Entertainment By Obonika

Entertainment By Obonika This is a page of entertainment videos and posts. Please do follow,like,comment and share my page. Thank you���
(147)

আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালবাসার চেয়ে প্রিয়। তেজ, জেদ, সাহস এবং সততা, এগুলো আমার অলংকার।আমি সহজে কারও “কাছের” হই ন...
08/01/2025

আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালবাসার চেয়ে প্রিয়। তেজ, জেদ, সাহস এবং সততা, এগুলো আমার অলংকার।

আমি সহজে কারও “কাছের” হই না, নিজেকে সহজ বানাইও না। বন্ধুদের যত্ন করি, কিন্তু বন্ধনে জড়াই না। আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গলিতে, সে গলিতে যতই আলো থাকুক, ওই আলোয় আমি হাঁটব না। কোনো প্রলোভনে আমাকে দমানো যাবে না। যা আমি করতে চাই, তা আমি অবশ্যই করব। আর যা করতে চাই না, তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না।

আমি কঠিন মানুষ। যতটা কঠিন হলে ভেঙে যাওয়া নিজেকে নতুন করে গড়া যায়, আমি ততটাই কঠিন। ইমোশন অপাত্রে বিলাই না। ভালবাসার মত আমার ঘৃণাও মুল্যবান।
পুরোনো কোনো সম্পর্কে জং ধরলে, নির্দ্বিধায় ছেড়ে দিই। অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাস আমার নেই।

আমি মাথা নত করি সম্মানে, প্রজ্ঞায়, যত্নে, ভালোবাসায়,……… ভিক্ষায় নয়। আমাকে দখল করা যায় না, আমাকে অধিকার করা যায় না, পিছুটানে আটকানো যায় না, চাইলে আমার সঙ্গে পথ চলা যায়।

কুত্তার লগে রুটি ভাগ কইরা খাইলেও নাকি কুত্তা প্রেমে পইরা যায়!কিন্তু আমার পুরো জীবনটাই আপনারে দিতে চাইলাম,কিন্তু আপনারে আ...
17/10/2024

কুত্তার লগে রুটি ভাগ কইরা খাইলেও নাকি কুত্তা প্রেমে পইরা যায়!
কিন্তু আমার পুরো জীবনটাই আপনারে দিতে চাইলাম,কিন্তু আপনারে আমি পাইলাম না!

দুনিয়ার কোনো ভিক্ষুক এমন ভাবে ভিক্ষা করে নাই,যেমন ভাবে আমি আপনার ভালোবাসা ভিক্ষা চাইছি!!😥

দুনিনার কোনো৷ মানুষ এমন কইরা হাওমাও কইরা কান্দে নাই,যেমনটা আমি আপনাকে হারানোর পরে ;হাওমাও কইরা কেন্দেছি!!

দুনিয়ার কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার ক্ষুধা নিবারনের জন্য খাবার পাওয়ার লাইগা এতটো নত হয় নাই,যতটা আমি আপনার ভালোবাসা পাওয়ার লাইগা নত হইছি!!😥

দুনিয়ার কেনো নিস্বন্তান মা একটা সন্তান পাওয়ার লাইগা, মসজিদ, মাঝারে এতটা মাথা ঠেকায় নাই,যতটা আমি ;আপনাকে পাওয়ার লাইগা ঠেকাইছি!!😥😥

দুনিয়ার কোনো বেকার যুবক চাকরি পাওয়ার লাইগা এতটা হাটে নাই,যতটা আপনাকে পাওয়ার লাইগা আমি তরিকা বাইর করছি!😥😥

দুনিয়ার ব্যাপাক মানুষ বুঝলো ;আপনারে আমার লাগবোই লাগবো,খালি আপনি মানুষটা বুঝলেন না!!😰😥😥😭😭

একটা কথা জানেন.....

আমি মসজিদে লেখা দেখছি;জান্নাত মিলে!
মন্দিরে লেখা দেখছি,মঙ্গল মিলে!
বিদ্যালয়ে লেখা দেখছি,শিক্ষা মিলে!
তারপরে ;রেষ্টুরেন্টে লেখা দেখছি, খাবার মিলে!
ফার্মেসীতে লেখা দেখছি, ঔষধ মিলে!

কিন্তু আমি দুনিয়ার এমন কোথাও লেখা পাইলাম না,
যেখানে আপনারে মিলে!!

আচ্ছা!আপনি কইতে পারেন?
কই গেলে আমি আপনারে পাইতাম!!
কেমনে আল্লাহর কাছে চাইলে আমি আপনারে পাইতাম!!😭😭

আপনি কইতে পারেন??
আমি কি দোষ করছিলাম...........😭😭😭

02/10/2024

যেভাবে ইরান মিসাইল হামলা চালালো......

কে বলেছে আপনি মারা গেছেন????😭শহীদ সর্বদা জীবিত,আপনি বেঁচে থাকবেন লক্ষ কোটি হুসাইনীর হৃদয়ে।😭😭😭😭😭😭😭😭আজ আবারও একজন মহা পুরু...
28/09/2024

কে বলেছে আপনি মারা গেছেন????😭
শহীদ সর্বদা জীবিত,আপনি বেঁচে থাকবেন লক্ষ কোটি হুসাইনীর হৃদয়ে।
😭😭😭😭😭😭😭😭

আজ আবারও একজন মহা পুরুষ চলে গেলেন 😭😭😭😭😭😭😭

দিন দিন এক এক করে চলে যাচ্ছে আমাদের থেকে মহা পুরুষ আর বাকি থাকছে শুধুই জালিমের দল,

সালাম হে শহীদ হাসান নাসরুল্লাহ 😭😭😭😭😭😭😭😭😭😭

অপেক্ষায় আছেন আপনার জন্য আমার শহীদে কারবালা 😭😭😭😭

💔We will miss you forever until the day we join you...
28/09/2024

💔We will miss you forever until the day we join you...

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ‎🏴নিশ্চয়ই শাহাদাতের মৃত্যু সৌভাগ্যের বিষয়🏴আমরা আপনাকে ভুলবনা💔আপনার এই শোক পরি...
28/09/2024

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ‎🏴
নিশ্চয়ই শাহাদাতের মৃত্যু সৌভাগ্যের বিষয়🏴আমরা আপনাকে ভুলবনা💔আপনার এই শোক পরিণত হবে ইলাহি শক্তিতে🏴ইনশাআল্লাহ বিজয় আসবেই,আল্লাহর সাহায্য অতি সন্নিকটে🤲মহান আল্লাহ আপনাকে বেহেশতের উচ্চ মর্যাদা দান করুক এবং আহলেবাইত আ: এর বিশেষ শাফায়াত নসীব করুক (ইলাহি আমিন)।
এবং আমাদের ও ভাগ্যে শাহাদাত নসিব হোক🤲

26/09/2024

নবীর (সা.) শানে বেয়াদবি সহ্য করবে না কোনো মুসলিম।
মুম্বাইয়ের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মুসলমানের যাত্রা

🍂______চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা,🦋সত্যি বলছি আমিও যে তোমার মত একা.!!🖤
23/09/2024

🍂______চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা,🦋
সত্যি বলছি আমিও যে তোমার মত একা.!!🖤

কোথায় যেন পড়েছিলাম কিছুক্ষণ চাঁদ দেখলে ভালো লাগে আর অনেকক্ষণ দেখলে নিজেকে অসহায় লাগে। উপলব্ধি খুব দেরিতে হয়েছে কথা আসলেই...
22/09/2024

কোথায় যেন পড়েছিলাম কিছুক্ষণ চাঁদ দেখলে ভালো লাগে আর অনেকক্ষণ দেখলে নিজেকে অসহায় লাগে। উপলব্ধি খুব দেরিতে হয়েছে কথা আসলেই সত্য। মনের কোণে জমে থাকা একঝাঁক অভিমান, অভিযোগ, দুঃখ সব যেন চাঁদের আলোয় মাথাচাড়া দিয়ে ওঠে। হিসেব কষতে বাধ্য করে জীবনে কত কী হারিয়ে গেছে। ভাবায় কিছু মানুষ আর কখনো ফিরবে আমার দুয়ারে। কথা থেমে গেছে আমাদের অনেকরই। খুব ব্যবধান নেই চাঁদ আর মানুষের মাঝে। নিঃসঙ্গ, কলঙ্ক, নিজে জ্বলে অন্য সবাইকে আলো দেয়া। তবুও কিছু তফাৎ তো আছেই। চাঁদকে মানুষ তার সবসহ গ্রহণ করে, তার নিঃসঙ্গতার জন্য আফসোস করে, কলঙ্কের জন্য দুঃখ পায়, নিজে জ্বলে অন্যকে আলো দেয়ার জন্য প্রশংসা করে। কিন্তু মানুষের ক্ষেত্রে এই সহমর্মিতা মানুষের মাঝে থাকে না।এ-জগতে মানুষের প্রতিই মানুষ সবচেয়ে বড় নির্দয়…!

