মাকতাবাতুল হিফায Maktabatul Hifaz مكتبة الحفاظ

  • Home
  • মাকতাবাতুল হিফায Maktabatul Hifaz مكتبة الحفاظ

মাকতাবাতুল হিফায Maktabatul Hifaz مكتبة الحفاظ An islamic books publisher

আলহামদুলিল্লাহ! #হজ্ব_সহায়িকা কিতাবটি ছেপে এসেছে!আপনার কপি সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন: #মাকতাবাতুল_হিফায০১৯১৯০০১২০০...
23/05/2024

আলহামদুলিল্লাহ!
#হজ্ব_সহায়িকা কিতাবটি ছেপে এসেছে!

আপনার কপি সংগ্রহ করতে
যোগাযোগ করতে পারেন:

#মাকতাবাতুল_হিফায
০১৯১৯০০১২০০, ০১৭৭৮৭২৮৮০৫

 #হজ্ব_সহায়িকা!৩য় সংস্করণ। দীর্ঘ ৫টি বছর পর নতুন সংস্করণের মুখ দেখতে যাচ্ছে, ইনশাআল্লাহ!নিত্য নতুন সৃষ্ট জটিল মাসআলাগু...
12/05/2024

#হজ্ব_সহায়িকা!
৩য় সংস্করণ। দীর্ঘ ৫টি বছর পর নতুন সংস্করণের মুখ দেখতে যাচ্ছে, ইনশাআল্লাহ!
নিত্য নতুন সৃষ্ট জটিল মাসআলাগুলোর সমাধান রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে।
পূর্বের তুলনায় আরো বেশি সমৃদ্ধ। আলহামদুলিল্লাহ!

আল্লহ তাআলা সহজ করুন ও কবুল করুন আমীন!

শুরু হচ্ছে পবিত্র #হজ্বের মওসুম!

যারা ওমরা বা হজ্জে যাবার নিয়ত করেছেন তাদের জন্য একটি উপকারী যুগোপোযোগি কিতাব।

যা একজন ওমরাহ ও হজ্জ পালনকারীকে তার সমস্ত হুকুম আহকাম খুব সহজ ভাবে পালনে সহায়তা দেবে।

এই কিতাবটা সহজ ও সরল ভাষায় লিখিত ।
হ্জ্জ ও ওমরাহর প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত হুকুম আহকাম কিভাবে পালন করতে হবে তা সহ পুন:রায় বাড়ি ফিরা পর্যন্ত সবকিছুই খুব সুন্দুর ভাবে লিখিত আছে।

এই কিতাবটা যদি কেউ ( নতুন হ্জ্জ বা ওমরাহকারী ) পুন:ঙ্খানু পুন:ঙ্খ অনুসরণ করে তাহলে তাকে অন্য কোন লোকের পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন নেই বরং সেই অন্যকে পরামর্শ ও সহযোগিতা করতে পারবে।

তাই প্রত্যেকেই আমরা যারা ওমরাহ বা হজ্জের নিয়ত করেছি তারা এই কিতাবটি সাথে রাখার চেষ্টা করব আর এতে আমরা ইনশাআল্লাহ! সুনিশ্চিত উপকৃত হব ।

আল্লাহ আমাদের সকলকে হজ্জের হুকুম আহকাম সঠিক ভাবে জেনে-বুজে ও মেনে হ্জ্জ করার তৌফিক দান করুন, আমীন।

#নিরীক্ষণ—
উস্তাযে মুহতারাম
আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন সাহেব (দা:বা:)

