Android lecture

Android lecture Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Android lecture, Digital creator, Dhaka.

স্বপ্নকে বাস্তব করুন ইনশাআল্লাহ! ফেসবুক পেজ, আইডি, ইউটিউব ফ্রিল্যান্সিং কোর্স শেখার মাধ্যমে বদলে ফেলুন আপনার জীবন। শুরু থেকে সফলতা পর্যন্ত আপনার পথচলায় Android lecture পাশে আছে। যোগাযোগ করুন: WhatsApp 01836092159

যে ব্যক্তি নিজের কাজে প্রেম খুঁজে পায়,তার কাছে সফলতা ধরা দিতে বাধ্য!
07/07/2025

যে ব্যক্তি নিজের কাজে প্রেম খুঁজে পায়,
তার কাছে সফলতা ধরা দিতে বাধ্য!

06/07/2025

আমি ফেসবুক থেকে কত টাকা হাতে পেলাম, ব্যাংক থেকে সরাসরি আপনাদের মাঝে টাকা ঘুলো হাতে নিয়ে তুলে ধরলাম।
#৫০হাজারটাকা #স্বপ্নপূরণ #অনলাইনআয় #বাংলাদেশisRising

মানুষের কল্যাণে কাজ করাই আমার উদ্দেশ্য।আলহামদুলিল্লাহ, আমার কাজের ধারাবাহিকতায় ৩২টি ফেসবুক পেজের মধ্যে ইতোমধ্যে ১৮টি পেজ...
06/07/2025

মানুষের কল্যাণে কাজ করাই আমার উদ্দেশ্য।
আলহামদুলিল্লাহ, আমার কাজের ধারাবাহিকতায় ৩২টি ফেসবুক পেজের মধ্যে ইতোমধ্যে ১৮টি পেজে কনটেন্ট মনিটাইজেশনের অপশন এসেছে। বাকি গুলোতেও ইনশাআল্লাহ খুব দ্রুতই সব কিছু সম্পন্ন হয়ে যাবে।

একটি কথা সবসময় মনে রাখবেন—
ফেসবুকে পরিশ্রম করলে সফলতা আসবেই।
যারা কঠোর পরিশ্রম করেও এখনো মনিটাইজেশন পাননি, তারা চাইলে আমার কাছ থেকে ফেসবুক মনিটাইজেশন সেটআপ ও গাইডলাইনের সার্ভিস নিতে পারেন। নিচে কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে।

শুরু করতে সাহস লাগে, আর শেষ করতে লাগে বিশ্বাস।"
আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তবে সফলতা কেবল সময়ের ব্যাপার।

আর যদি একরাম মাহমুদের পেজ ফলো করে পাশে থাকেন, তাহলে খুব দ্রুতই আপনি সপ্নের পেজ নিয়ে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ।

আমি একরাম মাহমুদ —
আপনার ভাই, আপনার বন্ধু।
আমার হাত ধরে অনেকেই আজ তাদের সপ্ন বাস্তবায়ন করতে পেরেছে।
সামনেও আপনারা আপনাদের সপ্ন পূরণে আমার কাছ থেকে ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন।

আপনাদের দোয়া কামনা করছি।
আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মন দিয়ে কাজ করবেন।

আপনাদের স্বপ্ন ভাঙলে আমার মন কাঁদে।আপনাদের সফলতা আমার জীবনের পুরস্কার।
06/07/2025

আপনাদের স্বপ্ন ভাঙলে আমার মন কাঁদে।
আপনাদের সফলতা আমার জীবনের পুরস্কার।

তোমার কষ্ট দেখে,আজ যারা হাসছেআগামীকাল তারাই তোমাকে বলবে — ভাই, আমাকে শেখাও কিভাবে এতদূর গেলে!
05/07/2025

তোমার কষ্ট দেখে,আজ যারা হাসছে
আগামীকাল তারাই তোমাকে বলবে — ভাই, আমাকে শেখাও কিভাবে এতদূর গেলে!

05/07/2025

যারা ব্যঙ্গ করে, তারা পিছনে থাকে।
যারা চেষ্টা করে, তারা সামনে এগিয়ে যায়।
Akram Mahamud

05/07/2025

স্বপ্ন শুধু রাতেই না, দিনের আলোতেও দেখতে শিখুন।
তবেই সেটা বাস্তবে রূপ নেবে।

❤️ আমার পেজের প্রতিটি ভাই-বোনই আমার কাছে আলাদা একেকটা দোয়া।আপনাদের কমেন্টগুলো যখন পড়ি, তখন মনে হয়—আপনারা শুধু ফলোয়ার নন,...
05/07/2025

❤️ আমার পেজের প্রতিটি ভাই-বোনই আমার কাছে আলাদা একেকটা দোয়া।
আপনাদের কমেন্টগুলো যখন পড়ি, তখন মনে হয়—আপনারা শুধু ফলোয়ার নন, আমার পরিবারেরই অংশ।

প্রতিটা লাইনে থাকে ভালোবাসা, উপদেশ, আর গভীর চিন্তার খোরাক।
অনেকেই এমন সুন্দর ও বুদ্ধিদীপ্ত মন্তব্য করেন, যা পড়ে আমি অভিভূত হই—ভাবি, এত অসাধারণ চিন্তা কীভাবে করেন আপনারা?

