Faridpur 24 news

Faridpur 24 news ফরিদপুর জেলার সকল খবর সবার আগে পেতে পেইজটি FOLLOW দিয়ে সাথে থাকুন।
(1)

26/06/2025

পদ্মা নদীতে গোছল করতে নেমে চোরাবালি ও পানির ঘূর্ণিতে পড়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দু্ই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত কাল বুধবার বিকেল সোয়া ৩টার দিকে ফরিদপুর সদরের শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে ওই দুই শিক্ষার্থীর ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর দমকল বাহিনীর দুই ডুবরি সদস্য নদীর উপরিতলের আনুমানিক ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় ওই দুই ছাত্রকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাদের পাশের একটি বেসরকারি হাসপাতালে তিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

পানতে ডুবে মৃত্যু হওয়া ওই দুই শিক্ষার্থী হলেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস (ইইই) বিভাগের ছাত্র আব্দুল্লাহ মারুফ (২১) ও রিয়াজে রাব্বি তামীম (২১)।

এদের মধ্যে তামীমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ায়। পিতার নাম শওকত হোসেন। আর মারুফের বাড়ি নোয়াখালী জেলার উত্তর শরীফপুর গ্রামে। পিতার নাম মোজাম্মেল হোসেন। তবে বাবার চাকরির সুবাদে মারুফ বর্তমানে গাজীপুরের টঙ্গিতে বসবাস করে।

ফরিদপুর দমকল বাহিনীর লিডার মো. নিসার আলী বলেন, জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমেবিকেল ৩টা ২০ মিনিটে ওই দুই ছাত্রের ডুবে যাওয়ার খবর আমরা জানতে পারি। পরে আমাদের দমকল বাহিনীর দুই ডুবরি সদস্যরা গিয়ে তাদের পানির প্রায় ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ত্রিপল ই বিভাগের শিক্ষক সানোয়ার হোসেন বলেন, রাতে তাদের মৃতদেহ ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের হিমঘরে রাখার জন্য নেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা আসার পর তাদের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে।

ফরিদপুরের ধলার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে ইঞ্জিনিয়ারিং কলেজের ২ শিক্ষার্থীর মৃত্যু!ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ১...
25/06/2025

ফরিদপুরের ধলার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে ইঞ্জিনিয়ারিং কলেজের ২ শিক্ষার্থীর মৃত্যু!
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম বর্ষের ছাত্র- রেজা এ রাব্বি তামিম (২১) পিতাঃ শওকত হোসেন, গ্রামঃ মেদী আশুলাই, থানাঃ কালিয়াকৈর, জেলাঃ গাজীপুর ও অপরজনের নাম আব্দুল আল মারুফ (২০) পিতাঃ মোয়াজ্জেম হক শামীম, গ্রামঃ উত্তর শরিফপুর, থানাঃ ধরমপুর, জেলাঃ নোয়াখালী। ধলার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় ও পুলিশের নিজস্ব ভ্যানে করে তড়িঘড়ি করে নিয়ে যায় হসপিটালে। পরে ফরিদপুর রেজওয়ান মোল্লা হসপিটালের ডাক্তার মৃত ঘোষণা করেন। দু'জনই না ফেরার দেশে।

”নিয়োগ বিজ্ঞপ্তি”পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর, ডাকঘরঃ ফরিদপুর, জিলাঃ ফরিদপুর-এ বিদ্যালয়ের অর্থায়নে অস্থায়ী ভ...
25/06/2025

”নিয়োগ বিজ্ঞপ্তি”
পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর, ডাকঘরঃ ফরিদপুর, জিলাঃ ফরিদপুর-এ বিদ্যালয়ের অর্থায়নে অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত বিষয়সমূহে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।
[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]

১. বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফরিদপুর ।২. মিলিটারি কলেজিয়েট স্কুল, ফরিদপুর ।৩. আর্মি মেডিকেল কল...
20/06/2025

১. বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফরিদপুর ।২. মিলিটারি কলেজিয়েট স্কুল, ফরিদপুর ।৩. আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতাল , ফরিদপুর ।৪. আর্মি নার্সিং ইনস্টিটিউট, ফরিদপুর ।

💥Breaking News || মাস্টার্স ভর্তির মেরিট লিস্ট প্রকাশ হবে আগামীকাল ১৮ জুন বিকাল ৪টায়।✔️কলেজে ভর্তির হতে হবে ৩০ জুনের মধ্...
17/06/2025

💥Breaking News || মাস্টার্স ভর্তির মেরিট লিস্ট প্রকাশ হবে আগামীকাল ১৮ জুন বিকাল ৪টায়।
✔️কলেজে ভর্তির হতে হবে ৩০ জুনের মধ্যে।
◾ক্লাস শুরু ১ জুলাই ২০২৫ থেকে।
▪️উক্ত ফলাফল SMS (nuatmfroll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

12/06/2025

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট

06/06/2025

মরুভূমিতে পানির অভাবে কিভাবে গরু লালন পালন করে।

06/06/2025

প্রাকৃতিক আবহাওয়া মন মুগ্ধকর পরিবেশ।

06/06/2025

অতিরিক্ত ভাড়া দেয়ার জন্য বাস ড্রাইভার ও হেলপারকে কান ধরে উঠবস করালো সেনাবাহিনী।

06/06/2025

স্বপ্নের টানে বাড়ি ফেরা।

03/06/2025

ভাঙ্গা গোল চক্কর রয়েল ফুড রেস্টুরেন্ট সামনে মারামারি।

02/06/2025

Address

Faridpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur 24 news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur 24 news:

Share