Tonni Islam

Tonni Islam ︵❝།།💚🌺___─༅༎
– মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই,
যেকোনো সময় হতে পারে!-!🖤🌻 🖤🌻
-!!”

27/01/2024

ফ্যামিলি প্রবলেম মেয়েদের ও হয়! 🙂
আমাদের যখন কথায় কথায় বলা হয় বিয়ে দিয়ে দেব হবে না আর পড়তে পড়াশোনা বন্ধ, হুমকি দেওয়া হয় তখন আমরাও রাতের পর রাত ভেতরে ভেতরে ম'রে যাই।
ছেলেদের মত আমরা রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না! কারণ;আমরাতো মেয়ে বাড়ি থেকে বেরিয়ে থাকার মত কোন জায়গা নেই যেমন আমাদের, হাজার টা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে 🥺

আর নিজের "ppersonal life" তো একটা থাকেই! সেখানেও অনেকটা খারাপ লাগা, ব্যর্থতা কিছুটা অভিমান আমাদেরও থাকে।কিন্তু সেই খারাপ লাগাটা সীমাবদ্ধই থাকে চাইলেই মদ খেয়ে সিগারেট ফুকে ;কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই! ওই যে সমাজ কি বলবে ; হাজার টা প্রশ্ন তুলবে সমাজ। কখনো দেখলাম না মেয়েরা দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা, সারাদিন রুমের দরজা আটকে বসে থাকতে "! ওই অধিকার " টুকু যে নেই আমাদের, পরিবার কি ভাববে! কি বলবে, আমরা যে মেয়ে 🙂💔

09/01/2024

"ফেলে আসা দিন, ভেঙে যাওয়া সপ্ন,আর কখনো আসবে না, আর কখনো পুরণ হবে না, দিন গুলো সৃতি হয়ে থাকবে, সপ্ন গুলো অধরায় রয়ে যাবে,,
ক্ষমা কর মোরে, ক্ষমা কর সকলের তরে, ছেড়ে দিতে হবে স্থান,চলে যাব আমি "....!! 🙂

09/01/2024

মানুষের নিজের বলতে কি আছে?
জন্ম -- অন্যজনের দান
নাম --অন্যজনের দান
শিক্ষা --অন্যজনের দান
রোজগার-- অন্যজনের পয়সা
শেষ যাত্রা -- অন্য কেউ নিয়ে যাবে।
তবে এত অহংকার কিসের?

যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে, আমি ছাড়া পৃথিবী অচল।

দেওয়ালের টাঙ্গানো পূর্ব পুরুষদের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে।
তারা নেই বলে কি পৃথিবী থেমে আছে ? ৮৪ লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে।
মানুষ শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না।
আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না

07/01/2024

_আপনার মেয়ে এতো কালো! বিয়ে দিবেন কিভাবে?

_আপনার মেয়ে এতো ফর্সা! তাড়াতাড়ি বিয়ে দেন, নয়তো পরে দেখবেন কার না কার সাথে চলে যাবে।

_আপনার মেয়ে এত চিকন কেন,কিছু খাইয়ে মোটা বানান,বিয়ে হলে পরে শরীরের অবস্থা কী হবে?

_আপনার মেয়ে এত মোটা কেন,এত মোটা মেয়ে তো কেউ পছন্দ করেনা।

_তুমি তো খাটো,এত খাটো মেয়ে আজকাল কেউ পছন্দ করেনা

_এত লম্বা,পুরো কলাগাছ এর মতো,মেয়ে মানুষ ছেলেদের মতো এত লম্বা হলে ভালো দেখায় না

_তুমি সাজো না কেন? এখনকার ছেলেরা সাজগোজ দেখেই বিয়ে করে।

_তুমি এতো সাজো কেন? এই যুগে এতো সাজ কেউ পছন্দ করে না।

_বোরকা পড়তে পারো না! বেপর্দা চলাফেরা করো কেন?

_বুড়ো মানুষের মতো বোরকা পড়ে থাকো কেন? এটা তো আহ্লাদের বয়স।

_দেখছেন মেয়েটা কি ডিজাইনের বোরকা পড়ে! এরা পর্দার জন্য বোরকা পড়ে না, ঢং করার জন্য পড়ে।

_এতো সাদামাটা বোরকা পড়ো কেন? এখনকার যুগে তো সবাই স্টাইলিশ বোরকা পড়ে।

_বিয়ের আগেই এতো কাজ করা লাগবে না। বিয়ের পর সংসারী হলেই চলবে।

_এতো সহজ কাজও পারো না? বাপের বাড়ি কাজ করো নাই?

_সবসময় বাসায় বসে থাকো কেন? বের হতে পারো না!

_এতো বাইরে বাইরে ঘুরো কেন? বাসায় থাকতে পারো না।

_মেয়েদের এতো পড়ালেখা লাগে না।

_অশিক্ষিত মেয়ে কেউ বিয়ে করবে না।

_এটা করো কেন?

_এটা করোনি কেন?

মেয়ে আমারা যা-ই করি না কেন ??
মানুষ আামাদের ভুল ঠিকই বের করবে 🙂

06/01/2024

একটা আপুর কথা....!😥💔
ছেলেটা বলেছিলো আর কিছু দিন অপেক্ষা করো! বিয়ে করবো তোমাকে! এক বছর দুই বছর করে করে কাটলো আটটা বছর! কত কত ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়েছে মেয়েটা! বাবা মায়ের সাথে লড়াই করেছে! চুরি করে টাকা দিয়েছে ছেলেটাকে! আর আজ যখন ছেলেটা বিসিএস ক্যাডার হলো তখন বলে তোমার বয়স বেশি হয়ে গেছে! বাবা মা মেনে নিবে না! থমকে যায় মেয়েটা! নিজের জীবন টা নিজ হাতে শেষ করে দেয়! মর্গে তার নিথর দেহটা পরে আছে.! অপর দিকে ছেলেটা আজ বিয়ে করে ঘরে কম বয়সী নতুন বোউ তুলে খুব শান্তিতে জীবন পার করছে!😅
আহা!জীবন!😭💔🥀
ভালোবাসা 😭

Send a message to learn more

05/01/2024

-ছোটবেলায় মায়ের কাছে যখন জিজ্ঞেস করতাম, "মা আমি বড় হবো কবে?" -তখন মা মৃদু হেসে বলত, "যেদিন শৈশবের স্মৃতিগুলোর কথা মনে পড়ে তোর চোখের কোণে পানি আসবে, জানবি সেদিন তুই বড় হয়ে গেছিস!"❤️
সংগৃহীত...

Address

Rajapur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tonni Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share