
24/09/2025
একটা গল্প ভাবুন, মামুন নামের একজন entrepreneur.. সে নতুন cosmetic brand launch করতে চাচ্ছে। প্রথম thought, “আমার যত content তত ভালো, audience তত বেশি attract হবে।” তাই সে nonstop Instagram post, reels, blog লিখতে শুরু করল।
কিন্তু দুই মাস পর মামুন ভাই দেখল, followers বাড়ছে না, engagement কম, sales কম। কারণ? মামুন ভাই content-এর slave হয়ে গিয়েছিল, content তাকে control করছিল। সে post করছিল শুধু publish করার জন্য, কোন message audience-এ পৌঁছাচ্ছে কিনা সেটা analyze করছিল না।
তারপর মামুন ভাই approach change করল। এখন সে content তৈরি করছিল purpose-driven:
✔ প্রতিটি post তার brand goal এবং audience need অনুযায়ী।
✔ captions, visuals, এবং CTA তার growth strategy অনুযায়ী।
✔ প্রতিটি content তার brand voice এবং positioning support করছিল।
ফলাফল? audience engage করতে শুরু করল, trust build হল, এবং sales steadily বেড়ে গেল। মামুন ভাই বুঝল, আপনি content কে control করলে content আপনার growth engine হয়, আর না হলে content আপনাকে drain করে। Lesson টা বলি এখন-
▶ Random বা excessive content growth guarantee করে না।
▶ Focused, goal-driven content brand visibility, trust, এবং ROI increase করে।
▶ Entrepreneurs যারা content কে master করতে পারে, তারাই brand growth-এ আগুন ধরাতে পারে।
আপনার content কি আপনাকে control করছে নাকি আপনি content কে? যদি চান আমি দেখাই কিভাবে content কে আপনার brand growth engine বানানো যায়, message করুন। আমরা step-by-step guide দেব।