Language Of Earth's

Language Of Earth's Ai surrealism & funny content rells.
(1)

06/12/2025

হায়রে কপাল, শশুর বাড়িতে কামলার মতো ব্যবহার🤣🤣

  ছেলেটির অসাধারণ প্রতিভা , কাঠের টুকরা থেকে সুন্দর দৃশ্যটি তৈরি করল 🪵
06/12/2025

ছেলেটির অসাধারণ প্রতিভা , কাঠের টুকরা থেকে সুন্দর দৃশ্যটি তৈরি করল 🪵

ছেলেটির প্রতিবার তুলনা হয় না গ্রামীণ সুন্দর একটি দৃশ্য কাঠের মাধ্যমে ফুটিয়ে তুলেছে 🪵👍❤️
05/12/2025

ছেলেটির প্রতিবার তুলনা হয় না গ্রামীণ সুন্দর একটি দৃশ্য কাঠের মাধ্যমে ফুটিয়ে তুলেছে 🪵👍❤️

ছেলেটির অসাধারণ প্রতিভা শুধু নারকেল পাতা ও বাঁশ দিয়ে চিংড়ি মাছের আদলে একটি বাড়ি তৈরি করল ❤️🦐
05/12/2025

ছেলেটির অসাধারণ প্রতিভা শুধু নারকেল পাতা ও বাঁশ দিয়ে চিংড়ি মাছের আদলে একটি বাড়ি তৈরি করল ❤️🦐

05/12/2025

খবর আছে আজকে😂😂

কৃষকের বাদাম খেতে অলৌকিক ইঁদুরের মত দেখতে বাদাম 🥜🐀
05/12/2025

কৃষকের বাদাম খেতে অলৌকিক ইঁদুরের মত দেখতে বাদাম 🥜🐀

04/12/2025

বউয়ের কান্ড 😂😂

24/11/2025
একটি সাজানো সংসার হুট করে ভেঙে যায় না; এর ভাঙনের শুরু হয় খুব সাধারণ কিছু অভিযোগ দিয়ে। স্বামী বা স্ত্রী যখন তাঁদের জীবনসঙ...
11/11/2025

একটি সাজানো সংসার হুট করে ভেঙে যায় না; এর ভাঙনের শুরু হয় খুব সাধারণ কিছু অভিযোগ দিয়ে।
স্বামী বা স্ত্রী যখন তাঁদের জীবনসঙ্গী সম্পর্কে কোনো নেতিবাচক কথা বা দাম্পত্য জীবনের শূন্যতা অন্য কোনো নারীর (বা পুরুষের) কাছে প্রকাশ করেন—যেমন সহকর্মী, পুরোনো বন্ধু বা নতুন পরিচিত যেই হোক না কেন। তখনই আমরা ভুল টা করে থাকি।

আপনি হয়তো ভেবেছিলেন, এটি শুধু মন খারাপের সময় একটু 'সাপোর্ট খোঁজা'। কিন্তু বাস্তবে আপনি জানিয়ে দিচ্ছেন যে, আপনার দাম্পত্য জীবনে এক ধরনের আবেগিক শূন্যতা (Emotional Void) আছে।
যে নারী বা পুরুষকে আপনি এই কথাগুলো বলছেন, তারা কিন্তু মোটেও নিষ্ক্রিয় থাকে না। তারা বুঝে ফেলে, আপনার জীবনে একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে—যেটা তারা পূরণ করতে পারে।
আপনি যখন বলেন, "আমার স্ত্রী আমাকে সময় দেয় না/শুধু অভিযোগ করে," সেই বাইরের মানুষটি তখন চেষ্টা করে আপনাকে প্রতিদিন একটু বেশি সময় দিতে এবং প্রশংসা দিয়ে ভরিয়ে দিতে।
আপনার বলা "আমার ঘরে শান্তি নেই" কথাটি শুনে সেই মানুষটি হয়ে ওঠে আপনার নতুন 'প্রশান্তির নতুন আশ্রয়'। এই সহানুভূতি আর মনোযোগ আপনাকে দ্রুত তার প্রতি আকৃষ্ট করে।
আপনি হয়তো ভাবেন, "এটা তো শুধু কথা, এতে ক্ষতি কী?" কিন্তু এই সহানুভূতি আর আদান-প্রদান যখন নিয়মিত হতে থাকে, তখন অজান্তেই তা এক ধরনের মানসিক পরকীয়ায় (Emotional Affair) পরিণত হয়।
পরকীয়া কোনো দিন হুট করে শারীরিক সম্পর্ক দিয়ে শুরু হয় না। এটা শুরু হয় সামান্য একটু কথা, একটু অভিযোগ, আর একটু সহানুভূতি দিয়ে। এই আবেগিক বন্ধন একসময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসা কঠিন।
আপনি যখন এই হালকা সম্পর্ককে উপভোগ করতে শুরু করেন, তখন সেই বাইরের মানুষটিও আপনাকে তার জীবনের মূল অবলম্বন ভাবতে শুরু করে। তখন সেই সম্পর্কের দায় আর শুধু আপনার একার থাকে না—দুই জনের আবেগই গভীর ভাবে জড়িয়ে পড়ে।
বেশিরভাগ মানুষ ইচ্ছে করে নিজের সংসার ভাঙে না; তারা শুধু একটুখানি 'দরজা খুলে দেয়'। কিন্তু বুঝতে পারে না, সেই ছোট ফাঁক দিয়েই অশান্তি, অনৈতিকতা আর অনিশ্চয়তা দ্রুত কিভাবে ঢুকে পড়ে।

দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গেই কথা বলুন। আপনার স্ত্রী বা স্বামী আপনার প্রতিপক্ষ নন, তাঁরা আপনার ঘরের মানুষ।
নিজেদের মধ্যে বোঝাপড়া না হলে প্রয়োজনে পেশাদার কাউন্সেলর বা থেরাপিস্টের সাহায্য নিন।

আপনার ভেতরের দুর্বলতার কথা বাইরের কারো কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন। সব সম্পর্কেই ঝড় আসে, কিন্তু সেই ঝড় ঠেকাতে হলে দরজা বন্ধ রাখতে হয়। বাইরে থেকে সাময়িক প্রশান্তি খুঁজতে গিয়ে যেন আপনার ভেতরের শান্তিটাই না হারিয়ে যায়।

বিবাহ বিচ্ছেদের চেয়েও ভয়ানক হলো সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিচ্ছেদ। এটা এমন একটি অবস্থা যেখানে স্বামী-স্ত্রী মানসিকভাবে ...
08/11/2025

বিবাহ বিচ্ছেদের চেয়েও ভয়ানক হলো সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিচ্ছেদ। এটা এমন একটি অবস্থা যেখানে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কিন্তু সামাজিকভাবে বা আইনত তারা বিবাহিত থাকেন। ওই পরিস্থিতি দুটি মানুষ একই ছাদের নিচে বসবাস করলেও তাদের মধ্যে কোনো মানসিক সংযোগ, আবেগিক আদান-প্রদান বা পারস্পরিক বোঝাপড়া থাকে না। এটি প্রচলিত বিবাহবিচ্ছেদের মতো কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং এটি সম্পর্কের একটি অদৃশ্য ভাঙন।

সাইলেন্ট ডিভোর্সের কিছু সাধারণ লক্ষণ হলো:

১. স্বামী-স্ত্রীর মধ্যে অর্থপূর্ণ কথোপকথন একেবারেই কমে যায়। তারা দৈনন্দিন কাজকর্ম নিয়ে কথা বললেও আবেগিক বা ব্যক্তিগত বিষয়ে কোনো আলোচনা থাকে না।

২. একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি বা আগ্রহের অভাব দেখা যায়। কোনো পক্ষই অন্যজনের অনুভূতি বা প্রয়োজন নিয়ে মাথা ঘামায় না।

৩. দম্পতিরা ইচ্ছাকৃতভাবে একে অপরের সাথে সময় কাটানো এড়িয়ে চলেন। তারা নিজেদের আলাদা রুটিন তৈরি করে নেন এবং যার যার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত থাকেন।

৪. শারীরিক ঘনিষ্ঠতা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বন্ধ হয়ে যায়। এটি মানসিক দূরত্বের একটি বড় প্রতিফলন।

৫. ছোটখাটো বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি হয় এবং কেউ ক্ষমা চাইতে বা বিষয়টি মিটমাট করতে আগ্রহী হয় না।

৬. দম্পতিরা একসাথে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেন না। প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকেন।


৭. একে অপরের সফলতা বা ব্যর্থতায় কোনো রকম আগ্রহ বা অনুভূতি প্রকাশ পায় না।

অনেক কারণে সাইলেন্ট ডিভোর্স হতে পারে। এর মধ্যে প্রধান কারণগুলো হলো:

