পথের পাঁচালী

পথের পাঁচালী জীবন পথের বাঁকের টুকরো টুকরো অভিজ্ঞতার দর্শনের মালা "পথের পাঁচালী" হয়ে সারাক্ষণ অনুরণন যোগায়।

গাধার কানরোকনুজ্জামান খান একটা দড়ির দু'দিক থেকে টানছে দু'দল ছেলেতাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে।সকল বানর ফন্দি আঁট...
25/07/2025

গাধার কান
রোকনুজ্জামান খান

একটা দড়ির দু'দিক থেকে টানছে দু'দল ছেলে
তাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে।
সকল বানর ফন্দি আঁটে জবর মজার খেলা
এমন খেলা খেলেই সবাই কাটিয়ে দেব বেলা।
কিন্তু দড়ি মিলবে কোথায়? ঘাবড়ে গেল মাথা
পালের সেরা বানর বলে মগজ তোদের যা-তা।
নেইকো দড়ি বয়েই গেল ভাবিস মিছে হাবা
লেজে লেজে ধরব টেনে হবে দড়ির বাবা।
যেই না বলা দু'দল বানর দু'দিক থেকে বসে
একের লেজটি ধরল টেনে জোরসে চেপে কষে।
বনের গাধা দাঁড়ায় মাঝে উঁচিয়ে দু'টি কান
বলে, আমার দু'দিক থেকে কান ধরে দে টান।
কান ধরে এই মাথা নিবি আপন দলে টেনে
জিতবি তবে এই খেলাতে, রাখিস সবাই জেনে।
অমনি দু'দল হেঁইয়ো টানে— গাধার বিপদ ভারি
কান ছিঁড়ে সব হুমড়ি খেয়ে পড়ল সারি সারি।
সাঙ্গ হল দড়ির খেলা বানররা সব হাসে
কান হারিয়ে গাধা শুধুই চোখের জলে ভাসে।

ছবি- নেট থেকে নেয়া

23/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

"রানার"একসময় খাঁকি রংয়ের পোষাক পরে চিঠিপত্রের ব্যাগ কাঁধে নিয়ে বল্লম ও লণ্ঠন হাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা ব্য...
18/07/2025

"রানার"

একসময় খাঁকি রংয়ের পোষাক পরে চিঠিপত্রের ব্যাগ কাঁধে নিয়ে বল্লম ও লণ্ঠন হাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা ব্যক্তিটিই "রানার"।
মোবাইল, ইন্টারনেটের এ যুগে বার্তা আদান-প্রদান আর যোগাযোগের পুরনো মাধ্যম চিঠির জায়গা দখল করেছে এসএমএস, কল, ই-মেইল।
এসব কারণে দাপ্তরিক কাজের বাইরে চিঠির প্রচলন খুব একটা নেই। তাই আজকাল রানারও চোখে পড়ে না।
রানার (Runner) মানে হচ্ছে বার্তাবহ।
উপমহাদেশে ব্রিটিশ আমল থেকেই ডাক কার্যক্রম শুরু হয়। তখন থেকেই রানারদের কাজ শুরু। সদর এলাকার ডাকঘরের চিঠি গ্রাম ও প্রত্যন্ত এলাকার ডাকঘরে পৌঁছে দেওয়া; আর সেখানকার ডাকবাক্সের চিঠিগুলো সদর এলাকার ডাকঘরে নিয়ে আসা ছিল রানারের কাজ।
বাংলাদেশে ২০০০ সালের পর থেকে ডাক বিভাগে রানার পদে জনবল নিয়োগ বন্ধ আছে।
(সংগৃহিত ছবি)

তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল’।মাথা তৈলাক্ত করুন, জীবন বদলিয়ে যাবে!ছবি: নেট থেকে নেয়া
08/07/2025

তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল’।
মাথা তৈলাক্ত করুন, জীবন বদলিয়ে যাবে!

ছবি: নেট থেকে নেয়া

----------/সাবধান/------------বিষাক্ত হরমন/টনিক স্প্রে করা ড্রাগনে বাজার সয়লাব। এ বিষাক্ত ড্রাগন খেলে মানব শরীরে কিডনী ন...
04/07/2025

----------/সাবধান/------------

বিষাক্ত হরমন/টনিক স্প্রে করা ড্রাগনে বাজার সয়লাব। এ বিষাক্ত ড্রাগন খেলে মানব শরীরে কিডনী নষ্টসহ মরণব্যাধি ক্যানসার হতে পারে।

বিরিয়ানির উৎপত্তি ইতিহাস ★★★★★★★★★★★★বিরিয়ানির সঠিক উৎপত্তি সম্পর্কে অনশ্চিয়তা রয়েছে। তবে উত্তর ভারতে, দিল্লির (মুঘলা...
26/06/2025

