Bangla Press

Bangla Press www.banglapress.com.bd is the largest online Bangla news portal in Bangladesh. We serve the exact and relevant news all the time.

We serve the exact and relevant news all the time what ever it's local or international. We always believe in quality news and our high professional journalist team always dedicated to perform to publish the better news for keep you update! right now we are publishing Economics news, Politics news, Science & Technology news, Sports news, Entertainment news, Education news, Health new, Agriculture

news, Life-style news, Media news and many things on this portal. If you would like to know more details please visit our online news portal right now to keep update yourself.

09/07/2025

বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে চীনা প্রকোশলীর মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে চাইনিজ শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়াং গো (৫৬) মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রায় ১হাজার ২৫০ ফুট নীচে ১৩০৫ নম্বর ফেইজে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭ টার দিকে মি. ওয়াং কে মৃত ঘোষণা করেন। মি. ওয়াং চীনা নাগরিক এবং খনির চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের একজন প্রকৌশলী।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বুধবার (৯ জুলাই) সকালে জানান, গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইজে কয়লার মজুত শেষ হয়। ওই ফেইস থেকে মাইনিং ইকুইপমেন্ট সরিয়ে এনে নতুন ১৪০৬ নম্বর ফেইজে বসানোর কাজ চলছে। ১৩০৫ নম্বর ফেইজ থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বাহির করার সময় মি. ওয়াং একটি স্টিল রোপের সাথে আটকে পড়েন এবং হাইড্রোলিক জগের নীচে চাপা পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মি.ওয়াং কে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাতেই পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৩১, তারিখ- ০৯/০৭/২০২৫)।

06/07/2025

রাজশাহীতে এনসিপির নাহিদ, সারজিস, হাসনাত আব্দুল্লাহ ...


পাবনায় দল বেঁধে ২১টি কঙ্কাল চুরি!চক্রটি গ্রেপ্তারে মরিয়া পুলিশ পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার আমিন পুরেছে কবর...
04/07/2025

পাবনায় দল বেঁধে ২১টি কঙ্কাল চুরি!

চক্রটি গ্রেপ্তারে মরিয়া পুলিশ

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার আমিন পুরেছে কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) ভোররাতে উপজেলার বিরাহিমপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি দেখতে পান মৃত ব্যক্তির স্বজনরা। কবরস্থানের উপরের মাটি ও বাঁশের চরাট সরানো দেখে সন্দেহ হয় তাদের। এ সময় তারা ভালো করে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে পান কবর খোঁড়া। ভিতরে কঙ্কাল নেই। পরে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয়। খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, গত রাতের কোন এক সময় সংঘবদ্ধ চক্র এই কবরস্থান থেকে ২১টি মাথার খুলি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে চোর চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম বলেন, আমাদের আত্মীয়-স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা প্রতি শুক্রবার ভোরে ফজর নামাজের পর কবর জিয়ারত করতে আসি। আজকে এসে দেখি বিভিন্ন কবরস্থান খোঁড়া বাঁশের চরাট সরানো। পরে ভেতরে দেখতে পাই কঙ্কাল নেই, মাথার খুলি বেশিরভাগ নেই। আমাদের ধারনা একটি সংঘবদ্ধ চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ওই কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

উল্লেখ্য, এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুটি কবরস্থান থেকে একইভাবে বেশকিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে।


রাজশাহীতে কারেন্টের পোলে ধাক্কা মেরে ট্রাকের মধ্যে অজ্ঞানচলছে স্বজনের খোঁজ পবার বায়ার মোড়ে রাজশাহী টু নওগাঁ গামী রোডের ...
02/07/2025

রাজশাহীতে কারেন্টের পোলে ধাক্কা মেরে ট্রাকের মধ্যে অজ্ঞান

চলছে স্বজনের খোঁজ

পবার বায়ার মোড়ে রাজশাহী টু নওগাঁ গামী রোডের পূর্ব পার্শ্বে থাকা একটি কারেন্টের পোলের সঙ্গে আম বোঝায় মিনি ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো-ড ১১-৬৬০৫ ব্রেক ফেল করে কারেন্টের পোলে সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলে মিনি ট্রাকটি দুমড়ে মুছরে উল্টে যায়। অজ্ঞাত ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে প্রেরণ করেন। ট্রাকের অজ্ঞাতনামা হেল্পার গাড়িতে চিপা খেয়ে আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্তৃক গাড়ির কিছু অংশ কেটে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

27/06/2025

গঙ্গার পানি বণ্টন চুক্তিটি বিবেচনা করছে ভারত

পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদী চুক্তি স্থগিত করার পর এবার বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিটি পুনর্বিবেচনা ও সংশোধনের বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ভারত। খবর ইকোনোমিক টাইমসের।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে, অর্থাৎ স্বাক্ষরের তিন দশক পর। এই চুক্তি নবায়নের জন্য দুই দেশের সম্মতির প্রয়োজন হলেও ভারত একটি নতুন চুক্তির পক্ষে।

এই চুক্তিটি শেখ হাসিনার প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাক্ষরিত হয়েছিল এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ফরাক্কা বাঁধ এলাকায় জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে গঙ্গার পানির প্রবাহ ভাগাভাগির একটি রূপরেখা নির্ধারণ করা হয়।

সূত্রগুলো জানিয়েছে, বর্তমান চুক্তির আলোকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয়ের মধ্যে পানির ভারসাম্য রক্ষায় নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। ভারত তার সেচ, বন্দর রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন অনুযায়ী চুক্তির সংশোধন চায়।

১৯৭৫ সালে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে ফরাক্কা বাঁধ নির্মাণের পর নদীটির পানি নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল তা মেটাতেই ১৯৯৬ সালের এই চুক্তি স্বাক্ষর হয়।

এই চুক্তির আওতায় ভারত (উজানের দেশ) ও বাংলাদেশ (ভাটির দেশ) ফরাক্কা এলাকায় গঙ্গার পানি ভাগাভাগিতে সম্মত হয়। ফরাক্কা বাঁধটি ভাগীরথী নদীর ওপর নির্মিত, যা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

ফরাক্কা বাঁধের মাধ্যমে কলকাতা বন্দরের জন্য একটি ফিডার খালে ৪০,০০০ কিউসেক পানি সরানো হয়। বর্তমান ব্যবস্থায় শুষ্ক মৌসুমে (১১ মার্চ থেকে ১১ মে) উভয় দেশকে পর্যায়ক্রমে প্রতি ১০ দিন অন্তর ৩৫,০০০ কিউসেক করে পানি দেওয়া হয়।

তবে ভারত এই সময় আরও অতিরিক্ত ৩০,০০০ থেকে ৩৫,০০০ কিউসেক পানি দাবি করছে। এতে তাদের নতুন চাহিদা পূরণ করা যাবে বলে তারা প্রকাশ করছে।

সূত্রমতে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কেন্দ্রীয় সরকারের অবস্থানের সঙ্গে একমত এবং মনে করছে বর্তমান চুক্তির শর্তাবলি পশ্চিমবঙ্গের প্রয়োজন মেটাতে ব্যর্থ।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share