জাগরণের ২৪

জাগরণের ২৪ ছাত্র-জনতার নবজাগরণের পথে, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবিচল কণ্ঠ।

জাগরণের ২৪ ছাত্র-জনতার আন্দোলনের একটি অগ্রদূত, যেখানে আমরা প্রথম থেকে বর্তমান পর্যন্ত প্রতিটি ঘটনা তুলে ধরি। এই পেজের মাধ্যমে আমরা দেশের নবজাগরণের পথে চলমান সংগ্রামের সংবাদ ও বিশ্লেষণ করি। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরা এবং ফ্যাসিবাদ ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে জানান, শেখ হাসিনা প্রকাশ...
18/09/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে জানান, শেখ হাসিনা প্রকাশ্যে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা-নাতিপুতি’ আখ্যা দেন। তার এই বক্তব্যের পরই দেশব্যাপী ছাত্রলীগ ও পুলিশ আন্দোলন দমনে হামলা চালায়। ১৪–১৯ জুলাইয়ের সেই সময়েই ব্যাপক হত্যাকাণ্ড, গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ঘটে। নাহিদের মতে, হাসিনার এ মন্তব্যই সহিংসতার বৈধতা তৈরি করেছিল।

ইউটিউবে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ব্লক করলো ভারতভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে বাংলাদেশের জুলাই ...
18/09/2025

ইউটিউবে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ব্লক করলো ভারত

ভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে দেশটি । বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ’৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়। যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি জানিয়েছে, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সা...
18/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি জানিয়েছে, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জিএস পদে বিজয় অবৈধ। কারণ, তখন তাঁর বৈধ ছাত্রত্ব ছিল না; এমফিল প্রোগ্রামে ভর্তিও নিয়মবহির্ভূত।

রাশেদ খান ও সানাউল্লাহ হকের অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য নিয়াজ আহমদ খান অনুমোদিত কমিটি এই মত দেয়। প্রতিবেদনে আরও উল্লেখ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির প্রাথমিক প্রমাণ মেলে; বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে যেতে অধিকতর তদন্ত প্রয়োজন বলে সুপারিশ করা হয়েছে।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নাহিদ ইসলাম বলেন, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও ডিজিএফআই–সহ যেসব বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড ও গুমে ...
18/09/2025

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নাহিদ ইসলাম বলেন, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও ডিজিএফআই–সহ যেসব বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড ও গুমে জড়িত ছিলেন এবং স্বৈরাচারী শাসনকে সহায়তা করেছেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন।

তিনি বিশেষভাবে রামপুরা-বাড্ডার ঘটনার কথা উল্লেখ করে বলেন, কোনও বাহিনীর সদস্য অপরাধে জড়িত হলেও সেটিকে ছাড় দেওয়া ঠিক হবে না; ট্রাইব্যুনাল ও সরকারের কাছে এই ধরনের অপরাধীদের ফের বিচারপ্রক্রিয়ার আওতায় আনার আহ্বান রাখলেন।

তিনি আরও বলেন, আমাদের দাবি হলো সার্বিকভাবে সব ঘটনাকে পর্যবেক্ষণ করে যেন অপরাধীরা পার পেয়ে না যায়—কারণ বহু মামলা এখনও সাধারণ আদালতে রয়েছে এবং গুম সংক্রান্ত অভিযোগগুলো যথাযথভাবে দেখা হচ্ছে না বলে তদন্তকারীদের উদ্বেগ রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত ‘গণহত্যা’র ঘটনায় দায়ের হওয়া মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জ...
18/09/2025

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত ‘গণহত্যা’র ঘটনায় দায়ের হওয়া মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে, ইতিমধ্যে ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে।

চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সাক্ষ্যগ্রহণ শিগগিরই শেষ হবে, তবে বিচার কখন শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রসিকিউশন সূত্র বলছে, আরও দু-তিনটি সাক্ষ্য ও তদন্ত কর্মকর্তার জবানবন্দির পর সাক্ষ্যগ্রহণ শেষ হবে। আসামিরা পলাতক থাকায় সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ নেই, ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে যেতে পারে।

আনুষ্ঠানিক অভিযোগে হাসিনাকে ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়। মামুন পরে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগে পাঁচটি অপরাধের বর্ণনা আছে—১৪ জুলাই গণভবনে উসকানিমূলক বক্তব্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, শিক্ষার্থী আবু সাঈদের হত্যা, ৫ আগস্ট চাঁনখারপুলে ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে গুলি ও পুড়িয়ে হত্যা। এসব ঘটনায় হত্যা, নির্যাতন, অমানবিক আচরণ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, এসব অপরাধ দেশি-বিদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার অনুসন্ধানে প্রমাণিত। তাই মামলাটি দ্রুত রায়ের দিকে অগ্রসর হবে বলে তারা আশা করছে।

