H.KaBir

H.KaBir Welcome to the H.Kabir
Interested in News, Sports, Movies, Music’s, Drama, Soap Oper

19/08/2025

পাক স্বৈরশাসকের চোখে চোখ রেখে এমন সিনেমা বানানোর সাহস শুধু জহির রায়হানেরই ছিলো।

"জীবন থেকে নেয়া" সিনেমাটি প্রথমে পাক সরকার মুক্তির অনুমতি ই দেয় নি।পরে জনগণের চাপে মুক্তি দিতে বাধ্য হলেও একদিনের মাথায় ঢাকার সিনেমা হলগুলোতে নিষিদ্ধ করে প্রদর্শনী। সেনাবাহিনী গিয়ে নিয়ে আসে সিনেমা প্রদর্শনীর সাজ-সরঞ্জাম।
তবুও দমে যাননি জহির রায়হান। তার কাছে আমাদের আরো অনেক কিছু পাওয়ার ছিলো।ক্ষণজন্মা এই মহাপুরুষের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

©️

পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডকুমেন্টারি বলা হয় মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে তাঁর নির্মিত 'স্টপ জেনোসাইড'কে। যার প্রতিটি সেকেন্ড...
19/08/2025

পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডকুমেন্টারি বলা হয় মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে তাঁর নির্মিত 'স্টপ জেনোসাইড'কে।

যার প্রতিটি সেকেন্ডে মিশে আছে একটি জাতির চিহ্ন। একটি জাতির অসীম ত্যাগের ইতিহাস।
জীবন থেকে নেয়া, কাচের দেয়াল, কখনো আসেনি, কিংবা বেহুলা'র মতো অসামান্য চলচ্চিত্রের জন্ম তাঁর হাতে।
তাঁর নির্মিত 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্র দেখার পর সত্যজিৎ রায় বলেছিলেন "এক এক অনন্য প্রতিভা, চলচ্চিত্রে এক নতুন যাত্রার সূচনা হলো। এক দুর্দান্ত প্রতিভাবান চলচ্চিত্রকারের মাইফলক।"
অস্কার মঞ্চে দাঁড়িয়ে যার উড়ানোর কথা ছিলো বাংলাদেশের পতাকা, দুহাত ভরে যার অস্কার, পাম ডি'অর, গোল্ডেন লায়ন কিংবা গোল্ডেন বিয়ার যার পাওয়ার কথা ছিলো, তাঁকে বাঁচতে দেয়নি অশুভ শক্তি।

যার হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র নতুন যাত্রার স্বপ্ন দেখেছিলো তাঁর আর সুযোগ হয়নি।
মাত্র ৩৭ বছরের জীবনে চলচ্চিত্র তো বটেই; 'হাজার বছর ধরে', 'আরেক ফাল্গুন' এর মতো উপন্যাস, 'সময়ের প্রয়োজনে'র মতো বিখ্যাত গল্পের জন্ম যার হাতে হয়েছিলো তাঁকে নিয়ে কি আর বলার অপেক্ষা রাখে!
মাত্র ৩৭ বছরের জীবনেই এই কিংবদন্তি হয়ে উঠেছিলেন বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার। তাঁর অভাব কখনোই পূরণ হয়নি বাংলাদেশে, হবার ও নয়।
আজ কিংবদন্তি জহির রায়হানের জন্মদিন।
বিনম্র শ্রদ্ধা জানাই তাঁর প্রতি।

©️

05/08/2025

ছেলেটা নামাজ পড়ে, তাকওয়া ধরে,
আর ইনবক্সে তিনটা ‘জান্নাতের হুর’ অপেক্ষায় মরে!

বলে "আমি হালাল-হারামের ভেদ বুঝি",
আর প্রেমিকাদের বলে "তুমি ছাড়া দুনিয়া ফাঁকা শুনি!

বয়ানে কাঁদায় মানুষ, চোখে জল আনে,
আর প্রেমিকাদের ইনবক্সে "মিস ইউ জান, ঘুম হলো না রাতে!