20/09/2024

আজ জুম্মার নামাজের সময় বায়তুল মোকাররম জামে মসজিদের
ভিতরের ঘটনা।
゚viralシ #বায়তুল_মোকাররম_মসজিদ

দেশটা যেমন কারো বাপের না ,তেমনি কোন ছাত্রেরও না ,বিশ্ববিদ্যালয়েরও না।
20/09/2024

দেশটা যেমন কারো বাপের না ,তেমনি কোন ছাত্রেরও না ,বিশ্ববিদ্যালয়েরও না।

***  #জানা অজানা  #ইতিহাস  ***  ৬০০০ বছরের প্রেম, 'লাভার্স অফ ভালদারো'কে দেখে বিস্মিত বিশ্বপ্রায় ৬০০০ বছর ধরে মাটির তলায়...
18/09/2024

*** #জানা অজানা #ইতিহাস ***
৬০০০ বছরের প্রেম, 'লাভার্স অফ ভালদারো'কে দেখে বিস্মিত বিশ্ব

প্রায় ৬০০০ বছর ধরে মাটির তলায় ঘুমিয়ে রয়েছেন দুজনে।
নিশ্চিন্তে নির্লিপ্তে।

বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলা সমস্ত ঘটনাকে একপ্রকার নস্যাৎ করে দিয়েই মাটির সঙ্গে মিশে রয়েছেন তাঁরা।

এতদিনেও একটু বদলায়নি তাঁদের অবস্থান। রোমিও - জুলিয়েট, হীর- রঞ্জার প্রেমের উপাখ্যানের সঙ্গে এঁরাও তৈরি করে নিয়েছে তাঁদের নিজের পরিচিতি।

এঁরা কেউ জীবিত নন। রক্ত - মাংস মিশে গিয়েছে মাটির সঙ্গে।
পড়ে রয়েছে হাড়। কালের নিয়মে তাও জরাজীর্ণ।

লাভার্স অফ ভালদারো। এই নামেই লোকে চেনেন তাঁদের। এদের সঙ্গে জরিয়ে রয়েছে ৬০০০ বছরের ইতিহাস।

উওর ইতালির মাঁতুয়া গ্রামে খননকার্য চালানোর সময় মাটির তলা থেকে এই দুটি কঙ্কালকে উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকেরা।

সমস্তকিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন ওই কঙ্কালদু'টি ৫০০০-৪০০০ খ্রিষ্টপূর্বাব্দের। প্রায় ৬০০০ বছরের পুরনো এই কঙ্কালদু'টি।
তাঁরা জানিয়েছেন, এইভাবেই হয়ত তাঁদের দু'জনকে কবর দেওয়া হয়েছিল। কিংবা তাঁরা এভাবেই মাটির তলায় চাপা পড়ে মারা গিয়েছিলেন।

প্রত্নতাত্ত্বিকদের তরফে জানানো হয়েছে, মৃত্যুর সময় ওই যুবক - যুবতীর বয়স ছিলো ১৮ থেকে ২০ বছরের মধ্যে। উচ্চতা ছিল ৫ফুট ২ইঞ্চির কাছাকাছি। মৃত্যুর পরেও এদের দু'জনকে কউ আলাদা করতে পারেনি।

লোকে বলে সত্যিকারের ভালবাসার কোনওদিনের মৃত্যু হয় না। আর ছ'হাজার বছরের সেই ভালবাসা আরও একবার সেই কথাই প্রমাণ করল। বর্তমানে তাঁদের নতুন ঠিকানা ইতালির মাঁতুয়ার ন্যাশনাল আর্কিওলজিকাল মিউজিয়ামে।..

Address

Dhaka

Telephone

+8801936025276

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment By Obonika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment By Obonika:

Share