03/06/2025
🌙 ঈদুল আজহার শুভেচ্ছা 🌙
“কুরবানী শুধু পশু জবাই নয়, এটা আত্মত্যাগের শিক্ষা।”
আসুন, এবারের কুরবানীতে শুধু পশু নয়,
আমরা আমাদের হিংসা, অহংকার, কুপ্রবৃত্তি– এসবকেও কুরবানী দিই।
আল্লাহর সন্তুষ্টির জন্যই হোক আমাদের সব ত্যাগ।
🕋 এই ঈদ হোক ভ্রাতৃত্ব, মমতা আর মানবিকতার বিজয়।
🕌 কুরবানীর মাংস ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।
🤲 দোয়া করি—এই ঈদে আপনার পরিবারে আসুক শান্তি, বরকত ও রহমত।
ঈদ মোবারক!