আমি গর্বিত—কারণ আমার পাশে আছেন আপনারা, একদল হৃদয়বান মানুষ।
আপনারা শুধু ভালোবাসেন না,
আপনাদের প্রতিটি শব্দ আমার মন ছুঁয়ে যায়।

আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আমার পেজের প্রতিটি ভাই-বোনকে।
আপনারাই আমার শক্তি, আপনারাই আমার প্রেরণা।
আপনাদের কথাই আমাকে এগিয়ে যেতে শেখায়, সাহস জোগায়।

আপনাদের স্বপ্ন পূরণের পথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
ভুলে যাবেন না আমায়, ভালোবাসা দিয়ে আগলে রাখবেন—
কারণ আমি সেই ভালোবাসার মায়াতেই হারিয়ে গিয়ে, কষ্ট ভুলে পরিশ্রম করে যেতে চাই।

🤝 আপনাদের সবার প্রতি ভালোবাসা আর অশেষ অভিনন্দন রইল।

✍️ একরাম মাহমুদ এর অনুভব
#আমারপরিবার #ভালোবাসা

প্রিয় ভাই ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে পড়ুন ।আমাদের অনেকেই প্রতিদিন একটা ছোট ভুল করে থাকি—তা হলো: কোনো ভিডিও বা পোস্টে লাই...
05/07/2025

প্রিয় ভাই ও বোনেরা, একটু মনোযোগ দিয়ে পড়ুন ।
আমাদের অনেকেই প্রতিদিন একটা ছোট ভুল করে থাকি—
তা হলো: কোনো ভিডিও বা পোস্টে লাইক না দিয়ে সরাসরি কমেন্ট করা।

➡️ এখন থেকে দয়া করে এই অভ্যাসটা পরিবর্তন করুন।
কারণ আপনি যখন আগে লাইক দেন, তারপর কমেন্ট করেন,
তখন ফেসবুক অ্যালগরিদম সেই পোস্টের জন্য দুটি আলাদা নোটিফিকেশন রেজিস্টার করে।
এটাই কিন্তু ফেসবুকের কাছে সেই পোস্টের গুরুত্ব বাড়িয়ে তোলে।

📌 প্রতিদিন আপনি যতগুলো পোস্টে লাইক দেন, তারপর কমেন্ট করেন—
ততবার করে সেই কনটেন্টটি ফেসবুকের কাছে ‘ভ্যালুয়েবল’ হিসেবে ধরা পড়ে।
মাস শেষে ফেসবুক সেই হিসেবগুলোই কনটেন্ট মনিটাইজেশনের সময় মূল্যায়ন করে।

🟢 তাই এখন থেকে যে কোনো ভিডিও, পোস্ট বা স্ট্যাটাস দেখলে:
আগে লাইক দিন, তারপর কমেন্ট করুন।

আমি একরাম মাহমুদ, আপনাদের স্বপ্ন পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
আমার কাজগুলো আপনাদের কেমন লাগে?
এই পোস্টে একটি ❤️ লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।

আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে
Android Lecture পেজে ফলো দিয়ে পাশে থাকুন।
ধন্যবাদ ও ভালোবাসা। ❤️

#একসাথে_বদলাবে_ভবিষ্যৎ


জিবনে যতদিন বাঁচবো মানুষের কল্যাণে কাজ করে যাবোআপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।আপনারা যেন ভা...
05/07/2025

জিবনে যতদিন বাঁচবো মানুষের কল্যাণে কাজ করে যাবো
আপনাদের মুখে একটু হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
আপনারা যেন ভালোভাবে খেতে পারেন, চলতে পারেন — এই ভাবনা থেকেই দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য।

আলহামদুলিল্লাহ্‌, গত ২৪ ঘন্টার মধ্যে ১৭টি ফেসবুক পেজে সফলভাবে মনিটাইজেশনের কাজ শেষ করতে পেরেছি।

এর মধ্যেই আমার এক ফলোয়ার
ফেসবুক থেকে ৮৭৮ ডলার ইনকাম করেছেন,
যা বাংলায় প্রায় ১,০৭,১১৬ টাকা!
নিচে স্ক্রিনশট দেওয়া হলো

এই টাকায় একটা পরিবারের মুখে হাসি ফিরেছে।
এই ইনকামে কারো বাসায় রান্না হয়েছে,
কারো সংসার হালকা হয়েছে —
এটাই আমার সবচেয়ে বড় ভালোলাগা।

