জনকথা পরিবার

জনকথা পরিবার content create
(1)

“যতদূর দেখতে পান, ততদূর এগিয়ে যান; যখন সেখানে পৌঁছাবেন, আরও নতুন দিগন্ত দেখতে পাবেন।
25/09/2025

“যতদূর দেখতে পান, ততদূর এগিয়ে যান; যখন সেখানে পৌঁছাবেন, আরও নতুন দিগন্ত দেখতে পাবেন।

হ্যালো বন্ধুরা,  সবাই কেমন আছেন?
25/09/2025

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন?

কেমন আছেন বন্ধুরা?
24/09/2025

কেমন আছেন বন্ধুরা?

চলচ্চিত্র বা নাটক বা মডেলিং  কোনটা আমার জন্য?
23/09/2025

চলচ্চিত্র বা নাটক বা মডেলিং কোনটা আমার জন্য?

সোনালী রোদ্দুর, সকালে নরম,ছুঁয়ে যায় হৃদয়, করে আলোকধর্ম।কুয়াশা ভেদ করে ঝরে ঝরে আলো,আনন্দে ভরে ওঠে প্রকৃতির ভালো।পাতার ফাঁ...
23/09/2025

সোনালী রোদ্দুর, সকালে নরম,
ছুঁয়ে যায় হৃদয়, করে আলোকধর্ম।
কুয়াশা ভেদ করে ঝরে ঝরে আলো,
আনন্দে ভরে ওঠে প্রকৃতির ভালো।

পাতার ফাঁকে খেলে সোনালি ছটা,
ফুলের ঘ্রাণ মেখে দেয় মিষ্টি কথা।
শিশির ভেজা ঘাসে রঙিন ঝিলিক,
রোদ্দুর ছুঁয়ে গড়ে সুখের মিলিক।

জীবন জাগে নতুন আশার দ্বারে,
সোনালী রোদ্দুর হাসে সবার তরে।
অন্ধকার কাটে, দূরে যায় ভয়,
আলোয় ভরে ওঠে ভালোবাসার জয়।

ব্রেকআপভাঙা স্বপ্নের মতো পড়ে রইল স্মৃতি,তুমি গেলে দূরে, রইল শুধু নিঃশব্দ অশ্রু গীতি।মনে হয়েছিলো হাত ধরে চলবো সারা জীবন,আ...
22/09/2025

ব্রেকআপ

ভাঙা স্বপ্নের মতো পড়ে রইল স্মৃতি,
তুমি গেলে দূরে, রইল শুধু নিঃশব্দ অশ্রু গীতি।
মনে হয়েছিলো হাত ধরে চলবো সারা জীবন,
আজ সেই হাত ফসকে গেলো— রইলো শুধু শূন্য মন।

অভিমান জমে আছে বুকের গভীরে,
অচেনা তুমি এখন থাকো অন্য দ্বারে।
কথার মাঝে নেই আর আগের মায়া,
ভালোবাসার গল্প হলো অচেনা ছায়া।

তবুও প্রার্থনা করি সুখী হও তুমি,
অন্য কারো সাথে গড়ো নতুন ভূমি।
আমার হৃদয়ে থাকবে স্মৃতির আলো,
ব্রেকআপ হলেও ভুলতে পারবো না ভালো।

22/09/2025

নিউমার্কেটের ব্রেকঅাপ ঝালমুড়ি খেয়ে দাঁত ভাইঙ্গা ফালাইছি। এখন সরাসরি ডাক্তারের কাছে।

সুখ তুমি  কি একবার জানতে ইচ্ছে করে।
22/09/2025

সুখ তুমি কি একবার জানতে ইচ্ছে করে।

21/09/2025

একটা আজব ভাতের হোটেল দেখলাম ঢাকা শহরে। ক্রেতা বিক্রেতা সবাই ৫/৬ বছরের শিশু। খাবারের মূল্য ৫০ পয়সা/ ১ টাকা আর ভাতের সাথে ডিমভাজি খাইলে ১ টাকা পঞ্চাশ পয়সা।

কেমন আছেন বন্ধুরা?
21/09/2025

কেমন আছেন বন্ধুরা?

Address

Dhaka

Telephone

+880255012177

Website

Alerts

Be the first to know and let us send you an email when জনকথা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জনকথা পরিবার:

Share