Elegance by Saaj

  • Home
  • Elegance by Saaj

Elegance by Saaj If you can't figure out your purpose, figure out your passion. For your passion will lead you right into your purpose.

17/04/2025

নিজের হাতের রান্না করা কাচ্চি বিরিয়ানি❤️❤️❤️

01/04/2025

আমার মন খারাপের কোন ব্যাখ্যা নেই,শুধু আমার নিশ্বাস নিতে কষ্ট হয়.! 😅💔

01/04/2025

তুমি আমারে হারাইছো মানে- আস্ত একটা ভালোবাসার মানুষ হারাইছো।
তুমি আমারে হারাইছো মানে- একজোড়া বিশ্বস্ত হাত হারাইছো।
তুমি আমারে হারাইছো মানে- তপ্ত রোঁদে ব্যস্ত সিডিউলে তোমাকে মস্তিষ্কে রাখা মানুষ হারাইছো।

তুমি আমারে হারাইছো মানে- ছোট্ট ভুলে বিস্তর অভিমান করা পাগলটা হারাইছো।
তুমি আমারে হারাইছো মানে- তোমার গুপ্ত কথার নিখাদ বিশ্বস্ত শ্রোতা হারাইছো।
তুমি আমারে হারাইছো মানে- তোমার জন্য অবলীলায় কেঁদে দেওয়া মানুষটা হারাইছো।

তুমি আমারে হারাইছো মানে- তোমাকে ছাড়া নিঃস্ব অনুভব করা মানুষ হারাইছো।
তুমি শুধু আমারেই হারাওনি, তোমার দেবালয়ে অনুগত পূজারী হারাইছো।

শুধু নিজেকে হারিয়ে দিওনা- নকল হাসিতে লেপ্টে থাকা মিথ্যার স্রোতে।
আমি সইতে পারবোনা, নির্লিপ্ত পথিকের মত....

মনে রাখবেন যে ধরে রাখতে জানে সে শিকড় খুঁজে না। আর যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বুঝে না।
30/03/2025

মনে রাখবেন যে ধরে রাখতে জানে সে শিকড় খুঁজে না। আর যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বুঝে না।

Alhamdulillah 2nd time purchase from AK Fashion....Panjabi Quality is too good and very Comfortable.....
19/03/2025

Alhamdulillah 2nd time purchase from AK Fashion....Panjabi Quality is too good and very Comfortable.....

❤️এই গুলো এক একটা ভালোবাসা 🌼 1st time purchase from Sparkle Zone  🥰🥰
19/03/2025

❤️এই গুলো এক একটা ভালোবাসা 🌼
1st time purchase from Sparkle Zone 🥰🥰

09/03/2025

ওরে আল্লাহ এরা কেমন মানুষ কেমন এদের মন একবার বুক কাপেনি😭😭😭

আছিয়াকে কতটা নির্মমভাবে ধ*র্ষণ করা হযেছিল আজকে সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছে - আছিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার পোপনাঙ্গের ডেপথ খুবই ছোট।

সেজন্যে ধ*র্ষককরা কিছুটা ধারালো ব্লেড/ কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সে ছিদ্রটা ছিল আনুমানিক ৫ সে.মি. গভীর।

তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো স্ক্রেচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে।

একাজ করার সময় তার নাক-মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনরকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্যে।

আর এজন্যেই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন।

এ নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলছিলেন - 'এরকম কন্ডিশনে ভিক্টিম স্পটেই মারা যায়। এ মেয়েটা যে এখনও বেঁচে তাতেই অবাক হচ্ছি আমি।'

তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে

08/02/2025

সুন্দর হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নয় !

আমি মনে করি প্রিয় মানুষের কাছে গুরুত্বপূর্ণ হওয়াটাই সব থেকে বেশি সৌন্দর্য।❤️🥹

07/02/2025

আল্লাহ সব কিছুর মালিক❤️

অনেকদিন পর এই চকলেট গুলা পেলাম,ছোটবেলায় খুব ভাল্লাতো এগুলা খেতে❤️❤️
01/02/2025

অনেকদিন পর এই চকলেট গুলা পেলাম,ছোটবেলায় খুব ভাল্লাতো এগুলা খেতে❤️❤️

20/01/2025

কেকের জগতে আমি এখনো পিচ্চি 😊😊 বেকিং এর নেশায় আমি আক্রান্ত এই নেশা আমার উঠতে বসতে খেতে সব জায়গায় রাখি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Elegance by Saaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share