জান্নাতে যেতে চায়, কিন্তু পথ তার গোলমেলে,
কারণ লিস্টে প্রেমিকা তিন, আর দোয়া চায় এক্সক্লুসিভ জান্নাতের জন্য একেলা! 😉

জামাতের- শিবিরের অনেক কর্মীর অবস্থা 🫣

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
03/08/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

24/07/2025

অথচ দুনিয়ায় সব কিছু গুছানোতে ব্যস্ত। এই জীবনের কোনো মূল্য নেই। অস্থায়ী একটা জীবন।

24/07/2025

সবাই চায় বিখ্যাত হতে, কিন্তু খুব কম মানুষ বোঝে সুখী ও অর্থবহ জীবনের চাবিকাঠি বিখ্যাত হওয়ায় নয়, বরং জীবনকে সত্যিকারভাবে বাঁচায়। আপনি যদি নীরবে, সৎভাবে, ভালোবাসা আর দায়িত্বে জীবন কাটান, তবে সেটাই এক অনন্য সুন্দর জীবন।
অন্যদিকে, কেবল খ্যাতির পেছনে ছুটে নিজের ভেতরের মানুষটিকে হারিয়ে ফেলা মানে একটা খোলসময় জীবন যেখানে আলো আছে, কিন্তু উষ্ণতা নেই।

জীবনের মতো জীবনই আসল, খ্যাতি নয়।

22/07/2025

আমি নির্বাক। মুখে আর কোনো হাসি নেই, থেকে গেছে শুধু কান্না। যে সন্তানরা একসময় মায়ের আদরে বেড়ে উঠতো গরম রোদের মুখ পর্যন্ত দেখতো না, আজ তারা পুড়ে ছাই হয়ে গেছে। কারো চোখে জল নেই, কিন্তু কারা যেনো ভেতরে ভেতরে জ্বলছে।

মায়ের বুকফাটা কান্না থামাবে কে?

একটা দেশ কতটা দুর্নীতিগ্রস্ত হলে, এমন গুরুত্বপূর্ণ বিষয়েও এমন অবহেলা করে যায়?
কোথায় সেই দায়িত্বশীলতা? কোথায় সেই মনুষ্যত্ব?

এই প্রশ্নগুলো শুধু কাগজে লেখা থাকে,
জবাব দেয় না কেউ।

22/07/2025

৬ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছেন মাইলস্টোনের শিক্ষার্থীরা-

১. নিহ'তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।

২. আ'হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নি'হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি।

19/07/2025

এক সময় রাজনীতি ছিল মানুষের সেবা করার মহান ব্রত। ত্যাগ, আদর্শ আর ন্যায়ের পথে হাঁটতেন রাজনৈতিক নেতারা। তাঁদের চোখে স্বপ্ন ছিল দেশ গড়ার, মানুষকে এগিয়ে নেওয়ার।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলেছে। এখন রাজনীতি অনেকের কাছে জনসেবা নয়, বরং ক্ষমতা ও টাকার খেলা। দলীয় পদ, মনোনয়ন বা প্রভাব—সবই যেন বিনিয়োগ, আর লাভ আসে প্রভাব, চুক্তি, টেন্ডার, বা ব্যবসার মাধ্যমে।

রাজনীতিকে আবার মানুষকেন্দ্রিক ও আদর্শভিত্তিক করতে হলে প্রয়োজন সৎ নেতৃত্ব, সচেতন নাগরিক এবং জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে এটা কখনো হবে কিনা সন্দেহ আছে, সবাই এটা ব্যবসা হিসাবে নিয়েছে ৫ অগাস্ট এর আগে যে ছেলেটা ভাল করে ৩ বেলা খাবারের টাকা না দিতে পারলেও সে এখন গাড়ি-বাড়ি করে ফেলেছেন। অথচ আমি অনেক নেতাকে-পারিবারকে দেখেছে নিজের জমি বিক্রি করে হলেও মানুষের সেবা করেছেন।