জীবনে যতদিন বাঁচবো,
মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন

আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করে আপনাদের পরিবারের মুখে হাসি ফোটাতে চান,
তাহলে কমেন্ট থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন—
একরাম মাহমুদের কাছ থেকে মনিটাইজেশনের সার্ভিস নিতে পারবেন।

বেকার বসে না থেকে, ফেসবুককে কাজে লাগান।
আপনার একটু চেষ্টা, একটু পরিশ্রম —
আপনার জীবন বদলে দিতে পারে।

আমি আছি পাশে, গাইডলাইন দিবো, পথ দেখাবো।
আপনার জেতা নিশ্চিত, যদি কাজ করেন নিয়ম মতো।

নিত্য নতুন আপডেট, টিপস ও সাকসেস গল্প পেতে Android Lecture পেজবুক পেজটি ফলো করে রাখুন





#ঘরে_বসে_আয়

আমি হয়তো বড় কিছু দিতে পারবো না,কিন্তু কারো হাতটা ধরে বলতে পারবো —তুমি কিন্তু একা না। #মানবতা #ভালোবাসা
04/07/2025

আমি হয়তো বড় কিছু দিতে পারবো না,
কিন্তু কারো হাতটা ধরে বলতে পারবো —
তুমি কিন্তু একা না।

#মানবতা
#ভালোবাসা

📌 মেয়ে মানুষ সমাজের বোঝা হবে কেন?" — একরাম মাহমুদের বাস্তব ভাবনাআমি রিয়েল কথা বলি। কারো ভালো নাও লাগতে পারে।তবে মন থেকে ...
04/07/2025

📌 মেয়ে মানুষ সমাজের বোঝা হবে কেন?" — একরাম মাহমুদের বাস্তব ভাবনা

আমি রিয়েল কথা বলি। কারো ভালো নাও লাগতে পারে।
তবে মন থেকে বলছি — মেয়েরা সমাজের বোঝা না, বরং শক্তি।
অনেকে মেনে নেয় না, কিন্তু সময় বদলাচ্ছে… আর সেই বদলের পাশে আমিও আছি।

🙍‍♀️ আজও অনেক পরিবার আছে, যারা মেয়েদের সুন্দর, স্টাইলিশ বা স্বাধীন জীবনযাপন মেনে নিতে পারে না।
তারা চায়, মেয়ে মানে শুধু রান্না-বান্না, সংসার আর চুপচাপ জীবন।

❌ ভিডিও বানালে বলে:
"মেয়ে হয়ে এসব ভিডিও করো কেন? মানায় না, বিয়ে হবে না!"

❌ একটু সাজলে বলে:
"এত সাজলে কী হবে? ভাল মেয়েরা এসব করে না।"

❌ ক্যামেরা হাতে নিলেই শুনতে হয়:
"ছবি তোলা বাদ দাও, নাচগান করে নষ্ট হয়ো না!"

❌ অনলাইনে ইনকাম করতে চাইলে বলে:
"মেয়ে মানুষ আবার ইনকাম করবে? রান্না শিখো বরং!"

❌ বাইরে গেলে বা স্বাধীনভাবে চললে কটাক্ষ করে:
"মেয়ে হয়ে এত ঘুরো কেন? লোকে কী বলবে?"

এই কথা গুলো অনেক মেয়ের স্বপ্ন ধ্বংস করে দেয়।
তারা মনে করে, হয়তো সত্যিই আমি কিছু করতে পারি না, সমাজ আমায় থামিয়ে দেবে।

💔 কিন্তু আমি বলি — থামবে কেন?
তুমি যদি জানো তুমি কে, তুমি কী করতে পারো — তাহলে সমাজের চোখে না দেখে, নিজের চোখে নিজেকে দেখো।

👑 তুমি সাজলে সুন্দর হও, বললে কণ্ঠ উঠে আসে, হাঁটলে দুনিয়া কাঁপে —
তুমি একা কোনো ভুল না, বরং তুমি এমনই — যেভাবে তুমি নিজেকে ভালোবাসো।

আমি একরাম মাহমুদ — আমি মেয়েদের পক্ষে আছি।
তাদের জন্য যারা কিছু করতে চায়, স্বপ্ন দেখে, বাধা পেরিয়ে নিজেকে প্রমাণ করতে চায়।

🫶 তুমি যদি এমন মেয়ে হও, তাহলে আমি তোমার পাশে আছি।
কারণ তোমরা সমাজের বোঝা না, বরং আগামীর আলো।


#মেয়ে_মানুষ_বোঝা_না
#নিজেকে_ভালোবাসো
#রিয়েল_থাকো_ভালো_থাকো
#মেয়েদের_সম্মান_করুন

Address

Dhaka
3920

Telephone

+8801836092159

Website

Alerts

Be the first to know and let us send you an email when Android lecture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Android lecture:

Share