05/07/2024
বোকা নারী,,
গুরত্ব না পেলে দুরত্ব বারিয়ে দেয়।
আর গুরত্ব পেলে সবটা উজার করে দেয়।
পুরুষ ও ঠকে,,
তবে নারীকে একটু যত্ন করে ঠকানো হয়।
জার কোনো প্রমাণ চিহ্ন থাকে না।
অভিযোগের ভাষা থাকে না,
প্রতিবাদের সাহস থাকে না,
প্রতিশোধের ইচ্ছা থাকে না,
সুধু থাকে দেহ আত্মা ছাড়া
একটা নিথর শরীর🥹🥹
লিজা মাহমুদা