১. ছোটখাটো সমস্যাগুলো সমাধান না হয়ে দীর্ঘদিন ধরে জমতে থাকলে তা বড় ধরনের মানসিক দূরত্ব তৈরি করে।

২. স্বামী বা স্ত্রী একবার বিশ্বাস ভঙ্গ করলে সেই বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে, যা নীরব বিচ্ছেদের দিকে ঠেলে দেয়।

৩. সন্তান লালন-পালন বা আর্থিক বিষয় নিয়ে তীব্র মতবিরোধ থাকলে তা সম্পর্কের অবনতি ঘটায়।

৪. সঙ্গীর বাবা-মা এবং পরিবারকে আপন করে নিতে না পারা সম্পকর্কে আস্তে আস্তে শিথিল করে দেয়।

৫. অতিরিক্ত কর্মব্যস্ততা বা সঙ্গীকে সস্তা মনে করে তাকে সময় না দেওয়াটাও নীরব বিচ্ছেদের একটি বড় কারণ।

৬. অনুভূতি প্রকাশ করতে না পারা বা একে অপরের কথা শুনতে না চাওয়া দুজনের মধ্যে একধরনের মানসিক দূরত্ব তৈরি করে যা ধীরে ধীরে দুজনকে দূরের মানুষ করে তোলে।

সাইলেন্ট ডিভোর্সের প্রভাব শুধু স্বামী-স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো পরিবার, বিশেষ করে সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দম্পতিরা নিজেদের মধ্যে একাকিত্ব এবং হতাশা অনুভব করেন। বাবা-মায়ের এই নীরব বিচ্ছেদ দেখে সন্তানরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয়। তারা ভুল ধারণা নিয়ে বড় হতে পারে যে, সম্পর্কে ভালোবাসা বা আবেগ প্রকাশ করা অপ্রয়োজনীয়।

স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না,,,কারণ স্ত্রীর অনেক ভুল,, বেশিরভাগ লোকেই যদি প্রশ্ন করা হয়,, আপনার জীবনের স...
07/11/2025

স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না,,,
কারণ স্ত্রীর অনেক ভুল,, বেশিরভাগ লোকেই যদি প্রশ্ন করা হয়,, আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে??
স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দেন,,-"মা" কেউ বলেন -"মেয়ে" কেউবা বলেন -"বোন", কেউবা বলেন -"নানি"!!!!
কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।
খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে,,,,, তার -"বউ" তার সবচেয়ে প্রিয় নারী।
দিলেও হাতেগোনা খুব অল্প সংখ্যক মানুষ, আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে...!!
লোকে বউ পাগল বলবে!! বউয়ের কাছে ছোট হয়ে যাবে!! অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে!! এমন একজন মানুষ কি নেই.?? যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার _"স্ত্রী" অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে ধরে রেখে 'স্বল্প' বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে.......!
শ্বশুরবাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে....!!
নাকি নিজের বিছানা,, মায়ের রান্না,, জন্মের পরের বাড়িটা,, সব ফেলে আসা অনেক সহজ!!! যার কারণে বউ কখনোই কারোর প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না..!!!
যে মেয়েটা সরাসরি স্বামী,, সন্তান,, সংসার,, নিয়ে পড়ে থাকে,, অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না,,!! সে কখনোই প্রিয় স্ত্রী হতে পারে না.....!
প্রিয় মানুষ হতে পারে না....! হতে পারে না প্রিয় বউ...! হতে পারে না এটাই হলো মেয়েদের জীবন....!
কখনোই কারোর প্রিয় হতে পারে না,, একটা কথা সব সময় মনে রাখবেন,,,,,,,
স্ত্রীদের খুশি করতে বেশি কিছু লাগে না,,,, তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন,,, আর সব সময় ভালবাসবেন,,, কোন রকম অবহেলা করবেন না,,,,
তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন,,, তারা কষ্ট পাবে এমন কোন কথা বলবেন না,,,, বা এমন কোন কাজ করবেন না,,,
মনে রাখবেন...... এই মানুষটি সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে,,,, স্বামীর ভালোবাসায় তারা সেই সারাদিনের ক্লান্তি দূর করে।
একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয়। বিয়ের পর একটা মেয়ের সবথেকে ভরসার জায়গা হল তার স্বামী।।।
তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ করা থেকে বিরত থাকুন।।।

Address

Dhaka

Telephone

+8801710184125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Language Of Earth's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Language Of Earth's:

Share