25/08/2025
একদিন নোকিয়ার সিইও তাঁর শেষ বক্তৃতায় বলেছিলেন,
“We didn’t do anything wrong, but somehow, we lost.”
শুনতে কি অদ্ভুত লাগে না?
ভুল কিছু করেননি, অথচ হেরে গেলেন।
আসেন, এই বিষয়টা বুঝে দেখি।
ইতিহাসের পাতা উল্টাই -
বিজয়ী সব সময় সেই না, যে কম ভুল করেছে। বিজয়ী সেই, যে সময়ের সাথে পাল্টাতে পেরেছে।
ভুল করেনি। কিন্তু তারা থেমে ছিল। তারা ভেবেছিলো, পুরোনো গতি, পুরোনো পদ্ধতি দিয়েই চলবে। Apple, Samsung, Google এরা meanwhile নতুন theorem প্রমাণ করছিলো:
“শুধু সঠিক হলেই হবে না, relevant হতে হবে।”
ব্যবসার দুনিয়ায় relevance হারানো মানেই শেষ।
খাইয়া ফেলমু তারে, এইটাই সময়ের নিয়ম।
বাংলাদেশের ব্যবসায়ীরা, সিদ্ধান্ত-নির্মাতারা, আপনার কাছে আমার এইটারে রিকোয়েস্ট বলতে পারেন:
আপনাদের অনেকে এখনো ২০০৫ সালের পদ্ধতিতে মার্কেটিং করেন। এখনো ভাবেন Google ranking মানেই শেষ কথা। এখনো ধরে রেখেছেন পুরোনো formula, যেটা কাগজে-কলমে “ভুল” নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা কি ভবিষ্যতের খেলাটা খেলছেন?
AI search, generative content, নতুন customer behavior এগুলোকে উপেক্ষা করে যদি বলেন “আমরা ভুল কিছু করছি না”, তাহলে নোকিয়ার গল্পটা খুব দূরে নয়।
আমি একজন ফার্মাসিস্ট হয়েও গত ৯+ বছর ধরে ডিজিটাল দুনিয়ায় কাজ করছি। ওয়েবসাইট বানাচ্ছি, ই-কমার্স তৈরি করছি;
আমি ব্যবসাকে Google & AI search এ র্যাঙ্ক করাচ্ছি, আর ব্যবসার গল্প বলছি সোশ্যাল মিডিয়ায়।
আমার ভূমিকা ছোট, কিন্তু প্রয়োজনীয়। আমি দেখেছি:
যে ব্যবসা নতুন পথ নেয়, সে টিকে থাকে।
যে ব্যবসা পুরোনো ধরাবাঁধা পথ আঁকড়ে ধরে, সে শেষ পর্যন্ত বলে:
“We didn’t do anything wrong, but somehow, we lost.”
বন্ধুরা, ইতিহাসকে শুধু নস্টালজিয়া করার জন্য নয়, শেখার জন্য কাজে লাগান।
পুরোনো পদ্ধতির প্রতি ভালোবাসা রাখেন, রাখতে পারেন। কিন্তু ব্যবসা চালাতে হলে, নতুন methodology, নতুন mindset নিতে হবে।
কারণ, সময় কাউকে ক্ষমা করে না।
🔥 এটাই আমার বিশ্বাস:
পরিবর্তনকেই বেছে নিতে হবে।
নতুন পথকেই আঁকড়ে ধরতে হবে।
আর তখনই আমরা বলব:
“We changed, and that’s why we won.”
ব্যবসায়ীরা, সিদ্ধান্ত নেবেন আজই;
আপনি নোকিয়ার পথে হাঁটবেন, নাকি নতুন ইতিহাস লিখবেন?