Sisir Chowdhury

Sisir Chowdhury I am very simple & honest

19/05/2025

ইস*রায়েল ভয়ে ৫৭ টি মুসলিম দেশ যখন গাজাতে একটি ভাতের দানাও প্রবেশ করানোর সাহস পাচ্ছে না তখন চীন ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের সর্বোচ্চ শক্তির মাধ্যমে বিশাল বড় বড় কার্গ বিমানকে নিরাপত্তা দিয়ে গাজার আকাশে নিয়ে গিয়ে আকাশ থেকে গাজার মানুষদের জন্য খাবার নিচে ফেলছে।
Respect for China

এক ছোট শহরে করিম নামের এক যুবক কর্পোরেট অফিসে নাইট শিফটে ঝাড়ুদারের কাজ করত। কেউ তাকে খেয়াল করত না। যখন অন্যরা পদবী আর প...
01/05/2025

এক ছোট শহরে করিম নামের এক যুবক কর্পোরেট অফিসে নাইট শিফটে ঝাড়ুদারের কাজ করত। কেউ তাকে খেয়াল করত না। যখন অন্যরা পদবী আর প্রমোশনের পেছনে ছুটছিল, করিম চুপচাপ সব পরিষ্কার করত, ভাঙা চেয়ার মেরামত করত, অফিসটা জীবন্ত রাখত। তার গায়ে স্যুট ছিল না, কিন্তু সে অফিসটা ধরে রেখেছিল।

একদিন হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে উঠল। সবাই আতঙ্কিত। কিন্তু করিম ছিল শান্ত। সে অনেক আগেই খেয়াল করেছিল তারের সমস্যা, আর ব্যাকআপ ব্যবস্থা ঠিক করে রেখেছিল। সেদিন রাতেই সে শত শত মানুষের জীবন বাঁচিয়েছিল—ডিগ্রি দিয়ে না, বরং দায়িত্ববোধ আর ভালোবাসা দিয়ে।

তবুও, কোনো পত্রিকায় তার নাম ছাপা হয়নি। কোনো পদকও আসেনি। কিন্তু কিছু বদলে গিয়েছিল—মানুষ তাকে সম্মান করতে শুরু করেছিল, “ধন্যবাদ” বলেছিল। প্রথমবারের মতো, করিম নিজেকে দৃশ্যমান অনুভব করেছিল।

শ্রমিক দিবস কোনো ছুটি নয়। এটা একটা মনে করিয়ে দেওয়ার দিন—প্রতিটা মসৃণ সিস্টেম, প্রতিটা পরিষ্কার জায়গা, প্রতিটা পণ্যের পেছনে করিমের মতো কেউ একজন কাজ করে যাচ্ছেন। সেটা ডেলিভারি গাই হোক, ফ্যাক্টরির শ্রমিক, ক্লিনার, কোডার বা কনটেন্ট ক্রিয়েটর—আমরা সবাই এই পৃথিবীটা একসাথে গড়ি।

তাই আজ, শুধু স্ক্রল করে চলে যেও না। শ্রমকে সম্মান করো। পরিশ্রমের কদর করো। “ধন্যবাদ” জোরে বলো। কারণ শ্রম মানে শুধু শারীরিক কষ্ট না—এটা মানসিক, আবেগিক—এটাই অগ্রগতির আসল শক্তি।

অদৃশ্য সব নায়কদের প্রতি শ্রদ্ধা। 💪
আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

'' পূর্ন হোক সকল না পাওয়া ; জীবন হোক আরো মংগলময়'' শুভ নববর্ষ ❤
13/04/2025

'' পূর্ন হোক সকল না পাওয়া ; জীবন হোক আরো মংগলময়''
শুভ নববর্ষ ❤

আমার বলার কিছু নাই। আমরা আমাদের মুসলিম ভাই বোনেরা যেন তাদের ভুমি ফিরে পায়।আল্লাহু তাদেরকে রক্ষা কর।
10/04/2025

আমার বলার কিছু নাই। আমরা আমাদের মুসলিম ভাই বোনেরা যেন তাদের ভুমি ফিরে পায়।আল্লাহু তাদেরকে রক্ষা কর।

10/04/2025

গাজায় ঘর থেকে ধরে নিয়ে শিশু হত্যা, প্রতিনিয়ত। হে আল্লাহ রহম কর।

09/04/2025

এই তো আর হাতে গোণা কয়েকটি ভবন বাকি আছে। বাকিটা পৃথিবী থেকে মুছে গেছে।
২০০+ কোটি মুসলমানদের সামনে একটি গাজাকে মুছে ফেললো ক্ষুদ্র একটি সন্ত্রাসী রাষ্ট্র।

গা^জার সর্বশেষ অবস্থা:
১. গা^জার প্রতিটি এলাকায় এখন নিয়মিতভাবে নিষিদ্ধ ফ্লোরিন বো''''মা ব্যবহার করা হচ্ছে।

২. প্রতি ২০ সেকেন্ডে একটি করে মিসা/ইল ছোড়া হচ্ছে!
পুরো অঞ্চলটি মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

