26/06/2025
পদ্মা নদীতে গোছল করতে নেমে চোরাবালি ও পানির ঘূর্ণিতে পড়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দু্ই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত কাল বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ফরিদপুর সদরের শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে ওই দুই শিক্ষার্থীর ডুবে যাওয়ার ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর দমকল বাহিনীর দুই ডুবরি সদস্য নদীর উপরিতলের আনুমানিক ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় ওই দুই ছাত্রকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাদের পাশের একটি বেসরকারি হাসপাতালে তিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
পানতে ডুবে মৃত্যু হওয়া ওই দুই শিক্ষার্থী হলেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস (ইইই) বিভাগের ছাত্র আব্দুল্লাহ মারুফ (২১) ও রিয়াজে রাব্বি তামীম (২১)।
এদের মধ্যে তামীমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ায়। পিতার নাম শওকত হোসেন। আর মারুফের বাড়ি নোয়াখালী জেলার উত্তর শরীফপুর গ্রামে। পিতার নাম মোজাম্মেল হোসেন। তবে বাবার চাকরির সুবাদে মারুফ বর্তমানে গাজীপুরের টঙ্গিতে বসবাস করে।
ফরিদপুর দমকল বাহিনীর লিডার মো. নিসার আলী বলেন, জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমেবিকেল ৩টা ২০ মিনিটে ওই দুই ছাত্রের ডুবে যাওয়ার খবর আমরা জানতে পারি। পরে আমাদের দমকল বাহিনীর দুই ডুবরি সদস্যরা গিয়ে তাদের পানির প্রায় ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ত্রিপল ই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন বলেন, রাতে তাদের মৃতদেহ ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা আসার পর তাদের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে।