ITS me RIFAT

ITS me RIFAT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ITS me RIFAT, Digital creator, kolmakanda netrokona, Dhaka.

03/01/2024

Simple

01/01/2024

এক টুকরো মাছ খাওয়ার অপরাধে গরম খুন্তি তন্নির হাতে চেপে ধরেছেন তার মা ইতি বেগম। যন্ত্রণায় চিৎকার করে কেঁদে ওঠে তন্নি। ছটফট করতে থাকে হাত খানা ছাড়ানোর জন্য। কিন্তু মায়ের শক্তির সাথে পেরে উঠে না। হাতে বোধহয় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। বাঁচার উপায় দেখতে না পেয়ে বা হাতে ইতি বেগমের পা জড়িয়ে ধরে তন্নি। মিনতি করে বলতে থাকে

"আমি আর মাছ খাবো না মা। আমাকে মেরো না। খুব কষ্ট পাচ্ছি। হাতটা ছেড়ে দাও মা। একটু পরে আমার পরিক্ষা।

তন্নির কান্না ভেজা আঁখি পল্লব এবং আকুতিভরা মিনতিতে মন গললো বোধহয় ইতি বেগমের। তিনি খুন্তি তুলে তন্নিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছিটকে বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে তন্নি৷ হাতটা ঝলসেই গিয়েছে তার। হাতের তালু টকটকে লাল রং ধারণ করেছে। তন্নি অনবরত হাত ঝাঁকাতে থাকে। পাগলের মতো আশেপাশে পানির খোঁজ করে। কিন্তু হায়য় কোথাও একটু পানির দেখা মেলে না। নিজের গালে হাত ছোঁয়ায় তন্নি। চোখের পানিতে যদি হাতের জ্বালা কমে।

ইতি বেগম হাঁপাচ্ছেন। তন্নিকে মারতে মারতে সে নিজেই অস্থির হয়ে পড়েছেন। হাঁপাতে হাঁপাতেই বলতে থাকে

" জিব্বা বড় হয়ে যাচ্ছে তোর দিনদিন? বাপের জন্মে কিছু খাস নি? আমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম আমি। তোকে জ বা ই করে রান্না করতে পারলে শান্তি হতো আমার। বেহায়া মেয়ে।

তন্নি জবাব দেয় না। সে বোধহয় এসব শুনলোই না। সে তো ব্যস্ত হাতের ব্যাথা কমাতে।

আজকে তন্নি এসএসসি পরীক্ষার শেষ দিন। এই একটা পরিক্ষা দিতে পারলেই সে মুক্ত। অনেক রাত ওবদি বই নিয়ে বসে ছিলো বিধায় সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে যায়।
ঘুম ভাঙতেই তন্নি তারাহুরো করে ফ্রেশ হয়ে রান্না ঘরে যায় কিছু খেতে। এক মুঠো পান্তা ভাত আর এক টুকরো ভাজা মাছই অবশিষ্ট ছিলো বিধায় সে তাই খেয়ে নিয়েছে। চুলায় তরকারি বসানো। তন্নির ধারণা মা বোধহয় এই ভাত আর মাছ তার জন্যই রেখেছে। খাওয়াও প্রায় শেষ হয়েছে তার। শেষ এক লোকমা ভাত মুখে নিতে যেতেই ইতি বেগম চুলের মুঠি ধরে তন্নির হাতে থাকা ভাতের প্লেট ফেলে দেয়।
"কুত্তার বাচ্চা আমার ছেলের জন্য রাখা মাছ তুই খাচ্ছিস?
বলেই এলোপাতাড়ি মারতে থাকে। হাত দিয়ে মারতে তার অসুবিধা হচ্ছিলো বিধায় চুলার ওপর থাকা কড়াই হতে খুন্তি তুলে নেয়। এবং ডান হাতের তালুতে চেপে ধরে।

চোখের পানি আটকাতে ব্যর্থ তন্নি। কয়েকবার হাতের উল্টো পিঠে মুছে নিয়েছে তবুও আবার গড়িয়ে পড়ছে। স্কুল ড্রেস পড়ে ওড়না খানা মাথায় চাপিয়ে জুতো পড়তে যায় তন্নি। একটাই স্যান্ডেল তার

NO CAPTION ✊
01/01/2024

NO CAPTION ✊

Address

Kolmakanda Netrokona
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ITS me RIFAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITS me RIFAT:

Share