01/08/2025
জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শাসনব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে কার্যকর নেতৃত্ব এবং অংশীজনদের মধ্যে যৌথ উপলব্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ প্রয়োজনীয়তার কথা জানান। এ ছাড়া গতকাল সেনা সদরে তিনি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী সেনা সদস্যদের প্রশংসনীয় অবদানের জন্য সম্মাননা (প্রশংসাপত্র) দেন। গতকাল সেনা সদরে এই সম্মাননা দেওয়া হয়।