#রিভিউ দিয়েছেন•


আসছে পবিত্র হজ্জের মওসুম। তাই এবার যারা হজ্জের নিয়ত করেছেন সকলকে অভিনন্দন জানাই এবং রব্বে কারীমের নীকট দোয়া করি তিনি যেন সকলকে কবুল হ্জ্জ নসীব করেন, আমীন। আর এই হজ্জ উপলক্ষে যারা এবার হজ্জে যাবার নিয়ত করেছেন তাদের জন্য একটি উপকারী পরামর্শ হল এই পবিত্র হ্জ্জ ও ওমরাহ কারীদের জন্য জামীয়া ইসলামীয়া দারুল উলুম ঢাকা, আকবর কমপ্লেক্সের সম্মানীত ওস্তাদ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ হুজুরের লিখিত ও মিরপুর বাসীর অহংকার ওলামায়ে কেরামের মাথার তাজ পীরে কামেল মুফতি দিলাওয়ার হোসাই সাহেব (দা:বা:)) দ্বারা নিরিক্ষিত (হ্জ্জ ও ওমরার ধারাবাহিক আমল) নামে একটি যুগোপোযোগি কিতাব বের করেছেন। যা একজন ওমরাহ ও হজ্জ পালনকারীকে তার সমস্ত হুকুম আহকাম খুব সহজ ভাবে পালনে সহায়তা দেবে। যার বাস্তব প্রমাণ আমি নিজেই । কেননা আল্লহর বিশেষ রহমতে এবার আমি আমার মাকে নিয়ে ওমরাহ পালন করে এসেছি আর আমি আমার এই সফরে হুজুরের এই কিতাবটা সঙ্গে নিয়েছিলাম এবং এই কিতাব অনুযায়ী সমস্ত হুকুম আহকাম আলহামদুলিল্লা খুবই সহজ ভাবেই পালন করতে পেরেছিলাম। এই কিতাবটা সহজ ও সরল ভাষায় লিখিত । হ্জ্জ ও ওমরাহর প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত হুকুম আহকাম কিভাবে পালন করতে হবে তা সহ পুন:রায় বাড়ি ফিরা পর্যন্ত সবকিছুই খুব সুন্দুর ভাবে লিখিত আছে। আমার কাছে মনে হয়েছে এই কিতাবটা যদি কেউ ( নতুন হ্জ্জ বা ওমরাহকারী ) পুন:ঙ্খানু পুন:ঙ্খ অনুসরণ করে তাহলে তাকে অন্য কোন লোকের পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন নেই বরং সেই অন্যকে পরামর্শ ও সহযোগিতা করতে পারবে। তাই সকলে প্রতি আমার পরামর্শ হল প্রত্যেকেই আমরা যারা ওমরাহ বা হজ্জের নিয়ত করেছি তারা এই কিতাবটি সাথে রাখার চেষ্টা করব আর এতে আমরা ইংশাআল্লহ সুনিশ্চিত উপকৃত হব । আল্লাহ আমাদের সকলকে হজ্জের হুকুম আহকাম সঠিক ভাবে জেনে-বুজে ও মেনে হ্জ্জ করার তৌফিক দান করুন, আমীন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ!সবাই কেমন আছেন?বহুদিন পর এই পেইজটি একটিভ হলো!সবাইকে এই পেইজের সাথে যুক্...
24/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ!
সবাই কেমন আছেন?
বহুদিন পর এই পেইজটি একটিভ হলো!
সবাইকে এই পেইজের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল!
আর নতুন প্রকাশনা আসছে তাই চোখ রাখুন এই পেইজে!

https://m.youtube.com/watch?v=nqUFj10xJEc
25/06/2021

https://m.youtube.com/watch?v=nqUFj10xJEc

আলোচনায় ঃইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা মুফতি মাসুম বিল্লাহ (দাঃবাঃ)। খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হ...

https://m.youtube.com/watch?v=yF8nwojQs7U
04/06/2021

https://m.youtube.com/watch?v=yF8nwojQs7U

আলোচনায় ঃইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা মুফতি মাসুম বিল্লাহ (দাঃবাঃ)। খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হ...

https://www.youtube.com/watch?v=NXhXrnzeSew
03/06/2021

https://www.youtube.com/watch?v=NXhXrnzeSew

আলোচনায় ঃইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা মুফতি মাসুম বিল্লাহ (দাঃবাঃ)। খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হ...

https://m.youtube.com/watch?v=I_PqK9nK2-c
21/05/2021

https://m.youtube.com/watch?v=I_PqK9nK2-c

আলোচনায় ঃইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা মুফতি মাসুম বিল্লাহ (দাঃবাঃ)। খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হ...

https://m.youtube.com/watch?v=qAyIUc3TPWc
10/05/2021

https://m.youtube.com/watch?v=qAyIUc3TPWc

আলোচনায় ঃইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা মুফতি মাসুম বিল্লাহ (দাঃবাঃ)। খতিব-আল মদিনা জামে মসজিদ, ইস্টার্ন হ...

আসুন!মানবতার কল্যাণে মুক্ত হস্তে শরীক হই!আমাদের কাছে প্রতিনিয়ত অনেক আবেদন জমা হচ্ছে!
22/04/2021

আসুন!
মানবতার কল্যাণে মুক্ত হস্তে শরীক হই!

আমাদের কাছে প্রতিনিয়ত অনেক আবেদন জমা হচ্ছে!

#রমাযান_ইফতার_প্যাকেজ

যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”
সুনানে তিরমিযি (৮০৭), সুনানে ইবনে মাজাহ (১৭৪৬), ইবনে হিব্বান তাঁর সহিহ গ্রন্থ (৮/২১৬)।