চলতি বছর একাদশ শ্রেণির ভর্তিতে শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। দেখা গেছে, ইন্স্যুরেন্স...
18/09/2025

চলতি বছর একাদশ শ্রেণির ভর্তিতে শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। দেখা গেছে, ইন্স্যুরেন্স কোম্পানির চাকরিজীবী, প্রাথমিক শিক্ষক এমনকি ব্যবসায়ীদের সন্তানরাও এই কোটায় ভর্তি হয়েছে। ফলে প্রকৃত মেধাবীরা ভালো কলেজে পড়ার সুযোগ হারিয়েছেন। শিক্ষা বোর্ডের মতে, এখন মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স ৬৭ বছর, তাই তাদের সন্তান কলেজগামী হওয়ার সম্ভাবনা নেই। অথচ এ বছর দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছে, যা অনিয়মের ইঙ্গিত দেয়।

অভিভাবক ঐক্য ফোরামের দাবি, ঐতিহাসিক আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর আর কোনো কোটা ব্যবস্থা থাকা উচিত নয়। কেবল মুক্তিযোদ্ধাদের জন্য সীমিত সম্মানসূচক কোটা রাখা যেতে পারে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ সুবিধা রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। ভর্তি কমিটির তথ্যে দেখা যায়, এ বছর মোট ১০ লাখ ৬৬ হাজার শিক্ষার্থী নির্বাচিত হয়েছে, যার মধ্যে শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পেয়েছে প্রায় পাঁচ হাজার। এর মধ্যে শিক্ষা কোটা–১-এ ভর্তি হয়েছে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী, যা মন্ত্রণালয়ের কর্মচারীর সংখ্যার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এসব শিক্ষার্থীকে কলেজে ভর্তি হতে হলে কোটার কাগজপত্র জমা দিতে হবে। ব্যর্থ হলে ভর্তি বাতিল হবে, ফলে শিক্ষার্থীরা নতুন জটিলতায় পড়ছে। তারা স্বীকার করেছেন, এ কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি। আগামী বছর প্রযুক্তি ব্যবহার করে অনিয়ম নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটার বিধান না থাকায় বর্তমান কোটা ব্যবস্থার কোনো যৌক্তিকতা নেই। সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের স্বার্থে কোটা বহাল রাখার ফলে ভর্তি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এবং শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে নতুন ক্ষোভের জন্ম দিয়েছে।

ধানের শীষে ভোট দিতে হবে 😀
18/09/2025

ধানের শীষে ভোট দিতে হবে 😀

18/09/2025

আল্লাহ কেন একটা স্পেসিফিক জাতিকে সম্পুর্ন নিশ্চিহ্ন করবেন তার অজস্র কারণ অলরেডি দেখিয়েছেন আমাদের।

18/09/2025

নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিককে মেরে র*ক্তাক্ত করলো বিএনপি নেতাকর্মীরা

নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদীর স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। আজ সকাল থেকেই নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির একপক্ষের সমর্থকরা তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় তার মাথায় আঘাতের ফলে ফেটে যায়।

এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণজুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার...
18/09/2025

এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হয়েছে। কয়েকটি দল ও প্ল্যাটফর্মের সঙ্গে দুই এজেন্ডা নিয়ে দফায় দফায় আলোচনায় অগ্রগতি হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আরো কিছুটা দেরি হবে।

একাধিক দল ও প্ল্যাটফর্মের এনসিপিতে একীভূত হওয়া, ইস্যুভিত্তিক আন্দোলন এবং নির্বাচনি জোটের ঘোষণা আসতে পারে। সবকিছু ঠিক থাকলে মাসখানেকের মধ্যে জুলাই সনদ ও বাস্তবায়ন পরিণতি লাভ করলে রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে নয়া সমীকরণ দৃশ্যমান হতে পারে, দেওয়া হতে পারে কর্মসূচিও।

আন্দোলন দমাতে সমন্বয়কদের দেয়া হয় গুমের হুমকিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের আন্...
18/09/2025

আন্দোলন দমাতে সমন্বয়কদের দেয়া হয় গুমের হুমকি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করতে নেয়া হয়েছিলো আয়না ঘরে। জিজ্ঞাবাদের নামে চলে নির্যাতন। আন্দোলন বন্ধ করতে সমন্বয়কদের গুমের হুমকি দেয়া হয়েছিলো।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দিতে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন ও রাষ্ট...
17/09/2025

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য নতুন করে সংবিধান লিখতে হবে। কারণ পুরনো সংবিধানে এত ব্যাপক পরিবর্তন আনা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদের বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে—শুধু মুখের প্রতিশ্রুতিতে চলবে না। দেশের জনগণের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের সুরক্ষা এবং ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে হলে নতুন সংবিধানই একমাত্র পথ। পুরনো কাঠামো আঁকড়ে ধরলে আবারও সংকট তৈরি হবে, তাই সময় থাকতে সাহসী সিদ্ধান্ত নিতে হবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাগরণের ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share