Ahmed Masum

Ahmed Masum Social Media Influencer, Social activist,Documentary Video Editor, A Life Time Student of History.

21/11/2025

দেশের লাইসেন্সকৃত চাঁদাবাজ পাসপোর্ট অফিসের চাঁদাবাজি কি আর বন্ধ হবে না??

উন্নয়নের নামে রেখে যাওয়া শেখ পরিবারের মৃত্যুকূপ  #এডমিন পোস্ট
26/10/2025

উন্নয়নের নামে রেখে যাওয়া শেখ পরিবারের মৃত্যুকূপ
#এডমিন পোস্ট

📍 ব্রেকিং নিউজইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন... 💔কি শুরু হলো আমাদের প্রিয় বাংলাদেশে! একের পর এক আগুন, এখন আবার ...
18/10/2025

📍 ব্রেকিং নিউজ
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন... 💔
কি শুরু হলো আমাদের প্রিয় বাংলাদেশে! একের পর এক আগুন, এখন আবার নতুন দুঃসংবাদ —

🔥 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড!

আজ বিকেলে বিমানবন্দরের কার্গো ভিলেজে আচমকা আগুন ছড়িয়ে পড়ে। একে একে ফায়ার সার্ভিসের বহু ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলে জানা গেছে।

💔 আল্লাহ আমাদের দেশকে হেফাজতে রাখুন, আর যাঁরা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত — তাঁদের জন্য দোয়া করি।
🤲 আল্লাহ বাংলাদেশকে নিরাপদ রাখুন। আমিন।

একটি শিশু, মাত্র তেরো বছরের একটি মেয়ে— যে বয়সে তার স্বপ্ন দেখা, মাদ্রাসা স্কুলে যাওয়া, হাসিখুশি জীবন কাটানোর কথা— সেই বয়...
18/10/2025

একটি শিশু, মাত্র তেরো বছরের একটি মেয়ে— যে বয়সে তার স্বপ্ন দেখা, মাদ্রাসা স্কুলে যাওয়া, হাসিখুশি জীবন কাটানোর কথা— সেই বয়সেই তাকে নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয়েছে।
এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি।

এই ছোট্ট মেয়েটাকে তিনজন ছেলে মিলে নির্যাতন করেছে…
ভিডিওতে তার হেচকি তোলা কান্নার শব্দ যেকোনো স্বাভাবিক মানুষকে ভেতর থেকে ট্র-ম|ট|ইজড করে দেবে।

কিন্তু আশ্চর্যজনকভাবে, পুরো দেশ যেনো এই ঘটনাটা দেখেও দেখছে না!
স্বাধীনতার পর থেকে এদেশে একের পর এক আন্দোলন, সংগ্রাম হয়েছে — কিন্তু আজও আমরা ধ'র্ষ-ণের সঠিক বিচারিক ব্যবস্থা নিশ্চিত করতে পারিনি।
এটা নিঃসন্দেহে রাষ্ট্র ও সমাজ — উভয়ের সম্মিলিত ব্যর্থতা।

আরও দুঃখজনক হলো, এতো বড় ঘটনার পরও যাদের সাধারণত এই বিষয়গুলো নিয়ে সরব থাকার কথা,
যাদেরকে নিয়মিত দেখা যায় "প্রগতিশীল" মুখোশে মানবতার কথা বলতে —
তারা সবাই এখন নিস্তব্ধ।
কারণ কী? মেয়েটার পোশাক?
নাকি অপরাধীরা অন্য ধর্মাবলম্বী বলে?

এই নোংরা দ্বিমুখিতা ও রাজনৈতিক ফায়দা তোলার সংস্কৃতি সমাজকে ধ্বং-সের পথে ঠেলে দিচ্ছে।
অপরাধীর কোনো ধর্ম নেই — অপরাধই তার পরিচয় হওয়া উচিত।

আমরা চাই —
👉 এই ঘটনার অবিলম্বে ন্যা-য়বিচার।
👉 প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক।
👉 সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

এখন সময় এসেছে —
ধর্ম, দল, মত — সব কিছুর ঊর্ধ্বে উঠে মানবতার জায়গা থেকে আওয়াজ তোলার।
কারণ নীরবতা এখন সবচেয়ে বড় অপরাধ।

17/10/2025

ভার্সিটির ভাই-বোনেরা
কলেজের ভাই-বোনেরা
স্কুলের ভাই-বোনেরা

তোমাদের কাছে কি গাজীপুরের ১৩ বছরের বোন আশামনির কথা পৌঁছায়নি?

এখনও কি প্রতিবাদ জানানোর সময় হয়নি?

তোমাদের মুখ থেকে কবে শুনতে পাবো—

“We Want Justice”

চট্টগ্রাম ইপিজেড আদম টেক্সটাইল কোম্পানির বর্তমান অবস্থা
17/10/2025

চট্টগ্রাম ইপিজেড আদম টেক্সটাইল কোম্পানির বর্তমান অবস্থা

15/10/2025

সাম্প্রতিক ক্রাইমময় কানাইঘাট, মুলাগুলকে মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত করণ, আগামীর সংসদ নির্বাচন সহ প্রাসঙ্গিক বিষয়ে কথা বলছেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
আবুল মনসুর সাজু চৌধুরী।

আলহামদুলিল্লাহকানাইঘাটে উদ্বোধন হতে যাচ্ছেAs Sunnah Hijama Therapy Centre  আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার📅 তারিখ: শনিব...
10/10/2025

আলহামদুলিল্লাহ
কানাইঘাটে উদ্বোধন হতে যাচ্ছে
As Sunnah Hijama Therapy Centre
আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার

📅 তারিখ: শনিবার, ১১ অক্টোবর 🕓 সময়: আসর নামাজের পর 📍 স্থান: ইলিয়াস ম্যানশন, কানাইঘাট পূর্ব বাজার, সিলেট

সুন্নাহভিত্তিক চিকিৎসা হিজামা জানুন, আসুন, সুন্নাহর চিকিৎসা হিজামা ছড়িয়ে দিই |

08/10/2025

কবে খুলবে লোভাছড়া পাথর কোয়ারী? ব্যবসায়ীরাই কোয়ারী বন্ধ করিয়েছে।

25/09/2025

বর্তমান পুলিশিং ব্যবস্থায় বাংলাদেশর আইণ শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব??

23/09/2025

অবশেষে গ্রেফতার কানাইঘাট'র ভাইরাল সেই মা ও মেয়ে।

মা ও দুই মেয়ের সাথে অসামাজিক কাজ করতেন সাহাব উদ্দীন৷
সাহাব উদ্দীনের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি এলাকাবাসীর।

22/09/2025

কানাইঘাট এত খারাপ কবে থেকে হল?
জোয়ান ওকলে তোড়া হুনসাইন।

Address

Dhaka

Telephone

+8801714755864

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share