হজরত সালমান (রা.) বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এর দ্বারা তার গুনাহ ক্ষমা করা হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে।
আর রোজাদারের সমপরিমাণ নেকি তাকে দান করা হবে অথচ রোজাদারের প্রাপ্য নেকি একটুও কমানো হবে না।
সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে সকলের তো রোজাদারকে ইফতার করানোর মতো সংগতি নেই!
রাসূলুল্লাহ (সা.) বললেন, যে কেউ কোনো রোজাদারকে একটি মাত্র খেজুর দিয়ে বা পানি পান করিয়ে অথবা এক ঢোক দুধ দিয়ে ইফতার করাবে, মহান আল্লাহ তাকে এই সওয়াব দান করবেন।
আর যে কোনো রোজাদারকে পরিতৃপ্ত করে খাওয়াবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন আমার হাউস থেকে এমন শরবত পান করাবেন যে জান্নাতে প্রবেশের আগে তার আর পিপাসা লাগবে না।
সহিহ ইবনে খুজাইমা ১৮৮৭, বায়হাকি, শুআবুল ইমান : ৩৩৩৬, আত-তারগিব ওয়াত-তারহিব : ১৭৫৩।

সলফে সালেহিন খাবার খাওয়ানোর ক্ষেত্রে অগ্রণী ছিলেন এবং তাঁরা এটাকে মহান ইবাদত মনে করতেন।

জনৈক সলফে সালেহিন বলেছেন: “দশজন সাথীকে দাওয়াত দিয়ে তাদের পছন্দসই খাবার খাওয়ানো আমার কাছে দশজন গোলাম আজাদ করার চেয়ে প্রিয়।”

সলফে সালেহিনের অনেকে নিজের ইফতার অন্যকে খাওয়াতেন।
এদের মধ্যে রয়েছেন-
ইবনে উমর রাযি., দাউদ আল-তাঈ রহ., মালিক বিন দিনার রহ., আহমাদ ইবনে হাম্বল রহ.।
ইবনে উমর রাযি. এতিম ও মিসকীনদের সঙ্গে না নিয়ে ইফতার করতেন না।

সলফে সালেহিনদের কেউ কেউ তাঁর নিজের ইফতার তার সঙ্গী সাথীদেরকে খাওয়াতেন এবং নিজে তাদের খেদমত করতেন।
এদের মধ্যে অন্যতম- ইবনুল মুবারক রহ.।

আবু সাওয়ার আল-আদাওয়ি রহ. বলেন:

বনি আদি গোত্রের লোকেরা এই মসজিদে নামায পড়ত। তাদের কেউ কখনো একাকী ইফতার করেনি। যদি তার সাথে ইফতার করার জন্য কাউকে সাথে পেত তাহলে তাকে নিয়ে ইফতার করত।
আর যদি কাউকে না পেত তাহলে নিজের খাবার মসজিদে নিয়ে এসে মানুষের সাথে খেত এবং মানুষকেও খেতে দিত।

খাবার খাওয়ানোর ইবাদতের মাধ্যমে আরও অনেকগুলো ইবাদত পালিত হয়:
আপনার খাবার খেয়ে তারা নেককাজের শক্তি পায়, এতে আপনার সওয়াব হয়। (সংগৃহিত)

#মাহে_রমাযানে সবাই চায় একটু ভালো খাবার খেয়ে ইফতার করতে;
কিন্তু করোনার প্রভাবে আর্থিক সংকটপূর্ণ মানুষগুলো তিন বেলায় খেতে পারছেনা,
আমরা অনেক প্রান্তিক মানুষকে দেখেছি, শুধু পানি খেয়ে ইফতারি করে, সেই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে
তারা যেন কিছু খেয়ে ইফতারি করতে পারে ,
তাদের ঘরে ঘরে যেন আমরা ইফতার সামগ্রী
পৌঁছে দিতে পারি তারই একটি প্রয়াস আমাদের।

আসুন! আমরা এই রমাযানে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়াই!

যে কোন পরিমাণ আর্থিক ও উপকরণ সহায়তার জন্য যোগাযোগ :

তয়বাহ ফাউন্ডেশন
Toibah Foundation
‎ مؤسسة طيبة للأعمال الخيرية
# মুফতী মাসুম বিল্লাহ
+88 01778728805
# মুহা. রিয়াজ মাহমুদ আশিক
01925821318 (বিকাশ+নগদ) 019258213187 (রকেট)
# মুহা. ফাহিমুল হক জিসান
017159015321 (রকেট)
# মুহা. মারযুক
01676796176 (নগদ)
01676796176-6 (রকেট)

01300378022 (বিকাশ), শুধুমাত্র যাকাতের জন্য

আমরা যারা #নিয়মিত_শরীক থাকতে ইচ্ছুক তারা নিম্নের লিংকে ফরম পূরণ করার জন্য অনুরোধ করা হল:
#অনুদান_দাতা_ফরম :
https://forms.gle/Qc98vNcDNSqj3rxo9

যারা #অনুদান বা সহায়তা নিতে আগ্রহী তারা নিম্নোক্ত লিংকে গিয়ে ফরম পূরণ করুন :
#অনুদান_গ্রহিতা_ফরম :
https://forms.gle/npoKBJty1cLUJDxNA

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801919001200

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাকতাবাতুল হিফায Maktabatul Hifaz مكتبة الحفاظ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share