27/01/2024
ফ্যামিলি প্রবলেম মেয়েদের ও হয়! 🙂
আমাদের যখন কথায় কথায় বলা হয় বিয়ে দিয়ে দেব হবে না আর পড়তে পড়াশোনা বন্ধ, হুমকি দেওয়া হয় তখন আমরাও রাতের পর রাত ভেতরে ভেতরে ম'রে যাই।
ছেলেদের মত আমরা রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না! কারণ;আমরাতো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে থাকার মত কোন জায়গা নেই যেমন আমাদের, হাজার টা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে 🥺
আর নিজের "ppersonal life" তো একটা থাকেই! সেখানেও অনেকটা খারাপ লাগা, ব্যর্থতা কিছুটা অভিমান আমাদেরও থাকে।কিন্তু সেই খারাপ লাগাটা সীমাবদ্ধই থাকে চাইলেই মদ খেয়ে সিগারেট ফুকে ;কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই! ওই যে সমাজ কি বলবে ; হাজার টা প্রশ্ন তুলবে সমাজ। কখনো দেখলাম না মেয়েরা দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা, সারাদিন রুমের দরজা আটকে বসে থাকতে "! ওই অধিকার " টুকু যে নেই আমাদের, পরিবার কি ভাববে! কি বলবে, আমরা যে মেয়ে 🙂💔