৩. আলজাজিরা, CNN, NBC-সহ সকল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের গা^জার ছেড়ে যেতে বাধ্য করেছে IDF। কোনো মিডিয়াকে সেখানে রিপোর্ট করতে দেওয়া হচ্ছে না। বাস্তবতা ঢেকে রাখা হচ্ছে বিশ্ববাসীর চোখ থেকে।

৪. এখন গা^জার মানুষের জন্য খাবার নয়, দরকার অক্সিজেন। বাতাসে বিষ — নিঃশ্বাসও এখন প্রাণঘাতী।

৫. রাফা^হ শহর সম্পূর্ণ নিশ্চিহ্ন! খবর আসছে — সেখানে আর কেউ বেঁচে নেই।

৬. চারপাশে শুধু ছাই, ধ্বংস আর নীরবতা। জীবনের কোনো চিহ্ন নেই।

- তথ্যসূত্র Al Jazira ...............................একটি জাতি পুরোপুরি নিঃশেষ হওয়ার সময়েও পুরোটা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা চুপ। মিডল ইস্টের শাসকেরা ঘুমিয়ে আছে।
😓😓

সিলেট ওসমানী মেডিকেল কলেজের গর্বিত ছাত্র, মা ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ (ফি'লি'স্তি'নে)গতরাতে গা*জা'য় নামাজরত অবস্থায...
08/04/2025

সিলেট ওসমানী মেডিকেল কলেজের গর্বিত ছাত্র,
মা ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ (ফি'লি'স্তি'নে)
গতরাতে গা*জা'য় নামাজরত অবস্থায় ইস-রা-ইল বাহিনীর ব'র্ব'র বো'মা হা'ম'লা'য় শহীদ হন।
বো*মা*র আ*ঘা*তে তাঁর পবিত্র দেহ ল'ণ্ড'ভ'ণ্ড হয়ে যায়।

তিনি হাজারো নবজাতকের জন্মে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
মায়েদের মুখে হাসি ফোটাতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন।
একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন তিনি।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁর শহাদত কবুল করুন।
তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
আমিন।

বয়কট এর ভাষা হোক প্রতিবাদে, লুটপাটে নয়..!!✅
08/04/2025

বয়কট এর ভাষা হোক প্রতিবাদে, লুটপাটে নয়..!!✅

গাজা যখন রক্তাক্ত, তখন পৃথিবীর নীরবতা অপরাধ। নিরীহ মানুষকে হত্যা, কণ্ঠরোধ ও মানবতা ধ্বংস এটা অমানবিকতা। I stand with Gaz...
07/04/2025

গাজা যখন রক্তাক্ত, তখন পৃথিবীর নীরবতা অপরাধ। নিরীহ মানুষকে হত্যা, কণ্ঠরোধ ও মানবতা ধ্বংস এটা অমানবিকতা।

I stand with Gaza🇵🇸


গাজা যখন রক্তাক্ত, তখন পৃথিবীর নীরবতা অপরাধ। নিরীহ মানুষকে হত্যা, কণ্ঠরোধ ও মানবতা ধ্বংস এটা অমানবিকতা। I stand with Gaz...
07/04/2025

গাজা যখন রক্তাক্ত, তখন পৃথিবীর নীরবতা অপরাধ। নিরীহ মানুষকে হত্যা, কণ্ঠরোধ ও মানবতা ধ্বংস এটা অমানবিকতা।

I stand with Gaza🇵🇸


06/04/2025

রাফাহ আর নেই। পুরোপুরি নিঃশ্বেষ হয়ে গেছে রাফাহ।
অল্প সময়ের মধ্যে গাজাও নিঃশব্দে মিলিয়ে যাবে দুনিয়ার মানচিত্র থেকে। 😭

একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে। আমরা বাঁচার আর্তনাদ পাঠালেও — পৃথিবী কানে নেয়নি। 😭
"আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন। বিদায়! হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত...!"
— গাজা থেকে ফেসবুকে সালেহ আল জাফরীর শেষ চিঠি।

আজকের ইতিহাস হয়তো কিছুই মনে রাখবে না,
কিন্তু আকাশ-পাতাল লিখে রাখবে এই কান্না, এই নীরব ধ্বংসযজ্ঞ।

আল্লাহর লানত! ঘোমটা পরা ঐ সমস্ত আরবদের উপর, যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। স্যালুট দরিদ্র ইয়েমেনের হুথি যোদ্ধা ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের যারা অন্তত গাজাবাসীর জন্য একটু হলেও পাশে দাঁড়িয়েছে।

ছি! এত ক্ষমতা বান মুসলিম বিশ্বকে😪🤤

04/04/2025

Watching Borbad

Address

Dhaka

Telephone

+8801984623903

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sisir Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sisir Chowdhury:

Share

Fashionable Ladies Dress

We import ladies fashionable dress from Pakistan & India.So stay with us & LIKE our page.

Page Info: https://www.facebook.com/fashionableladiesdress/