এটি আসলে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলিও বটে। সরকার সবসময় ছাত্র-ছাত্রীদের প্রতি সহানুভূতিশীল ছিল। সে কারণে কোটা পদ্ধতি বাতিল করেছিল। তবে বাতিল করার পরিপ্রেক্ষিতে অনেক সমস্যাও দেখা দিয়েছে। যেমন অনেক জেলা থেকে অনেক ক্যাডারে কেউ সুযোগ পাচ্ছে না, মেয়েদের অংশগ্রহণ কমে গেছে- এসব সমস্যা দেখা দিয়েছে।’

কোটা আন্দোলন থেকে বিএনপি সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি তো সবসময় চায় দেশকে অস্থিতিশীল করতে। নিজেদের তো কিছু করার ক্ষমতা নেই, তারা অপরের ঘাড়ে চেপে বসে। কোনো সময় কোটার ওপর ভর করে, কোনো সময় তেল-গ্যাসের ওপর ভর করে, কোনো সময় আবার অন্য কিছুর ওপর ভর করে। বিএনপি কোটা আন্দোলন থেকেও সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদেশ দিয়েছে। অর্থাৎ সরকার যে কোটা বাতিল করেছিল, সেটিই বহা

✅ আমেরিকায় এখন নিজে বা সপরিবারে ৫ বছরের ভিজিট ভিসা পাওয়া যায়।✅ আপনি কি ইন্ডীয়া, মালোয়শীয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা য...
17/07/2024

✅ আমেরিকায় এখন নিজে বা সপরিবারে ৫ বছরের ভিজিট ভিসা পাওয়া যায়।
✅ আপনি কি ইন্ডীয়া, মালোয়শীয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা যে কোন দেশে টুরিস্ট ভিসায় গিয়েছিলেন?
✅ অথবা অন্তত ২/১ টি দেশের ভিসা আছে?
✅ আপনার বয়স ৩০ এর উপর হলে ফ্রেশ পাসপোর্ট ও চলবে।
✅ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✅ ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ পরামর্শদাতার মাধ্যমে সম্পূর্ণ নির্ভুল ভাবে ফাইল প্রসেস করে থাকি।
✅ সর্বাধিক ভিসা গ্যারান্টি
✅ সম্পূর্ণ আন্তরিকতা এবং স্বচ্ছতার সাথে ভিসা প্রক্রিয়া।

U.S.A Embassy-তে Multiple Visit Visa-র জন্য যেসব Documents দরকার সেগুলো হলো:-
যদি আপনি Business Man হন তাহলে:
1. Trade Licence
2. Tin Certificate.
3. Passport .
4. Bank Statement.
5. Visiting Card.
6. Your Photograph(Passport size + 2’’x 2’’ size).
7. Hotel Booking +Ticket Booking
8. Asset Evaluation
যদি আপনি Service Holder/Employee হন তাহলে:
1. Salary Certificate.
2. Appointment Letter from your Company.
3. Passport .
4. Tin Certificate.
5. Visiting Card.
6. Update Resume.
7. NOC Letter.
8. Bank Statement.
9. Your Photograph (Passport size + 2’’x 2’’ size).
10. Hotel Booking +Ticket Booking
11. Asset Evaluation

ভিজিট ভিসা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ হল:১. সঠিকভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত আবেদন ফরম। ২. পাসপোর্ট যা কমপক্ষ...
17/07/2024

ভিজিট ভিসা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ হল:
১. সঠিকভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত আবেদন ফরম।
২. পাসপোর্ট যা কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে।
৩. স্বাক্ষরিত ছবিসহ পাসপোর্টের মুদ্রিত নকল।
৪. ভালো মানের ছবিসহ নিজের ছবি।
৫. আর্থিক অবস্থার প্রমাণপত্র।
৬. প্রবাসী হিসাবে একটি প্রমাণপত্র।

এছাড়াও, পর্যটকদের জন্য প্রয়োজনীয় অনুমোদনপত্র, হোটেল বুকিং তথ্য, প্রয়োজনীয় ভাইসা প্রাপ্তির বিবরণ ইত্যাদি সাথে অন্যান্য সহায়ক নথির সাথে আবেদনপত্রটি জমা দিতে হবে।

অস্ট্রিয়ায় পরিবার সহ স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ।অস্ট্রিয়ায় পরিবার সহ স্থায়ী ভাবে বসবাসের সুযোগ একটি অত্যন্ত আকর্ষণীয় প...
16/07/2024

