16/10/2025
এই পোস্ট ইন্টার/অর্নাস সবার জন্য।
প্রথমে কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন।
তারপর পরিশ্রম করে একটি শাউয়া মার্কা ফ্রেন্ড সার্কেলে ঢুকে পড়ুন। যাবতীয় পটহেড, বাবাখোর, মদখোর তথা নেশাখোরদের কুল ভাবতে শুরু করে নিজেও এসবে লিপ্ত হোন। নিজেকে রেবেল ভাবুন।
যেহেতু আপনি কুল এবং রেবেল, তাই ক্লাস মিস দিন। পড়াশোনা না করে রাত জেগে ধনের রিলস দেখুন, সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করুন। পরীক্ষায় পুটু ম্রা খেয়ে, এসাইনমেন্ট মিস দিয়ে এসব নিয়ে ফানি স্টেটাস প্রসব করুন। মোদ্দাকথা, কলেজ/বিশ্ববিদ্যালয়ে যেই বাল শেখাবে, সেসব তো শিখবেনই না, মার্কেটে কোন স্কিলের ডিমান্ড, সেসব নিয়ে মাথাও ঘামাবেন না।
বাল-ছালের সাথে প্রেম করুন। ছ্যাকা খান৷ হতাশ হোন। তারপর তাকিয়ে দেখুন যে দুই বছর/ চার বছর প্রায় শেষ,এইচএসসি পরীক্ষা রেজাল্ট কিংবা সিজিপিএর সাইজ শিশুর নুণ্টুর সমান এবং আপনি বাল্ডাও পারেন না।
এবার কোনো গোল ঠিক না করে, ভালো সিভি কিভাবে বানাতে হয়, কভার লেটার কিভাবে লিখতে হয় - এসব ঘাটাঘাটি না করেই অন্ধের মত জবে এপ্লাই করা শুরু করুন, কল না পেয়ে ডিপ্রেসড হন। আর ইন্টারভিউয়ের ডাক পেলে সেখানে নিজের অপারগতা ও অজ্ঞতা দেখিয়ে অপমানিত হয়ে সব ভুলে থাকার জন্য আপনার নেশাখোর সার্কেলে গিয়ে নেশা করুন।
তারপর বাড়ি ফিরে স্টেটাস দিন যে, বাংলাদেশ তরুণদের স্বপ্ন ধ্বংস করে।
এতকিছুর পরও স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর না দিয়ে কোনমতে একটা বালছাল চাকরিতে যোগ দিন। হাবাইত্তার মত বিশ হাজার টাকায় কামলা খাটুন ও বসের সোদন খেতে খেতে জীবনটাকে তছনছ করে দিন।
দেখবেন, প্রচন্ড ভালো লাগবে।
©কালেক্টেড