14/12/2025
তুমি বড়ো হয়ে গেলে আর বুকে নিয়ে
তোমাকে ঘুম পাড়াতে হবেনা 🥺
সকাল সকাল ময়লা মাখা কাপড় গুলো
আর যত্ন সহকারে ধুতে হবে না 🥺
তোমার জন্য শখ করে খেলনা কেনা হবে না 🥺
দুই হাত মুড়ে করে আর আমার চুল ও ছিড়বে না
এগুলো ভাবলেই নিজের অজান্তেই চোখ দিয়ে পানি
গড়িয়ে পড়ে 🥺🥹🤱