অস্ট্রিয়ায় পরিবার সহ স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ।

অস্ট্রিয়ায় পরিবার সহ স্থায়ী ভাবে বসবাসের সুযোগ একটি অত্যন্ত আকর্ষণীয় প্রস্তাব হতে পারে। এখানে কিছু প্রধান ধাপ এবং বিষয় বিবেচনা করতে পারেন:

1. ভিসা এবং রেসিডেন্স পারমিট
- Red-White-Red Card: অস্ট্রিয়া বিভিন্ন পেশাদারদের জন্য Red-White-Red Card নামক একটি স্কিম চালু করেছে, যা দক্ষ কর্মীদের জন্য স্থায়ী বসবাসের সুবিধা প্রদান করে।
- Family Reunification: যারা ইতিমধ্যে অস্ট্রিয়ায় বৈধভাবে বসবাস করছেন, তাদের পরিবারকে যোগদানের জন্য Family Reunification ভিসা প্রদান করা হয়।

2. বসবাসের অনুমোদন পেতে যেসব কাগজপত্র প্রয়োজন
- বৈধ পাসপোর্ট এবং আগের ভিসার কপি
- পরিবারের প্রত্যেক সদস্যের জন্ম ও বিবাহের শংসাপত্র
- অস্ট্রিয়ায় বাসস্থানের প্রমাণ (ভাড়া/মালিকানা)
- স্বাস্থ্যের বীমা
- আর্থিক সক্ষমতার প্রমাণ

3. অস্ট্রিয়ায় জীবনযাত্রা
- বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা: অস্ট্রিয়ায় উচ্চমানের বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে।
- জীবনের মান: নিরাপদ এবং সমৃদ্ধ সমাজ, বিভিন্ন সংস্কৃতি ও ভাষার মিশ্রণ, এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ।

4. ভাষা
- জার্মান ভাষা জানা সুবিধাজনক হবে, কারণ সরকারি দপ্তর এবং অনেক প্রতিষ্ঠান জার্মান ভাষা ব্যবহার করে।

5. কাজের সুযোগ
- অস্ট্রিয়ায় বিভিন্ন পেশার জন্য কাজের সুযোগ রয়েছে, বিশেষত প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এবং প্রকৌশল ক্ষেত্রগুলিতে।

আপনি যদি স্থায়ী ভাবে অস্ট্রিয়ায় বসবাস করার সিদ্ধান্ত নেন, তবে স্থানীয় কনস্যুলেট বা দূতাবাসের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।

বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ, ইউরোপের শেনজেনভুক্ত একটি দে...
15/07/2024

বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ, ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ, তেমনি খরচও অনেক কম বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের ভিসা সহজে পাওয়া যায়। দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি।

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৪০...
15/07/2024

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৪০। নতুন র‍্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে আরও দুটি নাম, আফ্রিকার কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি।

আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

রানা তালুকদারের ফ্লাইট আজতার বাড়ি মাদারিপুর। বৃষ্টির কারনে এয়ারপোর্টে আমি যাইনি তাই ভিডিও দিতে পারিনি।সবাই দোয়া করবেন প্...
13/07/2024

রানা তালুকদারের ফ্লাইট আজ
তার বাড়ি মাদারিপুর। বৃষ্টির কারনে এয়ারপোর্টে আমি যাইনি তাই ভিডিও দিতে পারিনি।
সবাই দোয়া করবেন প্রত্যেকটা প্রবাশি যেনো সুখে থাকে।

19/05/2024

কিরগিজস্থানে নির্মম ভাবে বাংলাদেশিদের গনহত্যার প্রতিরোধে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই। দ্রুত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসেন।

With Noureen Afrose – I just got recognized as one of their top fans! 🎉
17/05/2024

With Noureen Afrose – I just got recognized as one of their top fans! 🎉

02/03/2024

আলহামদুলিল্লাহ
দুবাই ডেলিকেট ইন্টারভিউ চলছে
১ থেকে ৪ তারিখ পর্যন্ত চলমান
সেলারি ২২৬৫ দেরহাম
ডিউটি ৯ ঘন্টা+ওভারটাইম।

01/01/2024

আগে ভিসা পরে টাকা কাজাখস্তান, কিরগিজস্থান

01/01/2024

আসসালামু আলাইকুম
প্রত্যেকটা প্রবাশগামি ভাইকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা সেই সাথে নতুন বছর ২০২৪ এর অগ্রিম ভালোবাসা।

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when Sajib Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share