Decode with Mehedi

Decode with Mehedi Uncovering truth—one story at a time.

31/07/2025

এক প্রজন্মের লড়াইয়ের প্রেরণা হয়ে উঠেছিল ২০২৪-এর জুলাই আন্দোলনের এই গানগুলো!

12/07/2025

এবারের বান্দরবান অভিযান, পাহাড় চিরে বয়ে চলা অপরূপ তৈনখাল।
যেখানে কিছুদিন আগেই ২ জন পর্যটক মারা যান আর ১ জন নিখোঁজ হন। সেই অপরূপ তৈনখালের ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। ভারী বৃষ্টিতে কত শত পাহাড় যে পার হয়েছি, তার হিসেব নেই। টানা ৬ দিন হেঁটেছি, কয়েকদিন নুডলস আর বিস্কুট খেয়ে দিন পার করেছি। তবুও, এই দুই চোখ এই ক্ষণিক জীবনে অপার্থিব জগতের যেই সৌন্দর্যগুলোর সাক্ষী হতে পেরেছে, সেই স্মৃতি আর গল্প দিয়েই একটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। এই জন্যই হয়তো এমন ছুটে চলা,ভিন্ন রং কিংবা আবহের ঝলক দিয়ে মস্তিষ্কের চিলেকোঠায় নির্মলতা বজায় রাখা।
প্রকৃতির এই রূঢ় রূপই শেখায় ভয়ে নয়, সাহস আর বিশ্বাসেই যাপন করে বাঁচায়।

12/07/2025

শ্যামলীতে সকালে স্পেশাল ছিনতাই! টাকা-পয়সা নয়, গায়ের গেঞ্জি আর পায়ের জুতাও নিয়ে গেল ছিনতাইকারীরা — এ শহরে এখন গেঞ্জিও নিরাপদ নয়!

16/06/2025
07/05/2025

অখণ্ড ভারত–এর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে!
ভারত ধীরে ধীরে তাদের সাম্রাজ্যবাদী মানসিকতা বাস্তবায়ন করছে—প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ঘিরে ফেলাই এখন তাদের মুল কৌশল।
১৬টি নতুন BSF ব্যাটালিয়ন মোতায়েন করে বাংলাদেশকে ঘিরে শুরু হয়েছে সীমান্ত আগ্রাসনের ভয়াবহ পরিকল্পনা।
বন্ধুত্বের মুখোশ পরে চলা ভারত, আজ সামরিক জালে বন্দি করতে চাইছে বাংলাদেশকে!
গুলি, হত্যা, নির্যাতনের পর এবার আসছে দখলের নতুন কৌশল!

20/01/2024

বড় খাওন। বই সম্প্রদান। কাকতাল। ১৯শে জানুয়ারি ২০২৪ খ্রীস্টাব্দ।
Kaaktaal কাকতাল

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Decode with Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Decode with Mehedi:

Share