বিরিয়ানির উৎপত্তি ইতিহাস
★★★★★★★★★★★★

বিরিয়ানির সঠিক উৎপত্তি সম্পর্কে অনশ্চিয়তা রয়েছে। তবে উত্তর ভারতে, দিল্লির (মুঘলাই রন্ধনপ্রণালী) মুসলিম বসতিপূর্ণ স্থানগুলিতে, রামপুর, লখনউ (আওধী রান্না) এবং অন্যান্য ছোট রাজ্যে বিরিয়ানি বিভিন্ন বৈচিত্র্যের উৎপত্তি লক্ষ করা যায়। আবার অনের মতে, দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ এ বিরিয়ানির উৎপত্তি। সেইসাথে তামিলনাড়ু (আম্বুর, তানজাভুর, চেটিনাড, সালেম, ডিন্ডিগাল) ), কেরালা (মালাবার), তেলেঙ্গানা এবং কর্ণাটক (ভাটকল) যেখানে মুসলিম সম্প্রদায় উপস্থিত ছিল সেখানেও এই রন্ধনপদের উৎপত্তি বলে মনে করা হয় । অনেকের মতে এই খাবারের উৎপত্তি মুঘল আমলে দিল্লীতে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

****** মশা *****মশা ছোট হলেও এর দাপট বিশাল! এই ক্ষুদ্র প্রাণীটি ঘুমের দুশমন, রক্তচোষা আতঙ্ক এবং অসংখ্য রোগের বাহক।এটি হচ...
24/06/2025

****** মশা *****

মশা ছোট হলেও এর দাপট বিশাল! এই ক্ষুদ্র প্রাণীটি ঘুমের দুশমন, রক্তচোষা আতঙ্ক এবং অসংখ্য রোগের বাহক।
এটি হচ্ছে মশার চারণভূমি। এখানে ডেঙ্গু, এডিস, ম্যালেরিয়া, ফাইলেরিয়া সব মশাই পাবেন। এটা কিন্তু পৌর এলাকার মধ্যে।

বলুন তো এটি কি শস্যক্ষেত? বলতে পারলে বুঝব, আপনার শরীরে সোঁদামাটির গন্ধ আছে।
22/06/2025

বলুন তো এটি কি শস্যক্ষেত? বলতে পারলে বুঝব, আপনার শরীরে সোঁদামাটির গন্ধ আছে।

গুরু গুরু মেঘ গুমরি গুমরিগরজে গগনে গগনে, গরজে গগনে।ধেয়ে চলে আসে বাদলের ধারা...       ****কবিগুরু
20/06/2025

গুরু গুরু মেঘ গুমরি গুমরি
গরজে গগনে গগনে, গরজে
গগনে।
ধেয়ে চলে আসে বাদলের ধারা...
****কবিগুরু

প্রতিদিন সূর্য ঠিকই উদিত হবে, কিন্তু ফেলে যাওয়া সময়টা আর ফিরবে না।
20/06/2025

প্রতিদিন সূর্য ঠিকই উদিত হবে, কিন্তু ফেলে যাওয়া সময়টা আর ফিরবে না।

শেষ সাওগাত কাব্যগ্রন্থের "গোঁড়ামি ধর্ম নয়" কবিতার অংশবিশেষ।(ইন্টারনেটে থেকে সংগৃহীত)
17/06/2025

শেষ সাওগাত কাব্যগ্রন্থের "গোঁড়ামি ধর্ম নয়" কবিতার অংশবিশেষ।
(ইন্টারনেটে থেকে সংগৃহীত)

রামু বৌদ্ধ বিহার★★★★★★★কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে রামু। পুরাকীর্তিসমৃদ্ধ রামুতে রয়েছে অনেক প্রাচীন বৌদ...
17/06/2025

রামু বৌদ্ধ বিহার
★★★★★★★
কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে রামু। পুরাকীর্তিসমৃদ্ধ রামুতে রয়েছে অনেক প্রাচীন বৌদ্ধ নিদর্শন। রামুতে সর্বমোট ৩৫টি বৌদ্ধ মন্দির ও জাদি রয়েছে। রামুর উত্তর মিঠাছড়ির পাহাড়চূড়ায় রয়েছে গৌতম বুদ্ধের ১০০ ফুট লম্বা সিংহশয্যা মূর্তি। আর মাত্র দুই কিলোমিটার অদূরেই কেন্দ্রীয় সীমাবিহার নতুন করে নির্মিত হয়েছে।

সংগৃহীত

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when পথের পাঁচালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share