এই দেশ উন্নত হবে তখনই যখন সেবার মন-মানসিকতা ও কর্মফলের জন্য মানুষ আফসোস করবেন! দায়বদ্ধতা থাকবে। আমার সোনার দেশে এখন চোরে ভরপুর। ছাত্রজনতার লাশ এর উপর তারা রাজনীতি করে পকেটবারি করে।

14/07/2025

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিন ধরে এক ধরনের অসংগতি ও প্রতারণার প্রতিচ্ছবি বহন করে। এখানে জনগণের মুড বা মনোভাব খুব দ্রুত বদলায় একদিকে আবেগপ্রবণতা, অন্যদিকে তথ্যের অভাব জনগণকে সহজেই প্রভাবিত করে তোলে। ধর্ম, যা হওয়া উচিত আত্মিক উন্নয়নের মাধ্যম, তা এখানে বহুবার ব্যবহার হয়েছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে মিথ্যা প্রচার ও বিভ্রান্তি ছড়াতে। গণতন্ত্রের কথা বলে যারা ক্ষমতায় আসে, অনেক সময় তারাই হয়ে ওঠে স্বৈরাচারী। প্রতিশ্রুতির ফুলঝুড়ি দিয়ে জনতাকে মোহিত করে, কিন্তু বাস্তবে দেখা যায় চাঁদাবাজি, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারই মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এই বাস্তবতায়, রাজনীতিতে আদর্শ নিয়ে যুক্ত হওয়া অনেক সময় ব্যক্তির জন্য হতাশাজনক হতে পারে। পরিবর্তন প্রয়োজন, তবে সেটি আসতে হবে সচেতনতা, শিক্ষা এবং দীর্ঘস্থায়ী সাংগঠনিক সংস্কারের মাধ্যমে not আবেগ দিয়ে পরিচালিত মুড সুইং রাজনীতির মাধ্যমে।

07/07/2025
🏆 ইতিহাস গড়ার পথে বাংলার বাঘিনীরা 🇧🇩⚽১৯৮০ সাল—বাংলাদেশের পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো অংশ নিয়েছিল এশিয়ান কাপে। সেই স্মর...
02/07/2025

🏆 ইতিহাস গড়ার পথে বাংলার বাঘিনীরা 🇧🇩⚽

১৯৮০ সাল—বাংলাদেশের পুরুষ ফুটবল দল প্রথমবারের মতো অংশ নিয়েছিল এশিয়ান কাপে। সেই স্মরণীয় পদচিহ্ন রেখে গেছে আমাদের ফুটবল ইতিহাসে। তখনো আমরা স্বপ্ন দেখতাম, একদিন হয়তো আমাদের নারীরাও এই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে।

বছর পেরিয়েছে চার দশকেরও বেশি। অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এখন বাস্তব। ২০২৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল যাচ্ছে এশিয়ান কাপে অংশ নিতে।

এ শুধু একটি ফুটবল ম্যাচ নয় এ এক ঐতিহাসিক অগ্রযাত্রা, যেখানে নারীরা পেরিয়ে গেছে সমাজের বাধা, কুসংস্কার আর সীমাবদ্ধতার দেয়াল। তারা প্রমাণ করেছে, সাহস, নিষ্ঠা আর শ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই।

এই অর্জন:
🔸 দেশের নারী খেলাধুলার ইতিহাসে মাইলফলক।
🔸 প্রজন্মকে অনুপ্রাণিত করবে স্বপ্ন দেখতে ও তা বাস্তব করতে।
🔸 ফুটবলকে আবার নতুন করে আলোচনায় আনছে বাংলাদেশে।

আজকের এই সাফল্য এসেছে দীর্ঘ সংগ্রাম, কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ফল হিসেবে। যারা একসময় খেলতে বাধা পেয়েছে, তারাই আজ দেশের পতাকা তুলে ধরবে আন্তর্জাতিক মাঠে।

বাংলাদেশ নারী ফুটবল দলকে শতভাগ শুভকামনা তাদের এই যাত্রা হোক গৌরবময় এবং বিজয়মণ্ডিত। 🇧🇩❤️

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when H.KaBir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H.KaBir:

Share