Ofuronto কুকিং

Ofuronto কুকিং Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ofuronto কুকিং, Digital creator, Dhaka.
(2)

আসসালামু আলাইকুম সবাইকে!
� রান্না � সুস্বাদু খাবার রিভিউ � ফুড ফটোগ্রাফি
� রেসিপি শেয়ারিং � ফুড ভ্লগিং
এখানে পাবেন নতুন রেসিপি, খাবারের টিপস, ফুড রিভিউ এবং আরও অনেক মজাদার কনটেন্ট! আসুন, একসাথে রান্না করি এবং সুস্বাদু খাবারের জগতে হারিয়ে যাই।

29/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

11/03/2025

Just imagine! আপনি যতগুলো দোয়া করছিলেন, আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নিচ্ছেন 🖤

10/03/2025

হঠাৎ করেই
আল্লাহ আপনাকে এতোটা খুশি করবেন যে, আলহামদুলিল্লাহ বলে খুশিতে কেঁদে ফেলবেন।
-ইনশাআল্লাহ!♡

09/03/2025

সূরা "ফাতিহায়" এতই বরকত যে,
তা নাজিল হওয়ার সময়
শ'য়'তান ও কেঁদে-ছিলো।
- আলহামদুলিল্লাহ!

08/03/2025

চোখ ভিজে গেলো...
রাসুল (সাঃ) এর প্রিয়তমা স্ত্রী খাদিজা (রাঃ) মারা যাওয়ার আগে রাসুল (সাঃ) এর দুটো হাত ধরে বললেন.....
আমাকে কথা দিন, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল-জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন। আমাকে একা ফেলে যাবেন না।

রাসুল (সাঃ) অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী! আমি কথা দিচ্ছি...।

খাদিজা (রাঃ) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল, জানাজা শেষ করে রাসুল (সাঃ) তাঁর প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাড়িয়ে রইলেন। হাবীবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেস্তা জিবরাইল আঃ কে পাঠালেন।

জিবরাইল (আঃ) এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসুল! (সাঃ) আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাড়িয়ে আছেন কেন?

রাসুল (সাঃ) বললেন, হে জিবরাইল! আমি আমার প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তাঁর সওয়াল- জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়বো না।

জিবরাইল (আঃ) বললেন, হে আল্লাহর রাসুল! (সাঃ)আপনি জেনে রাখুন আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, খাদিজা (রাঃ) কে করা মুনকার-নাকীর এর সওয়ালের জওয়াব আল্লাহ আরশে আজীম থেকে নিজেই দিয়ে দিবেন।

সুবহানাল্লাহ!

এই সেই খাদিজা (রাঃ) যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। যেখানে তিনিই কবরের সওয়াল-জবাবকে ভয় পেয়েছেন। সেখানে আমরা কোন চিন্তাই করিনা কবরের জীবন নিয়ে।😭

আল্লাহু আকবার!

খাদিজা (রাঃ) এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়েশা (রাঃ) এর ঘুম ভেঙে গেলে, উঠে এসে দেখতেন রাসুল (সাঃ) কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, "হে আল্লাহ! যখন শেষ বিচারের দিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্তৃত হবে তখন যেনো আমি আমার আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাঁকে দেখে যেন বিস্তৃত না হই।

খাদিজা (রাঃ) গোশত খেতে পছন্দ করতেন। যদিও খুব কম সুযোগ হতো। কিন্তু কখনো হঠাৎ কোন উট, দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি করে খেতেন। উনার মৃত্যুর পর রাসুল (সাঃ) যখনই কোন গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোন পশু জবাই হতো, তখন রাসুল (সাঃ) খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন।

সেটা একটা পোটলায় ভরে মদীনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাটতেন , প্রিয়তমা খাদিজা (রাঃ) এর কোন পুরনো বান্ধবীর দেখা পান কিনা, সেই আশায়। কোনো বান্ধবীকে দেখলে, পোটলাটা দিতেন।

লিখার সময় কেঁদেছি। আল্লাহ সকল হালাল সম্পর্কের বারাকাহ দান করুক এবং প্রত্যেক সংসারকে আল্লাহ ভালোবাসা এবং স্নেহের আঁচলে আবৃত করুক.! আমিন..!♡

07/03/2025

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জুমআর দিন (শুক্রবার) এবং জুমুআ রাতে (বৃহস্পতিবার রাতে) তাঁর জন্য প্রচুর পরিমাণে দরূদ পাঠ কর। যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি ১০টি রহমত নাজিল করন।’ (সহিহ জামে) সুতরাং জুমআর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরূদ পড়ুন-
‎اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।’
অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।’

06/03/2025

কিয়ামতের দিন.....!

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত । পুলসিরাত, মিযানের পাল্লা, হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।

জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'

ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'

সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!

রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।

হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।

পেরেশান, তিনি হয়রান !!!

অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।

মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷

আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'

তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'

আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, যাবো না!'

আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, পড়বো না!'

আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'

কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।

কিয়ামতের দিন এক রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবেনা।

অতএব রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করা। আল্লাহ সবাই কে হেদায়াত দান করুক আমিন।

05/03/2025

যে বাড়িতে ফজর নামাজের পর কোরআন তেলওয়াত করা হয়, সে বাড়িতে আল্লাহর নিয়ামত পড়ে!🌸

সুবহানাল্লাহ.!🤲❤️

04/03/2025

"ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আস্তাগীছ,

৩ বার পড়া শেষে আলহামদুলিল্লাহ।

03/03/2025

পিছনের সব গুনাহ মাফের দোয়া:-
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিঁউ ওয়াতুবু ইলাইহি
লা-হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম।
তওবা ইয়া আল্লাহ,তওবা ইয়া আল্লাহ ,তওবা ইয়া আল্লাহ
তওবা ইয়া রাব্বি। লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

02/03/2025

আমি সে মানুষগুলোকে কখনো ভুলিনা, যারা আমার দুঃসময়ে এসে; —ম্যান্টাললি সাপোর্ট দেয়! 🤍

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ofuronto কুকিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share